এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-ভোটমুখী ছত্তিশগড়ের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন,’প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অম্ল যোজনার অধীনে আগামী আরও পাঁচ বছর ধরে ৮০কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হবে।

এর পরেই এ নিয়ে যথারীতি বিজেপি নেতারা ছত্তিশগড়ের পাশাপাশি ভোটমুখী আরও তিন রাজ্য রাজস্থান, মধ্যপ্রদেশ ও তেলেঙ্গানায় প্রচারে নেমে পড়েছেন।সেটাই স্বাভাবিক।গরিব কল্যাণে সিদ্ধাস্ত তাই কোনও রাজৈনতিক দলই প্রধানমন্ত্রীর এই ঘোষণার বিরোধিতা করেনি।কেউ নির্বাচনি আচরণ বিধিভঙ্গের অভিযোগে তোলেনি।কেউ এমন প্রশ্ন তোলেননি যে, স্বাভাবিক নিয়মে যে সিদ্ধান্ত সংসদে কিংবা মন্ত্রিসভায় আলোচনা সাপেক্ষে প্রশাসনিকভাবে ঘোষিত হওয়ার কথা ছিল,তা নির্বাচনি -জনসভায় কেন ঘোষিত হলো।আদলে,নির্বাচন কেবল শাসকদলের নয়, বিরোধীদের কাছেও সমধিক বালাই। অতএব,দেশের সর্বোচ্চ প্রশাসকের মুখ এমন সাধু ঘোষণার পরে এই প্রশ্নটিও অনর্থক।ভোট সত্যিই বড় বালাই।প্রধানমন্ত্রী বিরোধীদের উদ্দেশে রেউড়ি রাজনীতি’ ভেঙে বললে খয়রাতি রাজনীতির সমালোচনা করলেও,অন্যান্য রাজনীতিকের মতো ভোট হাওয়ায় গরিবদের উপহার দেওয়ার তাগিদ এড়াতে পারেননি।বস্তুতই, এখানে সমালোচনার অবকাশ নেই। গরিব মানুষের পেটের ভাত নিশ্চিত হয় তেমন সিদ্ধান্তকে স্বাগত জানানোই সকলের কর্তব্য।দরিদ্র জনতার খাদ্য সুরক্ষার বিষয়টিকে শাসক ও বিরোধী উভয়পক্ষেই রাজনৈতিক হাতিয়ারের বদলে যদি উন্নয়নের মৌলিক শর্ত হিসাবে দেখে, তার চেয়ে মঙ্গল আর কি হতে পারে।এর আগে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, লোকসভা নির্বাচনের আগে এক বছর বিনামূল্যে রেশন দেওয়া হবে। এখন নির্বাচনের হাটে সেটাই বেড়ে হয়েছে আরও পাঁচ বছর। তবে এর জন্য রাজকোষে যে বিরাট বোঝা বাড়বে, তা নয়।এমনকি,করোনাকালে খাদ্য সুরক্ষা যোজনার ভর্তুকি বাবদ যে অর্থ খরচ হচ্ছিল, বরং তার তুলনায় খরচ কমছে ১৭শতাংশ।এর কারণ হলো, লকডাউন-উত্তর পূর্বে প্রধানমন্ত্রর গরিব কল্যাণ অন্ন যোজনায় যে বাড়তি রেশন দেওয়া হচ্ছিল,তা পরে বন্ধ করে দেওয়া হয়েছে।দেশে যখন কোভিডের গ্রাসে গ্রস্ত, তখন বিশেষত গরিব পরিবারকে সুরাহা দিতে শুরু হয় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা।সেই সময় দুই থেকে তিন টাকা কিলো দরে মাসে মাথা পিছু পাঁচকিলো রেশনের উপর পাঁচ কেজি করে অতিরিক্ত খাদ্যশস্য রেশন হিসেবে দেওয়া হতো। প্রধানমন্ত্রীর সেই সিদ্ধান্তের ফলে বিপুল ভারতবর্ষের অগণিত গরিব মানুষ ওই সঙ্কটকালে অন্তত খাদ্যভাবে ভোগেননি।২০২২ সালে ডিসেম্বরে কেন্দ্র ঘোষণা করে, বাড়তি রেশন আর দেওয়া হবে না। তবে, আগে যেমন রেশনে মাথাপিছু পাঁচ কিলো করে চাল /গম বিনামূল্যে দেওয়া হতো, সেই নীতি অপরিবর্তিত থাকবে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, আরও পাঁচ বছর ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় বিনামূল্যে রেশন চালিয়ে যেতে আগামী অর্থবর্ষে বাজেটে ৭শতাংশ বেশি খরচ করতে হবে।চলতি অর্থ বছর অর্থাৎ ২০২৩-২৪ সালের বাজেটে খাদ্য ভর্তুকিকে বরাদ্দের পরিমাণ ১ লক্ষ ৯৭ হাজার কোটি টাকা।বছর শেষে নাকি সংশোধিত খরচ বেড়ে হবে ২ লক্ষ ২৩ হাজার কোটি টাকা। খাদ্য নিগম বাজারে চাল-গমের দাম জরিপ করে মনে করছে, আগামী অর্থবর্ষ অর্থাৎ ২০২৪-২৫ সালে খাদ্য ভর্তুকিতে খরচ করতে হবে ২ লক্ষ ৩৯ হাজার কোটি টাকা। যার অর্থ, চলতি বছরের তুলনায় মাত্র ১৬ হাজার কোটি টাকা বা ৭ শতাংশ বেশি।ইউপিএ সরকারের খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী, শহরের ৫০ শতাংশ এবং গ্রামের ৭৫ শতাংশ মানুষের বিনামূল্যে রেশন পাওয়ার কথা। ২০১১ সালের জনগণনার ভিত্তিতে ৮০ কোটি মানুষকে রেশন দেওয়া শুরু হয়েছিল।২০২১এ জনগণনা হয়নি।এতদিন জনসংখ্যা বেড়ে ১৪০ কোটি ছাড়িয়েছে বলে অনুমান।সেই প্রেক্ষাপটে অন্তত ৯০ খাদ্য সুরক্ষার আওতায় আসার কথা।অথচ বাড়তি দশ কোটি মানুষ গরিব কল্যাণ অন্ন যোজনায় নেই।হিসাবের বিশ্লেষণ বাহ্য, মূল কথা খাদ্য একজন নাগরিকের মৌলিক অধিকার।প্রতিটি মানুষের মুখে অন্ন জোগানের ধর্ম থেকে কোনও কল্যাণকামী রাষ্ট্র বিচ্যুত হতে পারে না।যে কোনও সরকারকেই এ দায়িত্ব গ্রহণ করতে হয়। তাই ভোটবাজারে এই ঘোষণা উপহার নয়,নয় দয়ার দান, এটি রাষ্ট্রের আবশ্যিক কর্তব্যসমূহের অন্যতম।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

নয় রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে ভার্চুয়াল বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গিঘাঁটি ভারতীয় সেনা গুঁড়িয়ে দেওয়ার পর একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের…

9 hours ago

বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকের ডাক মোদী সরকারের!!

অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র।২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা পরপাকিস্তানের বিরুদ্ধে…

9 hours ago

শূন্য কলস!!

শূন্য কলসি বাজে বেশি,আশৈশব এই বাক্যটি পাঠ্যে পড়ে বেড়ে উঠেছি আমরা সকলে।এখন পাক ফৌজির হম্বি…

14 hours ago

বাতিল করলেন তিন দেশের সফর প্রধানমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-মে মাসের মাঝামাঝি ক্রোয়েশিয়া, নরওয়ে ও নেদারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র…

15 hours ago

পাকিস্তানে নিহত বেড়ে ২৬!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানে ভারতের হামলায় মৃত বেড়ে ২৬। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক জানিয়েছেন,…

15 hours ago

কৃষকের মাঝেই ঈশ্বরের অবস্থান: রতন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক ক্ষতিপূরণ প্রদান!!

অনলাইন প্রতিনিধি :;মঙ্গলবার সারা রাজ্যে একাধিক অনুষ্ঠানের মাধ্যমে গত বছর রাজ্যের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের…

16 hours ago