বয়স মাত্র ত্রিশ। এখনই কোটি টাকার মালিক। তাও আবার এক-দু’কোটি নয়, একেবারে ১২২ কোটির সম্পত্তি রয়েছে এই যুবকের। অথচ তিনি কোনও ব্যবসায়ী নন। বলিউডের নামজাদা অভিনেতাও নন। স্রেফ নিজের চেষ্টা আর অধ্যাবসায়ের জোরেই এমন সাফল্য পেয়েছেন জীবনে।কথায় আছে নেশা আর পেশা যদি এক হয়ে যায়, তাহলে সাফল্য আসতে বাধ্য! সে কথাই বাস্তবে প্রমাণ করে দেখিয়েছেন ভুবন বাম। একেবারেই সাধারণ মধ্যবিত্ত পরিবারের যুবক। একসময় গায়ক হওয়ার স্বপ্ন দেখতেন। জন্মসূত্রে গুজরাটি। কিন্তু কাজের খোঁজে খুব অল্প বয়সেই দিল্লি চলে এসেছিলেন ভুবন। সেসময় স্বপ্ন দেখতেন গায়ক হওয়ার। কাঁধে গিটার ঝুলিয়ে যেখানে সুযোগ পেতেন গাইতেন।ছোটখাটো অনুষ্ঠান থেকে শুরু করে রেস্টুরেন্ট কিংবা বার সিংগার হিসাবেও কাজ করেছেন। তখন খুব বেশি হলে মাসিক রোজগার হতো হাজার পাঁচেক। কিন্তু ভিডিও বানানো বরাবরই তার নেশা।সেইসঙ্গে ছোট থেকেই বিভিন্ন বিষয়ে মজা করা তার স্বভাব।এই দুই অভ্যাসের জেরেই যে ভবিষ্যতে এমন জনপ্রিয়তা পাবেন তা কখনই ভাবেননি ভুবন। সেইসসময় ইউটিউবকে পেশা হিসেবে বেছে নেওয়া ততটাও জনপ্রিয়তা পায়নি। ভুবনও তাই কোনওরূপ ভবিষ্যৎ পরিকল্পনা ছাড়াই একটা ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করেন। মূলত হাসির ভিডিও। কিন্তু নেটদুনিয়ায় সেই ভিডিও ব্যাপক সাড়া ফেলে। কয়েকদিনের মধ্যেই রীতিমতো ভাইরাল হয়ে যায় তার বানানো সেই ভিডিও। এরপর সম্পূর্ণ নতুন ধারার এক সিরিজ বানাতে শুরু করেন ভুবন
বিবি কি ভাইনস’ নামে সেই সিরিজে তিনি একাই অভিনয় করতেন। কিন্তু একাধিক চরিত্রে। একা হাতে সব কিছু সামলাতেন ভুবন। সেসময় এমনটা আর কোনও ইউটিউবারকে করতে দেখা যেত না। ফলত ভুবনের জনপ্রিয়তা রীতিমতো বেড়ে যায়। তার চ্যানেল ‘বিবি কি ভাইনস’এর নাম সকলের মুখে মুখে ফিরতে শুরু করে।এরপর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি ভুবনকে। দেশ বিদেশের একাধিক অনুষ্ঠানে সম্মানিত হয়েছেন।পেয়েছেন বহু পুরুস্কার। শুধু ভারত নয়,গোটা বিশ্বে ছড়িয়ে আছে তার ফ্যানরা।
স্বাভাবিকভাবেই জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিয়ে রোজগারও বেড়েছে ভুবনের। বর্তমানে তিনি ১২২ কোটি টাকার মালিক।এত অল্পবয়সে এই সাফল্য সত্যিই নজিরবিহীন। অনেকেই ভারতের সেরার সেরা ইউটিউবার ভুবন। বছর কয়েক আগে সিনেমাতেও নাম লিখিয়েছেন ভুবন।এছাড়া বেশ কিছু ওয়েবসিরিজেও দেখা গিয়েছে তাকে।আর নিজের চ্যানেলের ভিডিও তো রয়েছেই। এখনও তা সমানভাবে জনপ্রিয়। আগামী দিনে সেই জনপ্রিয়তা আরও বাড়বে বলেই দাবি তার সমর্থকদের।
অনলাইন প্রতিনিধি :-ষষ্ঠ 'বিমসটেক' শীর্ষ সম্মেলনে যোগদান করতে বৃহস্পতিবার দু'দিনের সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…
অনলাইন প্রতিনিধি :-চলতি বছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত ৯৪ হাজার ৭২৩ জন মহিলা লাখপতি দিদি হয়েছেন।…
অনলাইন প্রতিনিধি:-দেশের ওষুধ কোম্পানিগুলোর লাভের বড় অংশই এখন খেয়ে নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই ভোেট শেষ…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিশেষজ্ঞ চিকিৎসব সব বিভাগে চব্বিশ ঘন্টা না থাকায় রোগীর…
অনলাইন প্রতিনিধি:-রাজ্যে অনুপ্রদেশ রুখতে পুলিশ,বিএসএফ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভকাউন্সিলের সিদ্ধান্তকে সীলমোহর দিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ…