দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। মঙ্গলবার খোয়াই মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রের প্রদত্ত মনোনয়নপত্র পরীক্ষা নিরীক্ষা করা হয়। এই পরীক্ষা-নিরীক্ষায় ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুবীর নাথ শর্মার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। যে রাজনৈতিক দলের হয়ে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সেই দলের প্রতীক চিহ্ন না থাকায় উনার মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা দেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বিজয় সিনহা। এছাড়া ২৪ রামচন্দ্রঘাট, ২৫ খোয়াই এবং ২৬ আশারামবাড়ি কেন্দ্রে বাকি মোট ১৫ টি মনোনয়নপত্র বৈধ বলে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা ঘোষণা দিয়েছেন।
এদিকে ২৪ রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রে বিজেপির শরিকদল আইপিএফটির প্রার্থী হিসেবে প্রশান্ত দেববর্মা মনোনয়নপত্র জমা দিলেও রামচন্দ্র ঘাট বিধানসভায় বিজেপিতে ব্যাপক ক্ষোভ তৈরি হওয়ায় রামচন্দ্রঘাট মন্ডল সভাপতি সঞ্জীব দেববর্মা নির্দল হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই কেন্দ্রে সিপিএম এডিসির প্রাক্তন চেয়ারম্যান রঞ্জিত দেববর্মাকে প্রার্থী করেছে।আর মথা প্রার্থী করেছে আত্মসমর্পণকারী বৈরী নেতা প্রাক্তন এ টি টি এফ প্রধান রঞ্জিত দেববর্মাকে। ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্রে সিপিএম এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। কারণ এই কেন্দ্রে প্রভাবশালী আর কোন রাজনৈতিক দল নেই। আছে শুধু আমরা বাঙালি দল। এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী সুব্রত মজুমদার আর সিপিএম দলের প্রার্থী নির্মল বিশ্বাস। অন্যদিকে ২৬ আশারামবাড়ি কেন্দ্রে এখন পর্যন্ত ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। এই কেন্দ্রে মথার প্রার্থী প্রাক্তন বিধায়ক অনিমেষ দেববর্মা। আইপিএফটির প্রার্থী প্রয়াত মন্ত্রী এন সি দেববর্মা কন্যা জয়ন্তী দেববর্মা এবং সিপিএম দলের প্রার্থী দিলীপ দেববর্মা।
অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…
অনলাইন প্রতিনিধি :-২০১৮ সালে নতুন নিয়োগনীতি চালু করেছে রাজ্য সরকার। ২০১৯ সাল থেকে রাজ্য সরকারের…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয় সরকার ঢাকঢোল পিটিয়ে কেন্দ্রীয় প্রকল্পের সস্তায় ভালো গুণমানসম্পন্ন জনঔষধি তথা জেনারিক মেডিসিন…
অনলাইন প্রতিনিধি :-শান্তিরবাজারে সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো জগন্নাথপাড়া প্লে সেন্টার টিম। রবিবার বাইখোড়া ইংলিশ…
অনলাইন প্রতিনিধি :-২০২৩-২৪ অর্থ বছর পর্যন্ত রাজ্য সরকারের মোট ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ২১.৮৭৮ কোটি…
অনলাইন প্রতিনিধি :-বিগত ছয় মাসে ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চকে ২২টি মামলা হস্তান্তর করা হয়েছে।২০২৪ সালের…