ত্রিশ বছর বয়সে ইউটিউবারের রোজগার ১২২ কোটি টাকা।

এই খবর শেয়ার করুন (Share this news)

বয়স মাত্র ত্রিশ। এখনই কোটি টাকার মালিক। তাও আবার এক-দু’কোটি নয়, একেবারে ১২২ কোটির সম্পত্তি রয়েছে এই যুবকের। অথচ তিনি কোনও ব্যবসায়ী নন। বলিউডের নামজাদা অভিনেতাও নন। স্রেফ নিজের চেষ্টা আর অধ্যাবসায়ের জোরেই এমন সাফল্য পেয়েছেন জীবনে।কথায় আছে নেশা আর পেশা যদি এক হয়ে যায়, তাহলে সাফল্য আসতে বাধ্য! সে কথাই বাস্তবে প্রমাণ করে দেখিয়েছেন ভুবন বাম। একেবারেই সাধারণ মধ্যবিত্ত পরিবারের যুবক। একসময় গায়ক হওয়ার স্বপ্ন দেখতেন। জন্মসূত্রে গুজরাটি। কিন্তু কাজের খোঁজে খুব অল্প বয়সেই দিল্লি চলে এসেছিলেন ভুবন। সেসময় স্বপ্ন দেখতেন গায়ক হওয়ার। কাঁধে গিটার ঝুলিয়ে যেখানে সুযোগ পেতেন গাইতেন।ছোটখাটো অনুষ্ঠান থেকে শুরু করে রেস্টুরেন্ট কিংবা বার সিংগার হিসাবেও কাজ করেছেন। তখন খুব বেশি হলে মাসিক রোজগার হতো হাজার পাঁচেক। কিন্তু ভিডিও বানানো বরাবরই তার নেশা।সেইসঙ্গে ছোট থেকেই বিভিন্ন বিষয়ে মজা করা তার স্বভাব।এই দুই অভ্যাসের জেরেই যে ভবিষ্যতে এমন জনপ্রিয়তা পাবেন তা কখনই ভাবেননি ভুবন। সেইসসময় ইউটিউবকে পেশা হিসেবে বেছে নেওয়া ততটাও জনপ্রিয়তা পায়নি। ভুবনও তাই কোনওরূপ ভবিষ্যৎ পরিকল্পনা ছাড়াই একটা ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করেন। মূলত হাসির ভিডিও। কিন্তু নেটদুনিয়ায় সেই ভিডিও ব্যাপক সাড়া ফেলে। কয়েকদিনের মধ্যেই রীতিমতো ভাইরাল হয়ে যায় তার বানানো সেই ভিডিও। এরপর সম্পূর্ণ নতুন ধারার এক সিরিজ বানাতে শুরু করেন ভুবন
বিবি কি ভাইনস’ নামে সেই সিরিজে তিনি একাই অভিনয় করতেন। কিন্তু একাধিক চরিত্রে। একা হাতে সব কিছু সামলাতেন ভুবন। সেসময় এমনটা আর কোনও ইউটিউবারকে করতে দেখা যেত না। ফলত ভুবনের জনপ্রিয়তা রীতিমতো বেড়ে যায়। তার চ্যানেল ‘বিবি কি ভাইনস’এর নাম সকলের মুখে মুখে ফিরতে শুরু করে।এরপর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি ভুবনকে। দেশ বিদেশের একাধিক অনুষ্ঠানে সম্মানিত হয়েছেন।পেয়েছেন বহু পুরুস্কার। শুধু ভারত নয়,গোটা বিশ্বে ছড়িয়ে আছে তার ফ্যানরা।
স্বাভাবিকভাবেই জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিয়ে রোজগারও বেড়েছে ভুবনের। বর্তমানে তিনি ১২২ কোটি টাকার মালিক।এত অল্পবয়সে এই সাফল্য সত্যিই নজিরবিহীন। অনেকেই ভারতের সেরার সেরা ইউটিউবার ভুবন। বছর কয়েক আগে সিনেমাতেও নাম লিখিয়েছেন ভুবন।এছাড়া বেশ কিছু ওয়েবসিরিজেও দেখা গিয়েছে তাকে।আর নিজের চ্যানেলের ভিডিও তো রয়েছেই। এখনও তা সমানভাবে জনপ্রিয়। আগামী দিনে সেই জনপ্রিয়তা আরও বাড়বে বলেই দাবি তার সমর্থকদের।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

প্রধানমন্ত্রীর নরেন্দ্রমোদীর অফিসে রাহুল গান্ধি, সঙ্গে মজুত ছিলেন দেশের প্রধান বিচারপতিও!!

অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…

4 hours ago

ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!

অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…

11 hours ago

শবরীমালা মন্দির পরিদর্শনে দ্রৌপদী মুর্মু!!

অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…

13 hours ago

মহাকালেশ্বর মন্দিরে বীভৎস আগুন!!

অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…

13 hours ago

হত্যা মামলায় ‘গ্রেপ্তার’ বাংলাদেশে জেলবন্দি চিন্ময় প্রভু!

অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…

13 hours ago

নিখোঁজ হয়ে ছিলেন কুড়ি বছরে বাড়ি ফিরে এলেন ৬৩ বছর পর!!

অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…

14 hours ago