Categories: খেলা

দক্ষিণ আফ্রিকা দলের কোচের পদ ছাড়লেন বাউচার

এই খবর শেয়ার করুন (Share this news)

আগামী মাসে অস্ট্রেলিয়ায় হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকার কোচের পদ থেকে সরে দাঁড়াবেন মার্ক বাউচার । ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে পরাজিত হওয়ার পর সবাইকে অবাক করে এমন ঘোষণাই করলেন প্রোটিয়া দলের কোচ । দল ব্যর্থ হলে তার দায় যে কোচের উপরেও আসে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না । ইংল্যান্ডের কাছে তিন টেস্টের সিরিজ হারের পরেই তাই ইস্তফা দিয়েছেন মার্ক বাউচার । ২০২৩ সাল পর্যন্ত তার সঙ্গে প্রোটিয়া দলের চুক্তি থাকলেও তিনি আগেই সরছেন সেই দলের কোচের পদ থেকে । দক্ষিণ আফ্রিকার ক্রিকেট কর্তাদের আস্থা ছিল বাউচারের উপর । শুধু তাই নয় ক্রিকেটারদের সঙ্গেও সম্পর্কও ভাল ছিল তার । কিন্তু সেসব দিয়ে পারফরম্যান্স বিচার করা যায় না । দলের ফলাফলই সব কথা বলে । স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে , ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের কিছুক্ষণ পরেই বোর্ড কর্তাদের কাছে ইস্তফা পত্র পাঠিয়ে দেন মার্ক । ২০১৯ সাল থেকে দক্ষিণ আফ্রিকার কোচ হিসাবে কাজ করছেন দেশের প্রাক্তন তারকা উইকেটকিপার – ব্যাটার বাউচার । তার কোচিংয়ে দক্ষিণ আফ্রিকা ১১ টি টেস্ট জিতেছে । সফলতার পাশাপাশি কিছু ব্যর্থতাও আছে বাউচারের নামের পাশে । আইসিসি ওয়ানডে সুপার লিগে ১৩ ম্যাচ খেলে প্রোটিয়াদের সংগ্রহ মাত্র ৪৯ পয়েন্ট । অবস্থান করছে টেবিলের ১১ নম্বরে । এজন্য আসন্ন একদিনের বিশ্ব আসরে সরাসরি খেলা নিয়ে শঙ্কার মুখে পড়ে গেছে দক্ষিণ আফ্রিকা

দ্বিপাক্ষিক সিরিজে সাফল্য পেলেও তার কোচিংয়ে কোনও আইসিসি ট্রফি জিততে সফল হয়নি প্রোটিয়ারা । আইসিসি ট্রফি না জিতলেও সীমিত ওভারের ক্রিকেটে প্রোটিয়াদের পারফরম্যান্স ভালই । টি – টোয়েন্টি বিশ্বকাপের পর তাকে আর দেখা যাবে না তেম্বা বাভুমাদের সাজঘরে । তবে তার আগে টি – টোয়েন্টি বিশ্বকাপ জিতেই দেশের কোচিং ছাড়তে চান বাউচার । দক্ষিণ আফ্রিকা বোর্ডের তরফে এক বিবৃতিতে বোর্ডের সিইও জানান , “ বিগত তিন বছর ধরে মার্ক দক্ষিণ আফ্রিকার হেড কোচ হিসাবে যে সময় দিয়েছে এবং যতটা পরিশ্রম করেছে , তার জন্য ওকে আমরা ধন্যবাদ জানাতে চাই । একাধিক সিনিয়ার তারকাদের অবসরের পর আমাদের কঠিন সময়ে ও দলের দায়িত্ব নিয়েছে এবং আগামী প্রজন্মের জন্য একটা মজবুত ভিতও গড়েছে । আমরা এর জন্য বাউচারের কাছে চিরকৃতজ্ঞ থাকব । ওর জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য আমাদের তরফে অনেক শুভেচ্ছা রইল তার প্রতি । ‘ আগামী ১৬ অক্টোবর শুরু হবে এবারের টি – টোয়েন্টি বিশ্বকাপ । গ্রুপ পর্বে বাংলাদেশ , ভারত , পাকিস্তানের মতো দলগুলোর বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা ।

Dainik Digital

Recent Posts

অর্থনীতির হাল-হকিকত

২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…

16 hours ago

রোমান লিপিকে স্বীকৃতির দাবিতে টি,এস,এফ এর বিক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…

16 hours ago

কেন্দ্রীয় রিপোর্টে প্রকাশ্যে এলো ত্রিপুরার শিক্ষার বেআব্রু চেহারা!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…

16 hours ago

ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য বানাচ্ছে বিজেপি সরকার: সুশান্ত!!

অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…

16 hours ago

নি:শব্দে এগোচ্ছে চিন!!

প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…

2 days ago

নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…

2 days ago