দলবদলের শেষদিনে ময়দানে টাউন, কল্যাণ

এই খবর শেয়ার করুন (Share this news)

টাউন ক্লাব , কল্যাণ সমিতি , স্কাইলার্ক একেবারে শেষদিনে এসে ঘরোয়া ক্লাব ফুটবলের দলবদল পর্বে যোগদান করলো । তবে নাইন বুলেটস , সরোজ সংঘ , কেশব সংঘ , সবুজ সংঘ , আমরা কজনাকে আজ শেষদিনেও নিজেদের দল গোছাতে বা কোনও ফুটবলারকে ছাড়পত্রে সই করাতে টিএফএ মুখো হতে দেখতে পাওয়া গেলো না । এক সময়ের সেরা ফুটবল দল কৃষ্ণনগরের নাইট বুলেটস ক্লাব এবার একজনকেও সই করায়নি । কেন কি কারণে তা ফুটবল মহলেও অজানা । তবে তারচেয়ে বেশি অবাক হওয়ার বিষয় হলো সরোজ সংঘ এবারও দলবদলের বাইরে রাখলো নিজেদের । গত বছর আর্থিক সঙ্কটের জন্য ‘ বি ’ ডিভিশন লীগে দলই মাঠে নামায়নি । যে কারণে তাদের ‘ সি ’ ডিভিশনে অবনমন হয় । কিন্তু এবারও ‘ সি ’ ডিভিশনে তারা মাঠে নামবে কিনা তা নিয়েও কারোর কাছে খবর নেই । অথচ একটা সময় ময়দানে অন্যতম শক্তিশালী ও লড়াকু দল হিসাবে জগহরিমূড়ার সরোজ সংঘের বেশ জগহরিমুড়ার সরোজ নামডাকই ছিল । শুধু স্থানীয় ফুটবলারই নয় , বহি:রাজ্যের অনেক নামীদামি ফুটবলার সরোজ সংঘের জার্সিতে মাঠ মাতিয়ে গিয়েছিল । কিন্তু কালের স্রোতে এখন যেন সবই ভাটার টানে । এছাড়া অবাক কাণ্ড , সবুজ সংঘ , কেশব সংঘ ও আমরা কজনাও এবার দলবদলের বাইরে রাখলো । টাউন ক্লাব দলবদলে অংশ নেবে কি নেবে না এই নিয়েও একটা সংশয় ছিল টাউন ক্লাব সমর্থকদের মধ্যে ।

আজ শেষদিনে টাউন ক্লাব দলবদলে অংশ নেওয়ায় সংশ্লিষ্ট মহালও স্বস্তির নি : শ্বাস । ময়দানে টাউন ক্লাবের সমর্থক কিন্তু খুব কমও নয় । এদিকে , উমাকান্ত মাঠে অ্যাস্ট্রো টার্ফ বসানোর কাজ জুলাইয়ে শেষ হবে ধরে নিয়ে টিএফএ তার ঘরোয়া ফুটবল আগষ্ট কি সেপ্টেম্বর মাসে কাজল স্মৃতি স্কুল ফুটবল দিয়ে শুরু করার পরিকল্পনায় থাকছে । যদিও জুলাইয়ের মধ্যে উমাকান্ত মাঠ ফুটবলারদের জন্য কবে উন্মুক্ত হবে তা সময়ই বলবে । এদিকে , এ বছর বেশ কয়টা দল দলবদলে অংশগ্রহণ না করলেও গত বছরের চেয়ে এ বছর কিন্তু দলবদলের ছাড়পত্রে ফুটবলারদের সইয়ের সংখ্যা বেশিই । গেলো বছর মোট ২৩৩ জন ফুটবলার ছাড়পত্রে সই করেছিল । এবার এর থেকে ৭ জন বেশি করলো অর্থাৎ ২৪০ জন । আগামীকাল একদিনের জন্য থাকছে সই প্রত্যাহারপর্ব । এদিকে , নাইন বুলেটস , কেশব সংঘ , সরোজ সংঘ , সবুজ সংঘ , আমরা কজনা দলবদলে অংশগ্রহণ না করায় তাদের পুরানো দল নিয়েই মাঠে নামতে হবে । তবে প্রশ্ন হচ্ছে , তারা কি এবার মাঠে নামবে ? এদিকে , আজ দলবদলের শেষদিনে মোট ২৩ জন ফুটবলার ছাড়পত্র সই করে পুরানো ক্লাব ছেড়ে নতুন ক্লাবে যোগ দেয় । টাউন ক্লাব আজ মোট তিনজনকে সই করায় । এরা হলো রাকেশ রিয়াং , অভিনব হালাম , অভিনব কল্যাণ সমিতি থেকে এবং রাকেশ সবুজ সংঘ ছেড়ে টাউনে সই করে ।

‘বি’ ডিভিশনের দল কল্যাণ সমিতিও শেষদিনে চারজনকে সই করিয়ে নেয় । একটা সময় কল্যাণ সমিতি দলবদলে অংশ নেবে কিনা এ নিয়ে বেশ সংশয়ই ছিল । শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় । এ দিন কল্যাণ সমিতিতে যে ৪ জন সই করেছে এরা হলো , মৌচাকের পরিমল দেববর্মা , ত্রিবেণীর হৃদয় ত্রিপুরা , কেশব সংঘের বিশ্বজিৎ রিয়াং । স্কাইলার্ক ক্লাবে সই করে ইউবিএসটির দীপু দেববর্মা ও এনএসআরসিসির এলেক্স ডার্লং ও বিপ্লব ত্রিপুরা । বিবেকানন্দ ক্লাবে সই করে নাইন বুলেট্স ক্লাবের বাবিদ দেববর্মা , অনিমেষ দেববর্মা এবং হেমন্ত দেববর্মা । ইউবিএসটি ক্লাবে সই করে এনএসআরসিরি দুলাল দেববর্মা ও বিবেকানন্দ ক্লাবের অভিষেক ধানুক । অবশ্য ইউবিএসটি ছেড়ে আনন্দ ভবনে সই করে দুষ্মন্ত রিয়াং , বীরেন্দ্র ক্লাবে সই করেছে এগিয়ে চলো সংঘের জাবেদিয়া ডার্লং । উমাকান্ত কোচিং সেন্টারে সই করেছে বিবেকানন্দের নিমাই দেবনাথ । ভারতরত্ন সংঘে সই করেছে রামকৃষ্ণ ক্লাবের রকিত দেববর্মা । আনন্দ ভবনের রিপন দেববর্মা সই করে এনএসআরসিসিতে , মৌচাক ক্লাবের প্রদীপ বর্মণ সই করে ত্রিবেণী সংঘে । এদিকে , শেষদিনে মহিলা ফুটবলে ত্রিপুরা স্পোর্টস স্কুল ছেড়ে বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের পক্ষে সই করে লাললুংমুই ডালিং ।

Dainik Digital

Recent Posts

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

10 hours ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

10 hours ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

10 hours ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

11 hours ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

1 day ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

1 day ago