আগামী মাসে অস্ট্রেলিয়ায় হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকার কোচের পদ থেকে সরে দাঁড়াবেন মার্ক বাউচার । ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে পরাজিত হওয়ার পর সবাইকে অবাক করে এমন ঘোষণাই করলেন প্রোটিয়া দলের কোচ । দল ব্যর্থ হলে তার দায় যে কোচের উপরেও আসে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না । ইংল্যান্ডের কাছে তিন টেস্টের সিরিজ হারের পরেই তাই ইস্তফা দিয়েছেন মার্ক বাউচার । ২০২৩ সাল পর্যন্ত তার সঙ্গে প্রোটিয়া দলের চুক্তি থাকলেও তিনি আগেই সরছেন সেই দলের কোচের পদ থেকে । দক্ষিণ আফ্রিকার ক্রিকেট কর্তাদের আস্থা ছিল বাউচারের উপর । শুধু তাই নয় ক্রিকেটারদের সঙ্গেও সম্পর্কও ভাল ছিল তার । কিন্তু সেসব দিয়ে পারফরম্যান্স বিচার করা যায় না । দলের ফলাফলই সব কথা বলে । স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে , ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের কিছুক্ষণ পরেই বোর্ড কর্তাদের কাছে ইস্তফা পত্র পাঠিয়ে দেন মার্ক । ২০১৯ সাল থেকে দক্ষিণ আফ্রিকার কোচ হিসাবে কাজ করছেন দেশের প্রাক্তন তারকা উইকেটকিপার – ব্যাটার বাউচার । তার কোচিংয়ে দক্ষিণ আফ্রিকা ১১ টি টেস্ট জিতেছে । সফলতার পাশাপাশি কিছু ব্যর্থতাও আছে বাউচারের নামের পাশে । আইসিসি ওয়ানডে সুপার লিগে ১৩ ম্যাচ খেলে প্রোটিয়াদের সংগ্রহ মাত্র ৪৯ পয়েন্ট । অবস্থান করছে টেবিলের ১১ নম্বরে । এজন্য আসন্ন একদিনের বিশ্ব আসরে সরাসরি খেলা নিয়ে শঙ্কার মুখে পড়ে গেছে দক্ষিণ আফ্রিকা
দ্বিপাক্ষিক সিরিজে সাফল্য পেলেও তার কোচিংয়ে কোনও আইসিসি ট্রফি জিততে সফল হয়নি প্রোটিয়ারা । আইসিসি ট্রফি না জিতলেও সীমিত ওভারের ক্রিকেটে প্রোটিয়াদের পারফরম্যান্স ভালই । টি – টোয়েন্টি বিশ্বকাপের পর তাকে আর দেখা যাবে না তেম্বা বাভুমাদের সাজঘরে । তবে তার আগে টি – টোয়েন্টি বিশ্বকাপ জিতেই দেশের কোচিং ছাড়তে চান বাউচার । দক্ষিণ আফ্রিকা বোর্ডের তরফে এক বিবৃতিতে বোর্ডের সিইও জানান , “ বিগত তিন বছর ধরে মার্ক দক্ষিণ আফ্রিকার হেড কোচ হিসাবে যে সময় দিয়েছে এবং যতটা পরিশ্রম করেছে , তার জন্য ওকে আমরা ধন্যবাদ জানাতে চাই । একাধিক সিনিয়ার তারকাদের অবসরের পর আমাদের কঠিন সময়ে ও দলের দায়িত্ব নিয়েছে এবং আগামী প্রজন্মের জন্য একটা মজবুত ভিতও গড়েছে । আমরা এর জন্য বাউচারের কাছে চিরকৃতজ্ঞ থাকব । ওর জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য আমাদের তরফে অনেক শুভেচ্ছা রইল তার প্রতি । ‘ আগামী ১৬ অক্টোবর শুরু হবে এবারের টি – টোয়েন্টি বিশ্বকাপ । গ্রুপ পর্বে বাংলাদেশ , ভারত , পাকিস্তানের মতো দলগুলোর বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা ।
অনলাইন প্রতিনিধি :-জেলা,মহকুমা ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির দৈন্যদশায় রাজ্যের প্রধান সরকারী হাসপাতাল জিবিতে রোগীর অস্বাভাবিক চাপ…
অনলাইন প্রতিনিধি:-রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থার অস্তিত্ব সংকটে। সরকারী স্কুলগুলিতে নিয়মিত পড়াশোনা হচ্ছে না। গত ১০…
অনলাইন প্রতিনিধি :-লাগাতার চুরি, ছিনতাই। মহিলারাও কোনোভাবে সুরক্ষিত নন। একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে…
অনলাইন প্রতিনিধি :-জম্পুই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যে যুগে যুগে পর্যটকরা মুগ্ধ হচ্ছে। স্বাভাবিকভাবে এ সৌন্দর্যের লীলাভূমি…
অনলাইন প্রতিনিধি :-আট শ্রমিক উদ্ধার করাই চ্যালেঞ্জের ব্যাপার ছিল।এখন লড়াইটা সময়ের সাথে। তেলঙ্গানায় ধসে পড়া…
অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…