Categories: দেশ

থাকবে রূপা, ডিজাইনেও আলাদা বাজারে আসছে ৭৫ টাকার কয়েন।।।।

এই খবর শেয়ার করুন (Share this news)

স্বাধীনতার অমৃত মহোৎসবকে আরও স্মরণীয় করে রাখতে বাজারে পা রাখতে চলেছে ৭৫ টাকার কয়েন।আগামী ২৮শে উদ্বোধন হতে চলেছে নতুন সংসদ ভবন। নরেন্দ্র মোদি সরকারের স্বপ্নের প্রকল্প তথা নয়া সংসদ ভবনের উদ্বোধনের মুহূর্তকে স্মরণীয় করতে রাখতে এই বিশেষ কয়েন আনা হচ্ছে বাজারে।কয়েনে ইংরেজি হরফে লেখা থাকবে ‘পার্লামেন্ট কমপ্লেক্স’। সেই সঙ্গে নয়া সংসদ ভবনের ছবি থাকবে ৭৫ টাকার কয়েনে।৭৫ টাকার কয়েনের ডিজাইন থেকে শুরু করে এর অঙ্গসজ্জাতেও থাকবে বিশেষত্ব। নতুন সংসদ ভবনের নকশা হল ত্রিভুজাকার।নতুন কয়েনটিও একই রমকের নকশায় বাজারে আনার সম্ভাবনা রয়েছে। অর্থ মন্ত্রক সূত্রে খবর,৭৫ টাকার কয়েনের ওজন হবে ৩৫ গ্রাম। কয়েনে ৫০ শতাংশ রূপা এবং ৪০ শতাংশ তামা থাকবে।এছাড়া ৫ শতাংশ করে থাকবে আরও দুই ধাতু জিঙ্ক ও নিকেল।নকশার দিক থেকে কয়েনের একপাশে থাকবে অশোক স্তম্ভ।যার ঠিক নিচে টাকার মূল্য অর্থাৎ ‘৭৫ টাকা’ লেখা থাকবে। মুদ্রার অন্য প্রান্তে নতুন সংসদ ভবনের নকশা খোদাই করা হবে।এবং উপরে ও নিচে লেখা থাকবে সংসদ কমপ্লেক্স।সেই সঙ্গে কয়েনের নিচের দিকে লেখা থাকবে কোন বছরে কয়েনটি বাজারে আনা হয়েছে অর্থাৎ ২০২৩ সালের উল্লেখ থাকবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৮ তারিখ, আগামী রবিবার দিল্লিতে নতুন সংসদ ভবন উদ্বোধন করে জাতির উদ্দেশে সেটি সমর্পণ করতে চলেছেন।লোকসভার এক বিবৃতি গত সপ্তাহে বলেছে, ‘নতুন সংসদ ভবনের নির্মাণ সম্পূর্ণ হয়েছে এবং নতুন ভবনটি আত্মনির্ভর ভারতের চেতনার প্রতীক।’ প্রধানমন্ত্রী মোদি ২০২০ সালের১০ ডিসেম্বর ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এর নির্মাণকাজ শুরু হয়েছিল ২০২১ সালের জানুয়ারীতে। আহমেদাবাদের এইচসিপি ডিজাইন, প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্টের মাধ্যমে স্থপতি বিমল প্যাটেল নতুন সংসদ ভবনের নকশা তৈরি করেছেন। বর্তমান সংসদ ভবনের পাশেই তৈরি হয়েছে নতুন ভবনটি। বানিয়েছে টাটা প্রজেক্টস লিমিটেড।বর্তমান সংসদ ভবনের
পাশে তৈরি হয়েছে নতুন ভবনটি। বর্তমান সংসদ ভবনের লোকসভায় ৫৪৩ জন ও রাজ্যসভায় ২৫০ জন বসতে পারেন। নতুন সংসদ ভবনে লোকসভায় ৮৮৮ জন এবং রাজ্যসভায় ৩০০ জন সংসদ সদস্যের বসার বন্দোবস্ত রয়েছে। সংসদে আসন্ন বাদল অধিবেশন নতুন ভবনেই বসবে। পুরোনো ভবনে অধিবেশন শুরুর আগে সেন্ট্রাল হলে যৌথ কক্ষের ভাষণ দিতেন রাষ্ট্রপতি। নতুন ভবনে কোনও কেন্দ্রীয় হল নেই, তাই রাষ্ট্রপতি যৌথ সভার বক্তৃতা দেবেন লোকসভায়।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

মধ্যগগনে বিমানের চাকা ফেটে বিপত্তি !

অনলাইন প্রতিনিধি :-জয়পুর থেকে চেন্নাই এর পথে যাচ্ছিল স্পাইসজেটের একটি বিমান। বিমানটি যখন মাঝআকাশে তখনই…

6 hours ago

মায়ানমারে একের পর এক এয়ারস্ট্রাইক!!

অনলাইন প্রতিনিধি :-ভূমিকম্পের ভয়াবহ ক্ষত এখনও চাপা পড়েনি। তারই মধ্যে দেশের যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে বিমান…

6 hours ago

রসিকতা ও রসবোধ!!

রাজনীতিকদের লইয়া, সাংবিধানিক পদাধিকারীদের লইয়া সংবাদ মাধ্যমে কৌতুক, কার্টুন,সমালোচনা কোনও নতুন বিষয় নহে।মহাত্মা গান্ধী কোনদিনই…

7 hours ago

লাইনচ্যুত কামাক্ষ্যা এক্সপ্রেস, উল্টে গেল একাধিক কামড়া!!

অনলাইন প্রতিনিধি :-লাইনচ্যুত হয়ে গেল কামাক্ষ্যা এক্সপ্রেস। উল্টে গিয়েছে একাধিক এসি কামরা। জানা গিয়েছে, বেঙ্গালুরু…

7 hours ago

গরমের পারদ ৪০° ছুঁতে পারে রাজ্যে!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যজুড়ে প্রচন্ডগরমের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।শনিবার থেকে আগামী তিনদিনের জন্য রাজ্যজুড়ে প্রচণ্ড…

8 hours ago

পুর নিগমের বর্ধিত এলাকায় – উন্নয়নের কাজ চলছে: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-আগরতলা পুর নিগমের বর্ধিত এলাকা বিশেষ করে ৪৮, ৪৯, ৫০ এবং ৫১ নম্বর…

8 hours ago