অনলাইন প্রতিনিধি :-সম্প্রতি শেষ হয়েছে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন।গত বারো আগষ্ট ভোট গণনা শেষে রাজ্য নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফলও ঘোষণা করে দিয়েছে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জিলা পরিষদের প্রায় সাতানব্বই শতাংশ আসনেই শাসকদল বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছেন।৬০৬টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে শাসকদল ৫৮৪টি গ্রাম পঞ্চায়েতে জয়ী হয়েছে।৩৫টি পঞ্চায়েত সমিতির মধ্যে ৩৪টি জয়ী হয়েছে শাসকদল বিজেপি। আটটি জিলা পরিষদের মধ্যে সবগুলি জিলা পরিষদেই জয়ী হয়েছে শাসকদল বিজেপি।
শাসকদল সূত্রে জানা গেছে,
আগামীকাল বিকালে বিজেপির রাজ্য শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক হবে।ওই বৈঠকে পঞ্চায়েতগুলোর প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং জিলা পরিষদগুলির সভাপতি, সহ-সভাপতি করা হবে,এই নিয়ে আলোচনা হবে।জানা গেছে, আগামীকালের বৈঠকে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জিলা পরিষদের পদাধিকারীদের নামে দলীয় সিলমোহর দেওয়া হবে। এরপরই একে একে শপথ গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
জানা গেছে আগামীকাল হরিয়ানা থেকে রাজ্যে এসে সরাসরি বৈঠকে যোগ দেবেন সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব অংশ নেবেন। বৈঠক হবে কৃষ্ণনগর দলের প্রধান কার্যালয়ে। শুরু হবে বিকাল চারটায়।
অনলাইন প্রতিনিধি :-বর্তমান যুগে হৃদরোগ জনিত সমস্যা ক্রমশ বেড়ে চলেছে।এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ও জীবনঘাতী…
অনলাইন প্রতিনিধি :-বর্তমানে রাজ্যেনয়টি ল্যান্ড কাস্টম স্টেশন রয়েছে।কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নয়টি ল্যান্ড কাস্টম স্টেশনকে…
অনলাইন প্রতিনিধি :-২০২৮ সালে বিধানসভা নির্বাচনেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারলেই, আমাদের…
অনলাইন প্রতিনিধি:-তপন স্মৃতি নকআউট ক্রিকেটের দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!খেলার…
নজিরবিহীন গরমের মুখোমুখি রাজ্য। মার্চ মাসের শেষ দিকে গরমের এই প্রকোপ এককথায় নজিরবিহীন।এজন্য আবহাওয়া দপ্তরকে…
অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…