দলগঠনে সমস্যায় টিএফএ

এই খবর শেয়ার করুন (Share this news)

আসামের গুয়াহাটিতে আয়োজিত অনূর্ধ্ব ১৭ জাতীয় জুনিয়র মহিলা ফুটবল আসরের জন্য রাজ্যদল গঠন করতে সমস্যায় পড়েছে টিএফএ । আগামী ১৬ জুন থেকে গুয়াহাটিতে মহিলা ফুটবল আসরটি শুরু হতে যাচ্ছে । তবে এখন পর্যন্ত রাজ্যদল গঠনের ক্যাম্প ডাকার কোনও খবর নেই । যতদূর খবর একটি শক্তিশালী টিম করার মতো সেই মানের ফুটবলার পাওয়া যাচ্ছে না । এখন একটা মোটামুটি ব্যালেন্স টিম গঠন করার জন্য বাধারঘাটের ত্রিপুরা স্পোর্টস স্কুল জম্পুইজলা , কিল্লা , খোয়াই ও অমরপুরের ফুটবলারদের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে । এর মধ্যে সামনে স্কুলগুলোতে গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে । এই অবস্থায় প্লেয়ারদের সাথে যোগাযোগও ঠিকভাবে করা যাবে না । তবে বিস্ময়কর ঘটনা যে জাতীয় আসর সামনে চলে এলেও রাজ্যদল গঠন করা নিয়ে টিএফএর তরফে কোনও উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না । রাজধানী বা তার আশ পাশে তেমন ফুটবলার নেই । মফস্সলের ফুটবলার এখন মূল ভরসা । তাই আবাসিক কোচিং ক্যাম্প না করা গেলে মফস্সলের ফুটবলারদের এক সাথে পাওয়া সমস্যা হয়ে দাঁড়াবে । তবে টিএফএ এখন পর্যন্ত রাজ্য দল গঠনের জন্য কোন নির্বাচনি শিবির ডাকেনি । ফলে দল গঠন করা যাচ্ছে না ।

অনেকেরই বক্তব্য যে তাহলে কি টিএফএ সেই পুরানো পরম্পরা বজায় রেখে এবারও জাতীয় আসরের কয়েকদিন আগে ধরে বেঁধে ফুটবলারদের নিয়ে কোনও ভাবে দল গঠন করে পাঠিয়ে দেবে । ভালো টিম গঠন করা ও ভালো ফলাফলের কোনও লক্ষ্য নেই টিএফএর সামনে । প্রতিযোগিতায় টিমের অংশগ্রহণ করাটাই আসল উদ্দেশ্য টিএফএর এমনটাই বক্তব্য অনেকের । যেখানে গত ৫ মে এআইএফএফ এর তরফে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনকে গুয়াহাটিতে আয়োজিত জাতীয় জুনিয়র মহিলা ফুটবল আসর আয়োজনের বিষয়ে অবহিত করা হয় । তবে মাঝে এতো দিন সময় কেটে গেলেও দল গঠন নিয়ে টিএফএর কোনও মাথা ব্যথা নেই । ফেডারেশনের তরফে বলা হয়েছে যে ১৫-৩১মের মধ্যে ফুটবলারদের সিআরএস করাতে হবে । প্রাথমিক পর্যায়ে প্রথমে ৩০ জন ফুটবলাররকে সিএমএস করাতে হবে । তারপর আগামী ১-৫ জুন এই সময়ের মধ্যে চূড়ান্ত দলের ২০ জন ফুটবলারের নাম রেজিস্ট্রেশন করাতে হবে । তাছাড়া মহিলা ফুটবল আসরের জন্য কঠোর গাইড লাইনও বেঁধে দিয়েছে ফেডারেশন । যেমন দলীয় চিফ কোচ ও ম্যানেজার দুজনেই মহিলা থাকবেন । মোট চারজন অফিসিয়াল । এছাড়া টিম মহিলা ফিজিও রাখার কথা স্পষ্টভাবে বলা হয়েছে । তবে টিএফএ এখনও দল গঠন নিয়ে কোনওরকম নিচ্ছে না । তাহলে কি বিনা প্রস্তুতি ছাড়া জোড়াতালি দিয়ে টিম করে গুয়াহাটিতে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা নিচ্ছে টিএফএ । আর এতে কিন্তু ভালো রেজাল্ট পাওয়ার কোনও সম্ভাবনা থাকছে না ।

Dainik Digital

Recent Posts

বিভৎস ট্রেন দুর্ঘটনা, ছিটকে গেল চলন্ত তিনটি মালগাড়ির কামরা!!

অনলাইন প্রতিনিধি :-ফের লাইনচ্যুত ট্রেন। ছিটকে গেছে তিনটি কামড়া। ঘটনাটি ঘটেছে ওড়িশার তিতলাগড় স্টেশনের কাছে।…

12 hours ago

চিনে আবার নতুন করে কোভিড নাইটিন!!

অনলাইন প্রতিনিধি :-প্রথম সংক্রমণের ৫ বছরের রেষ কাটতে না কাটতেই নতুন করে চিনে খোঁজ মিলেছে…

16 hours ago

দিল্লিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ!!

অনলাইন প্রতিনিধি :-গত ৫ আগস্ট হাসিনা জামানার পতনের পর বাংলাদেশ-ভারতের সম্পর্কে ফাটল দেখা দেয়। তবে…

17 hours ago

মরিশাসের জাতীয় দিবসে প্রধান অতিথির মুখ নরেন্দ্র মোদী!!

শুক্রবার মরিশাসের সংসদে প্রধানমন্ত্রী ঘোষণা করেন আসন্ন ন্যাশনাল ডে বা জাতীয় দিবসের উদযাপনে প্রধান অতিথি…

19 hours ago

ধন্যবাদার্হ!!

কোনও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক তৈরি করে, তাকে পরিত্যাগ করাই বিধেয়। কারণ…

19 hours ago

নয়া জঙ্গি তৎপরতার উপর নজর রাখছে পুলিশ :ডিজিপি!!

অনলাইন প্রতিনিধি:- নারী নির্যাতন কিংবা মহিলা সংক্রান্ত অপরাধের সংখ্যা রাজ্যে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। পাশাপাশি…

21 hours ago