অনলাইন প্রতিনিধি :- পরিকাঠামোগত নানা সমস্যাগুলো জিইয়ে রেখেই চলতি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে রাজ্যের বাধারঘাট ও পানিসাগর দুই স্পোর্টস স্কুলে নতুন করে শিক্ষার্থী ভর্তি নেওয়ার প্রক্রিয়া শুরু করলো ক্রীড়া দপ্তর। দীর্ঘ সময় ধরে যে সমস্যার মধ্য দিয়ে রাজ্যের দুটো স্পোর্টস স্কুলে খেলাধুলা ও পঠনপাঠনের কাজ চলছে তা নিরসন না করেই এখন আবার নতুন করে শক্ষার্থী ভর্তি নেওয়ার বিষয়ে ক্রীড়া দপ্তরের সিদ্ধান্ত ঘিরে ক্রীড়া মহলে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। ক্রীড়া দপ্তরের নর্দেশে আজ থেকে রাজ্যের কিছু কিছু জায়গায় শিক্ষার্থী ছাইয়ের কাজ শুরু হয়েছে বলে খবর। দুটো স্পোর্টস স্কুলে চতুর্থ শ্রেণীতে নতুন করে শিক্ষার্থী ভর্তি নেওয়া হচ্ছে। রাজ্যের ৮ জেলার অন্তর্গত বিভিন্ন ব্লক, নগর পঞ্চায়েত ও পুর সভায় শিক্ষার্থী বাছাইয়ের কাজ হচ্ছে। আগামী ২১ জুলাই পর্যন্ত তা চলবে। তারপর সরাসরি “জ্যভিত্তিক বাছাই হবে। যেখানে স্কুটিনি করে দুই স্পোর্টস হলের জন্য শিক্ষার্থী বাছাই করে ভর্তি নেওয়া হবে।মোটর এবিলিটি টেস্ট সহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বেছে নেওয়া হবে খেলোয়াড়দের। এদিকে, আগামী ১৯ জুলাই পশ্চিম জেলার অন্তর্গত এ এমসি ও ডুকলি ব্লক এবং জিরানীয়া ও মোহনপুরের বিভিন্ন ব্লকে বাধারঘাটের ত্রিপুরা স্পোর্টস স্কুলের জন্য শিক্ষার্থী বাছাইয়ের কাজ শুরু হচ্ছে। আজ বাধারঘাটের পশ্চিম জেলা ক্রীড়া দপ্তরের কার্যালয়ে স্পোর্টস স্কুলে শিক্ষার্থী ভর্তি নিয়ে এক বৈঠক হয়। যেখানে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও এ দিনের বৈঠকে ক্রীড়া দপ্তরের বাছাই করা বিশেষ তিন ইভেন্ট অ্যাথলেটিক্স, জুডো ও সুইমিং এই তিন ইভেন্টের খেলাধুলার আয়োজন নিয়ে রূপরেখা তৈরি করা হয়। ব্লক, মহকুমা ও জেলা হয়ে শেষে এই তিন ইভেন্টে রাজ্যভিত্তিক আসর আয়োজন করা হবে। আগামী আগষ্ট মাসের প্রথম দিকে তা শুরু হবার কথা রয়েছে বলে জানা গেছে। এছাড়া ‘সীমান্ত গ্রাম ক্রান্তি বীরো কে নাম কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে এই বৈঠকে। এমনটাই খবর পশ্চিম জেলা যুব বিষয় ও ক্রীড়া দপ্তরের তরফে।
অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…
অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…
লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…
অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…
অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…
অনলাইন প্রতিনিধি:-রাজ্যের শান্তি সম্প্রতি ও সংহতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।যাতে আমাদের আর্থ সামাজিক উন্নয়ন…