ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল মোহন সুব্রমনিয়ানকে দক্ষিণ সুদানে মিশন ফোর্স কমান্ডার পদে নিযুক্তি দিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেস। লে.জেনারেল সুব্রমনিয়ান, লে.জেনারেল শৈলেশ তিনাইকারের স্থলাভিষিক্ত হয়েছেন। এক বিবৃতিতে মহাসচিব কৃতজ্ঞতা জানিয়েছেন, তিনাইকারকে তার অক্লান্ত সমর্পণ, অমূল্য সেবা এবং ফলপ্রসূ নেতৃত্ব প্রদানের জন্য। মে ২০১৯ সালে লে.জে তিনাইকার রাষ্ট্রসংঘের মিশন ইন সাউথ সুদান ফোর্স কমান্ডার পদে নিযুক্ত হয়েছিলেন। পরপর ভারতের দুই লে.জেনারেল এই পদে নিযুক্ত হলেন।
উল্লেখ্য, দক্ষিণ সুদানে সন্ত্রাসবাদীদের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে গিয়ে কয়েকজন ভারতীয় শান্তিরক্ষী নিহত হয়েছেন। তাদের প্রাণ বিসর্জনের ফলে রক্ষা পেয়েছে আফ্রিকার ওই দেশটির কয়েকশ সাধারণ মানুষ । আফ্রিকার বৃহত্তম রাষ্ট্র সুদান ভেঙে ২০১১ সালে দক্ষিণ সুদান নামে নয়া রাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটে । এরপরেই শুরু হয়ে যায় রাষ্ট্রপতি সালভা কির ও উপরাষ্ট্রপতি রিয়েক মাচারের সমর্থকদের মধ্যে লড়াই । লড়াইটি পরে দুটি জাতিগোষ্ঠীর মধ্যে লড়াইয়ে রূপ নেয় । এতে নিহত হয় কয়েক হাজার মানুষ । কিন্তু এখনও শান্তি আসেনি । দক্ষিণ সুদানের মানুষ রাষ্ট্রসংঘের মিশনভুক্ত ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধাবান । এই মিশনভুক্ত ভারতীয় সেনার সংখ্যা ২৩৮৫। সংখ্যায় এটা দ্বিতীয় বৃহত্তম । এছাড়া দক্ষিণ সুদানে রয়েছে ত্রিশজন ভারতীয় পুলিশ অফিসার । বিভিন্ন দেশের মোট ১৭৯৮২ জন শান্তিরক্ষী রয়েছে রাষ্ট্রসংঘের ওই দেশটিতে ।
২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…
অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…
অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…