ত্রিশ বছর বয়সে ইউটিউবারের রোজগার ১২২ কোটি টাকা।

এই খবর শেয়ার করুন (Share this news)

বয়স মাত্র ত্রিশ। এখনই কোটি টাকার মালিক। তাও আবার এক-দু’কোটি নয়, একেবারে ১২২ কোটির সম্পত্তি রয়েছে এই যুবকের। অথচ তিনি কোনও ব্যবসায়ী নন। বলিউডের নামজাদা অভিনেতাও নন। স্রেফ নিজের চেষ্টা আর অধ্যাবসায়ের জোরেই এমন সাফল্য পেয়েছেন জীবনে।কথায় আছে নেশা আর পেশা যদি এক হয়ে যায়, তাহলে সাফল্য আসতে বাধ্য! সে কথাই বাস্তবে প্রমাণ করে দেখিয়েছেন ভুবন বাম। একেবারেই সাধারণ মধ্যবিত্ত পরিবারের যুবক। একসময় গায়ক হওয়ার স্বপ্ন দেখতেন। জন্মসূত্রে গুজরাটি। কিন্তু কাজের খোঁজে খুব অল্প বয়সেই দিল্লি চলে এসেছিলেন ভুবন। সেসময় স্বপ্ন দেখতেন গায়ক হওয়ার। কাঁধে গিটার ঝুলিয়ে যেখানে সুযোগ পেতেন গাইতেন।ছোটখাটো অনুষ্ঠান থেকে শুরু করে রেস্টুরেন্ট কিংবা বার সিংগার হিসাবেও কাজ করেছেন। তখন খুব বেশি হলে মাসিক রোজগার হতো হাজার পাঁচেক। কিন্তু ভিডিও বানানো বরাবরই তার নেশা।সেইসঙ্গে ছোট থেকেই বিভিন্ন বিষয়ে মজা করা তার স্বভাব।এই দুই অভ্যাসের জেরেই যে ভবিষ্যতে এমন জনপ্রিয়তা পাবেন তা কখনই ভাবেননি ভুবন। সেইসসময় ইউটিউবকে পেশা হিসেবে বেছে নেওয়া ততটাও জনপ্রিয়তা পায়নি। ভুবনও তাই কোনওরূপ ভবিষ্যৎ পরিকল্পনা ছাড়াই একটা ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করেন। মূলত হাসির ভিডিও। কিন্তু নেটদুনিয়ায় সেই ভিডিও ব্যাপক সাড়া ফেলে। কয়েকদিনের মধ্যেই রীতিমতো ভাইরাল হয়ে যায় তার বানানো সেই ভিডিও। এরপর সম্পূর্ণ নতুন ধারার এক সিরিজ বানাতে শুরু করেন ভুবন
বিবি কি ভাইনস’ নামে সেই সিরিজে তিনি একাই অভিনয় করতেন। কিন্তু একাধিক চরিত্রে। একা হাতে সব কিছু সামলাতেন ভুবন। সেসময় এমনটা আর কোনও ইউটিউবারকে করতে দেখা যেত না। ফলত ভুবনের জনপ্রিয়তা রীতিমতো বেড়ে যায়। তার চ্যানেল ‘বিবি কি ভাইনস’এর নাম সকলের মুখে মুখে ফিরতে শুরু করে।এরপর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি ভুবনকে। দেশ বিদেশের একাধিক অনুষ্ঠানে সম্মানিত হয়েছেন।পেয়েছেন বহু পুরুস্কার। শুধু ভারত নয়,গোটা বিশ্বে ছড়িয়ে আছে তার ফ্যানরা।
স্বাভাবিকভাবেই জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিয়ে রোজগারও বেড়েছে ভুবনের। বর্তমানে তিনি ১২২ কোটি টাকার মালিক।এত অল্পবয়সে এই সাফল্য সত্যিই নজিরবিহীন। অনেকেই ভারতের সেরার সেরা ইউটিউবার ভুবন। বছর কয়েক আগে সিনেমাতেও নাম লিখিয়েছেন ভুবন।এছাড়া বেশ কিছু ওয়েবসিরিজেও দেখা গিয়েছে তাকে।আর নিজের চ্যানেলের ভিডিও তো রয়েছেই। এখনও তা সমানভাবে জনপ্রিয়। আগামী দিনে সেই জনপ্রিয়তা আরও বাড়বে বলেই দাবি তার সমর্থকদের।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

1 day ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

1 day ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

1 day ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

1 day ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

2 days ago