Categories: খেলা

দলীপে সুযোগ পেলে নিজেকে প্রমাণ করবোঃ মণিশঙ্কর

এই খবর শেয়ার করুন (Share this news)

মাঝে মাত্র দুদিন । আগামী পাঁচ সেপ্টেম্বর পণ্ডিচেরীতে টিমের সাথে রিপোর্ট করতে হবে । ভারতীয় এ দলে জায়গা পাননি । তবে দলীপ ট্রফিতে বাইশ গজে নামার সুযোগ পেলে নিজের জাত চেনাতে তৈরি রাজ্যের মণিশঙ্কর । দলীপ ট্রফি প্রসঙ্গে মুড়াসিং বলেন, পারফরম্যান্স তো করে রেখেছিই এখন ম্যাচ খেলার সময় । তাই পনেরো জনের মধ্যে নাম থাকলেই তো হবে না খেলার সুযোগ পেতে হবে । তবেই নিজেকে প্রমাণ করার সুযোগ পাবো । আসন্ন দলীপ ট্রফির পূর্বাঞ্চল দলে ফের ডাক পাওয়ার পর রাজ্যের সিনিয়র দলের অন্যতম অল রাউন্ডার মণিশঙ্কর মুড়াসিং – এর এমনই প্রতিক্রিয়া জানালেন । মণিশঙ্কর বলেন , ২০১৪-১৫ সালে শেষবার আমি জোনভিত্তিক দলীপ ট্রফি হয়েছিল তাতেও দলে ছিলাম । অধিনায়ক ছিল নটরাজ বেহেরা । খেলানো হয়নি । এবার মনোজ তিওয়ারী । দেখি এই অধিনায়ক খেলার সুযোগ দেয় কিনা । এদিকে , নিউজিল্যান্ড ‘ এ ’ দলের বিরুদ্ধে ইন্ডিয়া ‘ এ ’ দলে প্রথম নাম থাকার পরও শেষে বাদ পড়া প্রসঙ্গে মণিশঙ্কর বলেন , দেখুন এমন ঘটনা আমার ক্রিকেট কেরিয়ারে অনেকটাই হয়েছে । যেমন ২০১০-১১ সালে অনূর্ধ্ব উনিশ ত্রিপুরা দলের আঠারোজনের মধ্যে আমার নাম ছিল । স্ট্যান্ডবাই নাম ছিল আমার । এই সময় দলের অন্যতম ক্রিকেটার মহারাষ্ট্রের এক প্লেয়ার ইনজুর্ড হলে স্ট্যান্ডবাই থেকে শ্রেয়াস গোপাল ডাক পায়নি । আমি ডাক পাইনি । তারপর ২০১৩-১৪ সালে এশিয়া কাপের জন্য ত্রিশ জনের ইন্ডিয়া ক্যাম্পেও আমার নাম ছিল । কিন্তু যখন ত্রিশ থেকে বাইশ জনের দল হয় তখন আমার নাম বাদ । ওই সময় ক্যাম্পে সুরেশ রায়নাও ছিল । ইস্ট জোন থেকে আমি ও সুদীপ চ্যাটার্জী ছিলাম । সবশেষে অনেক বছর বাদে হতে যাওয়া দলীপ প্রসঙ্গে মণিশঙ্কর বলেন , দেখা যাক কি হয় । তবে ম্যাচ খেলার সুযোগ পেলে অবশ্যই নিজেকে প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করবো । সবার আশীর্বাদ পেলে অবশ্যই সফল হবো আমি জানান মণিশঙ্কর । আজই টিসিএ অফিস থেকে কাগজ পাবে সে । পাঁচ সেপ্টেম্বর রওয়ানা । খেলা হবে আট সেপ্টেম্বর পন্ডিচেরীতে । প্রতিপক্ষ উত্তরাঞ্চল ।

Dainik Digital

Recent Posts

ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য বানাচ্ছে বিজেপি সরকার: সুশান্ত!!

অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…

6 mins ago

নি:শব্দে এগোচ্ছে চিন!!

প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…

24 hours ago

নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…

24 hours ago

স্মার্টসিটি প্রকল্পের কাজে বন্ধ উড়াল সেতু!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যেররাজধানী শহর আগরতলার যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে উড়াল সেতু। শহরের পশ্চিম…

24 hours ago

বার্ষিক পরীক্ষার সূচি নিয়ে শিক্ষা দপ্তরের রসিকতায় চরম ক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যেরসরকারী স্কুলে পরীক্ষার সূচি প্রকাশ হতেই রাজ্যের কোমলমতি ছাত্রছাত্রীদের উপর জুলুমের অভিযোগ উঠেছে…

1 day ago

রাজ্যের প্রতীকে স্বীকৃতি কেন্দ্রের!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সুনির্দিষ্ট একটি প্রতীককে ত্রিপুরা সরকারের রাজ্য প্রতীক/লোগো হিসেবে ব্যবহারের…

1 day ago