অনলাইন প্রতিনিধি :-বিজেপির প্রতিষ্ঠাদিবসে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে সিপিএম এবং কংগ্রেসকে তুলোধোনা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। রবিবার সকাল থেকে তিনি একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। প্রতিটি ভাষণেই তিনি সিপিএম ও কংগ্রেসকে নিশানা করেন। তিনি বলেন, কমিউনিস্টের জন্মই হয়েছে লাখ-কোটি মানুষের মৃত্যুর মাধ্যমে।লক্ষ-কোটি মানুষের প্রাণ শেষ করে কমিউনিস্ট পার্টির জন্ম।মিথ্যার উপর ভিত্তি করে, মানুষকে বিভ্রান্ত করার জন্যই এদের জন্ম। কমিউনিস্টরা নিজেদের শ্রমিক, শ্রমজীবী বলে পরিচয় দেয়। অথচ এরা কেউই শ্রমিক বা শ্রমজীবী মানুষ নন। গোটা ভারতে আজ কমিউনিস্ট বিলুপ্তির পথে।যে একটা6 রাজ্যে এখনও তারা আছে,সেখান থেকেও খুব শীঘ্রই মুছে যাবে।শ্রীদেব এদিন বলেন,ত্রিপুরা রাজ্যে যেভাবে6 ১০৩২৩ -এর অভিশাপে কমিউনিস্ট ধ্বংস হয়ে গেছে, ঠিক সেইভাবেই পশ্চিমবঙ্গ থেকেও ছাব্বিশ হাজার চাকরিহারাদের অভিশাপে তৃণমূলের ধ্বংস হবে।আরও ৩৬ হাজার বেআইনি চাকরির মামলা আসছে।পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার চরম দুর্নীতিতে জড়িয়ে গেছে।এই সরকারের পতন শুধু সময়ের অপেক্ষা।বিপ্লব দেব বলেন, কংগ্রেসের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ছিলেন তপশিলি জাতিগোষ্ঠীর সর্ববৃহৎ নেতা। অথচ ভারতের সংবিধান রচয়িতা ড. বি আর আম্বেদকরের চেহারাও দেখতে পারতেন না। এরাই এখন সংবিধান নিয়ে কথা বলে। বিপ্লব বলেন, ভারতে অনেক রাজনৈতিক দল আছে।কিন্তু সেই দলগুলিতে রয়েছে যোগ্য নেতৃত্বের অভাব আর আমাদের ভারতীয় জনতা পার্টিতে নরেন্দ্র মোদির মতো দূরদর্শী নেতা রয়েছেন। মোদির নেতৃত্বের কারণেই আজ ভারতীয় জনতা পার্টি বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি পেয়েছে। এটা মুখের কথা নয়। মোদিজির নেতৃত্বে ভারত আজ গোটা বিশ্বে বিশেষ স্থান করে নিতে পেরেছে। বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশ হিসাবে ভারতকে প্রতিষ্ঠিত করতে রাতদিন এক করে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এই রাজ্যেও তো কমিউনিস্টরা পঁয়ত্রিশ বছর রাজত্ব করেছে। হিসাব করে দেখুন ওই পঁয়ত্রিশ বছরে এই রাজ্যের উন্নয়নে কমিউনিস্টরা কী করেছে, আর বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার গত সাত বছরে রাজ্যের সার্বিক উন্নয়নে কতটা সাফল্য অর্জন করতে পেরেছে। এদিন বিপ্লবকে কেন্দ্র করে প্রতিটি কর্মসূচিতে দলীয় কর্মী, কার্যকর্তাদের উৎসাহ ছিলো চোখে পড়ার মতো।
অনলাইন প্রতিনিধি :-কাঞ্চনপুর গ্রামোন্নয়ন দপ্তরে আট কোটি চব্বিশ লক্ষ টাকার সাগর চুরির ঘোটালা ঘিরে চাঞ্চল্যের…
ভারতের বৃহত্তম কমিউনিস্ট দল সিপিএমের ২৪ তম পার্টি কংগ্রেস মাদুরাইয়ে সম্পন্ন হয়েছে।গত ২ থেকে ৬…
অনলাইন প্রতিনিধি :-পাঁচিল টপকে এসে ঘরে ঘুমন্ত যুবতীর উপর অ্যাসিড হামলা বাখরি এলাকার বিজেপির ভাইস…
অনলাইন প্রতিনিধি :-রবিবার মধ্য প্রদেশের উজ্জয়িনীর তারানা স্টেশনের কাছে ট্রেনে আগুন লাগে। বিলাসপুর থেকে বিকানের…
অনলাইন প্রতিনিধি :-এমবিবি আগরতলা বিমানবন্দরে আসা-যাওয়ায় যাত্রী পরিবহণ ব্যবস্থায় ক্যাব বুকিং তথা অনলাইনে ওলা, উবের,…
অনলাইন প্রতিনিধি :-আইনে পরিণত হলো ওয়াকফ বিল। বুধবার বিলটি পেশ করা হয়েছিল লোকসভায়।দীর্ঘ আলোচনার পর…