অনলাইন প্রতিনিধি :- ভারত বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। আগামী পাঁচ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া দশ দলের এই মেগা টুর্নামেন্টের জন্য টেম্বা বাভুমাকে অধিনায়ক করে দল দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনও এক মাস বাকি।এর মধ্যেই আইসিসির বেঁধে দেওয়া সময়ের শেষ দিনে আজ (পাঁচ সেপ্টেম্বর) দল ঘোষণা করেছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। যদিও আইসিসির নির্দেশনা অনুযায়ী, আগামী সাতাশ সেপ্টেম্বরের মধ্যে ঘোষিত স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ থাকছে দলগুলোর জন্য।দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে চমক ডান হাতি তরুণ পেসার জেরাল্ড কোয়েটজে। চলতি বছরের শুরুতে আন্তর্জাতিক অভিষেক হয় তার। এখন পর্যন্ত দুটি ওয়ানডে খেলা কোয়েটজে অভিষেকে তিন উইকেট সহ মোট পাঁচ উইকেট নিয়েছেন।কুইন্টন ডি কক, রেজা হেনড্রিংক, হেনরিখ ক্লাসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার এবং রাসি ভ্যান ডের ডুসেনের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানরা রয়েছেন প্রোটিয়া বিশ্বকাপ স্কোয়াডে।পেস অ্যাটাকের নেতৃত্ব দেবেন তারকা পেসার কাগিসো রাবাদা। আরও রয়েছেন এনরিখ নকিয়া এবং লুঙ্গি এনগিদির মতো বোলাররা। আগামী সাত অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকা স্কোয়াড ঃ টেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজে, কুইন্টন ডি কক, রেজা হেনড্রিংক, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, সিসান্ডা মাগালা, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, এনরিখ নকিয়া, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডাসেন।
অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…
অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…
লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…
অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…
অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…
অনলাইন প্রতিনিধি:-রাজ্যের শান্তি সম্প্রতি ও সংহতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।যাতে আমাদের আর্থ সামাজিক উন্নয়ন…