রাজ্যের কোথাও জ্বালানি তেল পেট্রোল , ডিজেলের সঙ্কট নেই । তারপরও পেট্রোল নিয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে গ্রাহকদের । এর মূলে রয়েছে রাজ্য খাদ্য ও জনসংভরণ দপ্তরের এক নির্দেশিকা । এই নির্দেশিকায় নিজস্ব যানবাহন ছাড়া অন্য কোনও পাত্রে পাম্প থেকে পেট্রোল সরবরাহের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় । ফলে পেট্রোল পাম্পগুলি থেকে বোতল , ড্রাম ইত্যাদি পাত্রে পেট্রোল সরবরাহ করা হচ্ছে না । একাংশ পাম্প অবশ্য সরকারী নির্দেশিকা উপেক্ষা করে আলাদা পাত্রে মাঝে মধ্যে পেট্রোল সরবরাহ করছে । বেশির ভাগ মেনে চলছে সরকারী নির্দেশিকা । এসব পাম্প আলাদা পাত্রে পেট্রোল সরবরাহ করতে রাজি নয় । তাতে বিপদে পড়তে হচ্ছে মানুষকে । এ নিয়ে প্রায় প্রতিদিন গ্রাহকদের সঙ্গে বিবাদ ঘটছে পেট্রোল পাম্পের কর্মীদের সঙ্গে । আলাদা পাত্রে পেট্রোল সরবরাহে পাম্পের তরফে আপত্তি করা হলে গ্রাহকরা প্রতিবাদ করছে । এ নিয়ে মাঝে মধ্যেই বচসা এবং হাতাহাতির উপক্রম হয় । পরিস্থিতি প্রায় নাগালের বাইরে যাওয়ার অবস্থা হয়ে দাঁড়ায় । পাম্পের তরফে এ বিষয়ে সরকারী নিষেধাজ্ঞার কথা উল্লেখ করা হলে তাতে কেউ কর্ণপাত করতে রাজি হয় না । বিপদগ্রস্ত গ্রাহকরা ন্যূনতম একশ অথবা পঞ্চাশ টাকার পেট্রোল সরবরাহের জন্য পাম্পে দরবার করে অবশেষে হতাশ হতে বাধ্য হয় । আসলে রাজ্যে জ্বালানি তেলের তীব্র সঙ্কটের সময় রাজ্য খাদ্য ও জন সংভরণ দপ্তরের তরফে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করা হয় । বিভিন্ন যানবাহনে নির্দিষ্ট অঙ্কের পেট্রোল সরবরাহের সীমা বেঁধে দেওয়া হয় তখন । আর তখনই যানবাহন ছাড়া আলাদা পাত্রে পেট্রোল সরবরাহের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় । জ্বালানি তেলের সঙ্কট ঘুচলে অন্য নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় দপ্তরের তরফে । অথচ আলাদা পাত্রে পেট্রোল সরবরাহের উপর নিষেধাজ্ঞা বহাল রয়ে গেছে । ফলে যানবাহন সহ পেট্রোল চালিত বিভিন্ন যন্ত্রপাতি চালাতে গিয়ে অনেককেই বেগ পেতে হচ্ছে । শিকার হতে হচ্ছে ভোগান্তির আসলে জেনারেটর সহ বিভিন্ন পেট্রোল চালিত যন্ত্র পাম্পে আনা কার্যত অসম্ভব । আবার দ্বিচক্রযান সহ বিভিন্ন যানবাহন অনেক সময় পেট্রোল শূন্য হয়ে রাস্তায় আটকে যায় । তখন বিপদে পড়ে আলাদা পাত্রে পেট্রোল সংগ্রহে আসতে হয় পাম্পে । অবশেষে হতাশ হয়ে ফিরতে হয় দুর্ভোগে পড়া গ্রাহকদের । বস্তুত স্কুটি হিসাবে পরিচিত মোপেডে ট্যাঙ্ক অনেক ছোট থাকে । ইচ্ছা থাকলেও এগুলিতে চাহিদা মতো পেট্রোল ভরা যায় না । এ কারণে মাঝে মধ্যে তেলশূন্য হয়ে যায় এসব যানবাহন । আটকে পড়ে রাস্তায় । এমন ঘটনা তুলনায় কম হলেও ঘটে অন্যান্য যানবাহনের ক্ষেত্রে । সেই অবস্থায় আলাদা পাত্র নিয়ে পাম্পে ধরনা দেওয়া ছাড়া উপায় থাকে না। বেশিরভাগ সময় আলাদা পাত্র নিয়ে পাম্পে ধরনা দিয়ে তেল সংগ্রহ করা সম্ভব হয় না । তাতে অকারণে সময় নষ্ট হয় । রাজ্য খাদ্য ও জনসংভরণ দপ্তরের তুঘলকিপনায় এমন ঘটনা ঘটছে । বাড়ছে ভোগান্তি । অথচ এ নিয়ে ভ্রুক্ষেপ নেই দপ্তর কর্তৃপক্ষের । আলাদা পাত্রে তেল সরবরাহের জন্য দপ্তরের তরফে এক লাইনের একটি নির্দেশিকা জারি করলেই কিন্তু উল্লেখিত সমস্যার নিরসন হয় ।
২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…
অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…
অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…