Categories: দেশ

থাকবে রূপা, ডিজাইনেও আলাদা বাজারে আসছে ৭৫ টাকার কয়েন।।।।

এই খবর শেয়ার করুন (Share this news)

স্বাধীনতার অমৃত মহোৎসবকে আরও স্মরণীয় করে রাখতে বাজারে পা রাখতে চলেছে ৭৫ টাকার কয়েন।আগামী ২৮শে উদ্বোধন হতে চলেছে নতুন সংসদ ভবন। নরেন্দ্র মোদি সরকারের স্বপ্নের প্রকল্প তথা নয়া সংসদ ভবনের উদ্বোধনের মুহূর্তকে স্মরণীয় করতে রাখতে এই বিশেষ কয়েন আনা হচ্ছে বাজারে।কয়েনে ইংরেজি হরফে লেখা থাকবে ‘পার্লামেন্ট কমপ্লেক্স’। সেই সঙ্গে নয়া সংসদ ভবনের ছবি থাকবে ৭৫ টাকার কয়েনে।৭৫ টাকার কয়েনের ডিজাইন থেকে শুরু করে এর অঙ্গসজ্জাতেও থাকবে বিশেষত্ব। নতুন সংসদ ভবনের নকশা হল ত্রিভুজাকার।নতুন কয়েনটিও একই রমকের নকশায় বাজারে আনার সম্ভাবনা রয়েছে। অর্থ মন্ত্রক সূত্রে খবর,৭৫ টাকার কয়েনের ওজন হবে ৩৫ গ্রাম। কয়েনে ৫০ শতাংশ রূপা এবং ৪০ শতাংশ তামা থাকবে।এছাড়া ৫ শতাংশ করে থাকবে আরও দুই ধাতু জিঙ্ক ও নিকেল।নকশার দিক থেকে কয়েনের একপাশে থাকবে অশোক স্তম্ভ।যার ঠিক নিচে টাকার মূল্য অর্থাৎ ‘৭৫ টাকা’ লেখা থাকবে। মুদ্রার অন্য প্রান্তে নতুন সংসদ ভবনের নকশা খোদাই করা হবে।এবং উপরে ও নিচে লেখা থাকবে সংসদ কমপ্লেক্স।সেই সঙ্গে কয়েনের নিচের দিকে লেখা থাকবে কোন বছরে কয়েনটি বাজারে আনা হয়েছে অর্থাৎ ২০২৩ সালের উল্লেখ থাকবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৮ তারিখ, আগামী রবিবার দিল্লিতে নতুন সংসদ ভবন উদ্বোধন করে জাতির উদ্দেশে সেটি সমর্পণ করতে চলেছেন।লোকসভার এক বিবৃতি গত সপ্তাহে বলেছে, ‘নতুন সংসদ ভবনের নির্মাণ সম্পূর্ণ হয়েছে এবং নতুন ভবনটি আত্মনির্ভর ভারতের চেতনার প্রতীক।’ প্রধানমন্ত্রী মোদি ২০২০ সালের১০ ডিসেম্বর ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এর নির্মাণকাজ শুরু হয়েছিল ২০২১ সালের জানুয়ারীতে। আহমেদাবাদের এইচসিপি ডিজাইন, প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্টের মাধ্যমে স্থপতি বিমল প্যাটেল নতুন সংসদ ভবনের নকশা তৈরি করেছেন। বর্তমান সংসদ ভবনের পাশেই তৈরি হয়েছে নতুন ভবনটি। বানিয়েছে টাটা প্রজেক্টস লিমিটেড।বর্তমান সংসদ ভবনের
পাশে তৈরি হয়েছে নতুন ভবনটি। বর্তমান সংসদ ভবনের লোকসভায় ৫৪৩ জন ও রাজ্যসভায় ২৫০ জন বসতে পারেন। নতুন সংসদ ভবনে লোকসভায় ৮৮৮ জন এবং রাজ্যসভায় ৩০০ জন সংসদ সদস্যের বসার বন্দোবস্ত রয়েছে। সংসদে আসন্ন বাদল অধিবেশন নতুন ভবনেই বসবে। পুরোনো ভবনে অধিবেশন শুরুর আগে সেন্ট্রাল হলে যৌথ কক্ষের ভাষণ দিতেন রাষ্ট্রপতি। নতুন ভবনে কোনও কেন্দ্রীয় হল নেই, তাই রাষ্ট্রপতি যৌথ সভার বক্তৃতা দেবেন লোকসভায়।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

7 hours ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

7 hours ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

1 day ago

রাজধানীতে চাঁদার জুলুমে অতিষ্ঠ মানুষ!!

অনলাইন প্রতিনিধি:-মুখ্যমন্ত্রীডা. মানিক সাহার নির্বাচনি এলাকার আপনজন ক্লাবের চাঁদার নামে বড় অঙ্কের তোলাবাজির অভিযোগের রেশ…

2 days ago

ইন্ডিয়ান বুকে রাজ্যের মেয়ে ঝুমা!!

অনলাইন প্রতিনিধি :-ইচ্ছে ছিলো অনেক আগে থেকেই। অবশেষে নিজের ইচ্ছেকেই বাস্তবে পরিনত করলো ঝুমা দেবনাথ।…

2 days ago

সুশাসনে আইনশৃঙ্খলা!

রাজ্যে কি সত্যিই আইনের শাসন রয়েছে?সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে।সরকার বলছে রাজ্যে সুশাসন…

2 days ago