দলগঠনে সমস্যায় টিএফএ

এই খবর শেয়ার করুন (Share this news)

আসামের গুয়াহাটিতে আয়োজিত অনূর্ধ্ব ১৭ জাতীয় জুনিয়র মহিলা ফুটবল আসরের জন্য রাজ্যদল গঠন করতে সমস্যায় পড়েছে টিএফএ । আগামী ১৬ জুন থেকে গুয়াহাটিতে মহিলা ফুটবল আসরটি শুরু হতে যাচ্ছে । তবে এখন পর্যন্ত রাজ্যদল গঠনের ক্যাম্প ডাকার কোনও খবর নেই । যতদূর খবর একটি শক্তিশালী টিম করার মতো সেই মানের ফুটবলার পাওয়া যাচ্ছে না । এখন একটা মোটামুটি ব্যালেন্স টিম গঠন করার জন্য বাধারঘাটের ত্রিপুরা স্পোর্টস স্কুল জম্পুইজলা , কিল্লা , খোয়াই ও অমরপুরের ফুটবলারদের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে । এর মধ্যে সামনে স্কুলগুলোতে গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে । এই অবস্থায় প্লেয়ারদের সাথে যোগাযোগও ঠিকভাবে করা যাবে না । তবে বিস্ময়কর ঘটনা যে জাতীয় আসর সামনে চলে এলেও রাজ্যদল গঠন করা নিয়ে টিএফএর তরফে কোনও উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না । রাজধানী বা তার আশ পাশে তেমন ফুটবলার নেই । মফস্সলের ফুটবলার এখন মূল ভরসা । তাই আবাসিক কোচিং ক্যাম্প না করা গেলে মফস্সলের ফুটবলারদের এক সাথে পাওয়া সমস্যা হয়ে দাঁড়াবে । তবে টিএফএ এখন পর্যন্ত রাজ্য দল গঠনের জন্য কোন নির্বাচনি শিবির ডাকেনি । ফলে দল গঠন করা যাচ্ছে না ।

অনেকেরই বক্তব্য যে তাহলে কি টিএফএ সেই পুরানো পরম্পরা বজায় রেখে এবারও জাতীয় আসরের কয়েকদিন আগে ধরে বেঁধে ফুটবলারদের নিয়ে কোনও ভাবে দল গঠন করে পাঠিয়ে দেবে । ভালো টিম গঠন করা ও ভালো ফলাফলের কোনও লক্ষ্য নেই টিএফএর সামনে । প্রতিযোগিতায় টিমের অংশগ্রহণ করাটাই আসল উদ্দেশ্য টিএফএর এমনটাই বক্তব্য অনেকের । যেখানে গত ৫ মে এআইএফএফ এর তরফে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনকে গুয়াহাটিতে আয়োজিত জাতীয় জুনিয়র মহিলা ফুটবল আসর আয়োজনের বিষয়ে অবহিত করা হয় । তবে মাঝে এতো দিন সময় কেটে গেলেও দল গঠন নিয়ে টিএফএর কোনও মাথা ব্যথা নেই । ফেডারেশনের তরফে বলা হয়েছে যে ১৫-৩১মের মধ্যে ফুটবলারদের সিআরএস করাতে হবে । প্রাথমিক পর্যায়ে প্রথমে ৩০ জন ফুটবলাররকে সিএমএস করাতে হবে । তারপর আগামী ১-৫ জুন এই সময়ের মধ্যে চূড়ান্ত দলের ২০ জন ফুটবলারের নাম রেজিস্ট্রেশন করাতে হবে । তাছাড়া মহিলা ফুটবল আসরের জন্য কঠোর গাইড লাইনও বেঁধে দিয়েছে ফেডারেশন । যেমন দলীয় চিফ কোচ ও ম্যানেজার দুজনেই মহিলা থাকবেন । মোট চারজন অফিসিয়াল । এছাড়া টিম মহিলা ফিজিও রাখার কথা স্পষ্টভাবে বলা হয়েছে । তবে টিএফএ এখনও দল গঠন নিয়ে কোনওরকম নিচ্ছে না । তাহলে কি বিনা প্রস্তুতি ছাড়া জোড়াতালি দিয়ে টিম করে গুয়াহাটিতে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা নিচ্ছে টিএফএ । আর এতে কিন্তু ভালো রেজাল্ট পাওয়ার কোনও সম্ভাবনা থাকছে না ।

Dainik Digital

Recent Posts

খুশির ঈদ উদযাপন

অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…

10 hours ago

সাব ইনস্পেক্টর অব এক্সাইজ নিয়োগে, সরকারের নিয়োগনীতি কার্যকর করছে না টিপিএসসি, ক্ষুব্ধ বেকাররা!!

অনলাইন প্রতিনিধি :-২০১৮ সালে নতুন নিয়োগনীতি চালু করেছে রাজ্য সরকার। ২০১৯ সাল থেকে রাজ্য সরকারের…

10 hours ago

কেন্দ্রীয় সরকারের ব্যাপক প্রচার সত্ত্বেও,হাসপাতালে জনঔষধির সস্তা ওষুধ সংকটে রোগীরা বঞ্চিত!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয় সরকার ঢাকঢোল পিটিয়ে কেন্দ্রীয় প্রকল্পের সস্তায় ভালো গুণমানসম্পন্ন জনঔষধি তথা জেনারিক মেডিসিন…

10 hours ago

শান্তিরবাজারে ক্রিকেট চ্যাম্পিয়ন জগন্নাথ পাড়া!!

অনলাইন প্রতিনিধি :-শান্তিরবাজারে সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো জগন্নাথপাড়া প্লে সেন্টার টিম। রবিবার বাইখোড়া ইংলিশ…

11 hours ago

বামফ্রন্টের রেখে যাওয়া ১২,৯০৩ কোটি সহ,রাজ্যে বর্তমানে ঋণের পরিমাণ ২১,৮৭৮ কোটি টাকা: অর্থমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-২০২৩-২৪ অর্থ বছর পর্যন্ত রাজ্য সরকারের মোট ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ২১.৮৭৮ কোটি…

11 hours ago

ক্রাইম ব্রাঞ্চের শক্তিবৃদ্ধিতে গুচ্ছ পদক্ষেপ : মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-বিগত ছয় মাসে ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চকে ২২টি মামলা হস্তান্তর করা হয়েছে।২০২৪ সালের…

12 hours ago