Categories: খেলা

দক্ষিণ আফ্রিকা দলের কোচের পদ ছাড়লেন বাউচার

এই খবর শেয়ার করুন (Share this news)

আগামী মাসে অস্ট্রেলিয়ায় হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকার কোচের পদ থেকে সরে দাঁড়াবেন মার্ক বাউচার । ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে পরাজিত হওয়ার পর সবাইকে অবাক করে এমন ঘোষণাই করলেন প্রোটিয়া দলের কোচ । দল ব্যর্থ হলে তার দায় যে কোচের উপরেও আসে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না । ইংল্যান্ডের কাছে তিন টেস্টের সিরিজ হারের পরেই তাই ইস্তফা দিয়েছেন মার্ক বাউচার । ২০২৩ সাল পর্যন্ত তার সঙ্গে প্রোটিয়া দলের চুক্তি থাকলেও তিনি আগেই সরছেন সেই দলের কোচের পদ থেকে । দক্ষিণ আফ্রিকার ক্রিকেট কর্তাদের আস্থা ছিল বাউচারের উপর । শুধু তাই নয় ক্রিকেটারদের সঙ্গেও সম্পর্কও ভাল ছিল তার । কিন্তু সেসব দিয়ে পারফরম্যান্স বিচার করা যায় না । দলের ফলাফলই সব কথা বলে । স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে , ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের কিছুক্ষণ পরেই বোর্ড কর্তাদের কাছে ইস্তফা পত্র পাঠিয়ে দেন মার্ক । ২০১৯ সাল থেকে দক্ষিণ আফ্রিকার কোচ হিসাবে কাজ করছেন দেশের প্রাক্তন তারকা উইকেটকিপার – ব্যাটার বাউচার । তার কোচিংয়ে দক্ষিণ আফ্রিকা ১১ টি টেস্ট জিতেছে । সফলতার পাশাপাশি কিছু ব্যর্থতাও আছে বাউচারের নামের পাশে । আইসিসি ওয়ানডে সুপার লিগে ১৩ ম্যাচ খেলে প্রোটিয়াদের সংগ্রহ মাত্র ৪৯ পয়েন্ট । অবস্থান করছে টেবিলের ১১ নম্বরে । এজন্য আসন্ন একদিনের বিশ্ব আসরে সরাসরি খেলা নিয়ে শঙ্কার মুখে পড়ে গেছে দক্ষিণ আফ্রিকা

দ্বিপাক্ষিক সিরিজে সাফল্য পেলেও তার কোচিংয়ে কোনও আইসিসি ট্রফি জিততে সফল হয়নি প্রোটিয়ারা । আইসিসি ট্রফি না জিতলেও সীমিত ওভারের ক্রিকেটে প্রোটিয়াদের পারফরম্যান্স ভালই । টি – টোয়েন্টি বিশ্বকাপের পর তাকে আর দেখা যাবে না তেম্বা বাভুমাদের সাজঘরে । তবে তার আগে টি – টোয়েন্টি বিশ্বকাপ জিতেই দেশের কোচিং ছাড়তে চান বাউচার । দক্ষিণ আফ্রিকা বোর্ডের তরফে এক বিবৃতিতে বোর্ডের সিইও জানান , “ বিগত তিন বছর ধরে মার্ক দক্ষিণ আফ্রিকার হেড কোচ হিসাবে যে সময় দিয়েছে এবং যতটা পরিশ্রম করেছে , তার জন্য ওকে আমরা ধন্যবাদ জানাতে চাই । একাধিক সিনিয়ার তারকাদের অবসরের পর আমাদের কঠিন সময়ে ও দলের দায়িত্ব নিয়েছে এবং আগামী প্রজন্মের জন্য একটা মজবুত ভিতও গড়েছে । আমরা এর জন্য বাউচারের কাছে চিরকৃতজ্ঞ থাকব । ওর জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য আমাদের তরফে অনেক শুভেচ্ছা রইল তার প্রতি । ‘ আগামী ১৬ অক্টোবর শুরু হবে এবারের টি – টোয়েন্টি বিশ্বকাপ । গ্রুপ পর্বে বাংলাদেশ , ভারত , পাকিস্তানের মতো দলগুলোর বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা ।

Dainik Digital

Recent Posts

জিবিতে হচ্ছে না স্থান সংকুলান দফারফা রোগীর, ব্যাহত চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-জেলা,মহকুমা ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির দৈন্যদশায় রাজ্যের প্রধান সরকারী হাসপাতাল জিবিতে রোগীর অস্বাভাবিক চাপ…

2 mins ago

শিক্ষক সংকটে ধুঁকছে স্কুল,তলানিতে ছাত্র সংখ্যা।।

অনলাইন প্রতিনিধি:-রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থার অস্তিত্ব সংকটে। সরকারী স্কুলগুলিতে নিয়মিত পড়াশোনা হচ্ছে না। গত ১০…

4 mins ago

২ ঘণ্টায় ৮৩টি ডাকাতি, ৪৮ ঘণ্টায় ৭৩টি ‘ধর্ষণ!!

অনলাইন প্রতিনিধি :-লাগাতার চুরি, ছিনতাই। মহিলারাও কোনোভাবে সুরক্ষিত নন। একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে…

7 mins ago

টুরিস্ট হাব হচ্ছে রাজ্যের সর্বোচ্চ গিরিশৃঙ্গ জম্পুইর বেথেলিয়ানশিপে!!

অনলাইন প্রতিনিধি :-জম্পুই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যে যুগে যুগে পর্যটকরা মুগ্ধ হচ্ছে। স্বাভাবিকভাবে এ সৌন্দর্যের লীলাভূমি…

14 mins ago

সুড়ঙ্গে আটক ৮ শ্রমিকের উদ্ধারকাজে এবার এল ‘টিম সিলকিয়ারা’!!

অনলাইন প্রতিনিধি :-আট শ্রমিক উদ্ধার করাই চ্যালেঞ্জের ব্যাপার ছিল।এখন লড়াইটা সময়ের সাথে। তেলঙ্গানায় ধসে পড়া…

17 mins ago

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

23 hours ago