আসামের গুয়াহাটিতে আয়োজিত অনূর্ধ্ব ১৭ জাতীয় জুনিয়র মহিলা ফুটবল আসরের জন্য রাজ্যদল গঠন করতে সমস্যায় পড়েছে টিএফএ । আগামী ১৬ জুন থেকে গুয়াহাটিতে মহিলা ফুটবল আসরটি শুরু হতে যাচ্ছে । তবে এখন পর্যন্ত রাজ্যদল গঠনের ক্যাম্প ডাকার কোনও খবর নেই । যতদূর খবর একটি শক্তিশালী টিম করার মতো সেই মানের ফুটবলার পাওয়া যাচ্ছে না । এখন একটা মোটামুটি ব্যালেন্স টিম গঠন করার জন্য বাধারঘাটের ত্রিপুরা স্পোর্টস স্কুল জম্পুইজলা , কিল্লা , খোয়াই ও অমরপুরের ফুটবলারদের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে । এর মধ্যে সামনে স্কুলগুলোতে গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে । এই অবস্থায় প্লেয়ারদের সাথে যোগাযোগও ঠিকভাবে করা যাবে না । তবে বিস্ময়কর ঘটনা যে জাতীয় আসর সামনে চলে এলেও রাজ্যদল গঠন করা নিয়ে টিএফএর তরফে কোনও উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না । রাজধানী বা তার আশ পাশে তেমন ফুটবলার নেই । মফস্সলের ফুটবলার এখন মূল ভরসা । তাই আবাসিক কোচিং ক্যাম্প না করা গেলে মফস্সলের ফুটবলারদের এক সাথে পাওয়া সমস্যা হয়ে দাঁড়াবে । তবে টিএফএ এখন পর্যন্ত রাজ্য দল গঠনের জন্য কোন নির্বাচনি শিবির ডাকেনি । ফলে দল গঠন করা যাচ্ছে না ।
অনেকেরই বক্তব্য যে তাহলে কি টিএফএ সেই পুরানো পরম্পরা বজায় রেখে এবারও জাতীয় আসরের কয়েকদিন আগে ধরে বেঁধে ফুটবলারদের নিয়ে কোনও ভাবে দল গঠন করে পাঠিয়ে দেবে । ভালো টিম গঠন করা ও ভালো ফলাফলের কোনও লক্ষ্য নেই টিএফএর সামনে । প্রতিযোগিতায় টিমের অংশগ্রহণ করাটাই আসল উদ্দেশ্য টিএফএর এমনটাই বক্তব্য অনেকের । যেখানে গত ৫ মে এআইএফএফ এর তরফে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনকে গুয়াহাটিতে আয়োজিত জাতীয় জুনিয়র মহিলা ফুটবল আসর আয়োজনের বিষয়ে অবহিত করা হয় । তবে মাঝে এতো দিন সময় কেটে গেলেও দল গঠন নিয়ে টিএফএর কোনও মাথা ব্যথা নেই । ফেডারেশনের তরফে বলা হয়েছে যে ১৫-৩১মের মধ্যে ফুটবলারদের সিআরএস করাতে হবে । প্রাথমিক পর্যায়ে প্রথমে ৩০ জন ফুটবলাররকে সিএমএস করাতে হবে । তারপর আগামী ১-৫ জুন এই সময়ের মধ্যে চূড়ান্ত দলের ২০ জন ফুটবলারের নাম রেজিস্ট্রেশন করাতে হবে । তাছাড়া মহিলা ফুটবল আসরের জন্য কঠোর গাইড লাইনও বেঁধে দিয়েছে ফেডারেশন । যেমন দলীয় চিফ কোচ ও ম্যানেজার দুজনেই মহিলা থাকবেন । মোট চারজন অফিসিয়াল । এছাড়া টিম মহিলা ফিজিও রাখার কথা স্পষ্টভাবে বলা হয়েছে । তবে টিএফএ এখনও দল গঠন নিয়ে কোনওরকম নিচ্ছে না । তাহলে কি বিনা প্রস্তুতি ছাড়া জোড়াতালি দিয়ে টিম করে গুয়াহাটিতে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা নিচ্ছে টিএফএ । আর এতে কিন্তু ভালো রেজাল্ট পাওয়ার কোনও সম্ভাবনা থাকছে না ।
অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…
অনলাইন প্রতিনিধি :-২০১৮ সালে নতুন নিয়োগনীতি চালু করেছে রাজ্য সরকার। ২০১৯ সাল থেকে রাজ্য সরকারের…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয় সরকার ঢাকঢোল পিটিয়ে কেন্দ্রীয় প্রকল্পের সস্তায় ভালো গুণমানসম্পন্ন জনঔষধি তথা জেনারিক মেডিসিন…
অনলাইন প্রতিনিধি :-শান্তিরবাজারে সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো জগন্নাথপাড়া প্লে সেন্টার টিম। রবিবার বাইখোড়া ইংলিশ…
অনলাইন প্রতিনিধি :-২০২৩-২৪ অর্থ বছর পর্যন্ত রাজ্য সরকারের মোট ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ২১.৮৭৮ কোটি…
অনলাইন প্রতিনিধি :-বিগত ছয় মাসে ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চকে ২২টি মামলা হস্তান্তর করা হয়েছে।২০২৪ সালের…