ত্রিশ বছর বয়সে ইউটিউবারের রোজগার ১২২ কোটি টাকা।

এই খবর শেয়ার করুন (Share this news)

বয়স মাত্র ত্রিশ। এখনই কোটি টাকার মালিক। তাও আবার এক-দু’কোটি নয়, একেবারে ১২২ কোটির সম্পত্তি রয়েছে এই যুবকের। অথচ তিনি কোনও ব্যবসায়ী নন। বলিউডের নামজাদা অভিনেতাও নন। স্রেফ নিজের চেষ্টা আর অধ্যাবসায়ের জোরেই এমন সাফল্য পেয়েছেন জীবনে।কথায় আছে নেশা আর পেশা যদি এক হয়ে যায়, তাহলে সাফল্য আসতে বাধ্য! সে কথাই বাস্তবে প্রমাণ করে দেখিয়েছেন ভুবন বাম। একেবারেই সাধারণ মধ্যবিত্ত পরিবারের যুবক। একসময় গায়ক হওয়ার স্বপ্ন দেখতেন। জন্মসূত্রে গুজরাটি। কিন্তু কাজের খোঁজে খুব অল্প বয়সেই দিল্লি চলে এসেছিলেন ভুবন। সেসময় স্বপ্ন দেখতেন গায়ক হওয়ার। কাঁধে গিটার ঝুলিয়ে যেখানে সুযোগ পেতেন গাইতেন।ছোটখাটো অনুষ্ঠান থেকে শুরু করে রেস্টুরেন্ট কিংবা বার সিংগার হিসাবেও কাজ করেছেন। তখন খুব বেশি হলে মাসিক রোজগার হতো হাজার পাঁচেক। কিন্তু ভিডিও বানানো বরাবরই তার নেশা।সেইসঙ্গে ছোট থেকেই বিভিন্ন বিষয়ে মজা করা তার স্বভাব।এই দুই অভ্যাসের জেরেই যে ভবিষ্যতে এমন জনপ্রিয়তা পাবেন তা কখনই ভাবেননি ভুবন। সেইসসময় ইউটিউবকে পেশা হিসেবে বেছে নেওয়া ততটাও জনপ্রিয়তা পায়নি। ভুবনও তাই কোনওরূপ ভবিষ্যৎ পরিকল্পনা ছাড়াই একটা ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করেন। মূলত হাসির ভিডিও। কিন্তু নেটদুনিয়ায় সেই ভিডিও ব্যাপক সাড়া ফেলে। কয়েকদিনের মধ্যেই রীতিমতো ভাইরাল হয়ে যায় তার বানানো সেই ভিডিও। এরপর সম্পূর্ণ নতুন ধারার এক সিরিজ বানাতে শুরু করেন ভুবন
বিবি কি ভাইনস’ নামে সেই সিরিজে তিনি একাই অভিনয় করতেন। কিন্তু একাধিক চরিত্রে। একা হাতে সব কিছু সামলাতেন ভুবন। সেসময় এমনটা আর কোনও ইউটিউবারকে করতে দেখা যেত না। ফলত ভুবনের জনপ্রিয়তা রীতিমতো বেড়ে যায়। তার চ্যানেল ‘বিবি কি ভাইনস’এর নাম সকলের মুখে মুখে ফিরতে শুরু করে।এরপর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি ভুবনকে। দেশ বিদেশের একাধিক অনুষ্ঠানে সম্মানিত হয়েছেন।পেয়েছেন বহু পুরুস্কার। শুধু ভারত নয়,গোটা বিশ্বে ছড়িয়ে আছে তার ফ্যানরা।
স্বাভাবিকভাবেই জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিয়ে রোজগারও বেড়েছে ভুবনের। বর্তমানে তিনি ১২২ কোটি টাকার মালিক।এত অল্পবয়সে এই সাফল্য সত্যিই নজিরবিহীন। অনেকেই ভারতের সেরার সেরা ইউটিউবার ভুবন। বছর কয়েক আগে সিনেমাতেও নাম লিখিয়েছেন ভুবন।এছাড়া বেশ কিছু ওয়েবসিরিজেও দেখা গিয়েছে তাকে।আর নিজের চ্যানেলের ভিডিও তো রয়েছেই। এখনও তা সমানভাবে জনপ্রিয়। আগামী দিনে সেই জনপ্রিয়তা আরও বাড়বে বলেই দাবি তার সমর্থকদের।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

2 mins ago

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

24 mins ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

55 mins ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

1 day ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

1 day ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago