Categories: Uncategorized

দশ বছর আগে মৃত বাবার চেক পেয়ে একরাতে ধনকুবের

এই খবর শেয়ার করুন (Share this news)

ঈশ্বর যাকে দেন, তখন নাকি ছাদ ফুঁড়ে দেন! এই আপ্তবাক্যটি হুবহু মিলে গেল চিলির যুবক : এক্সিকুউল হিনোজোসার জীবনে। দশ বছর আগে প্রয়াত হয়েছিলেন হিনোজোসার বাবা। প্রয়াত বাবার একটি ব্যাঙ্কচেক এতদিন বাদে হাতেপেয়ে ছেলে বনে গেলেন কোটিপতি।সংবাদ সংস্থা গেলেন রাতারাতি সংস্থা রয়টার্স জানিয়েছে, এক্সিকুয়েল হিনোজোসা নামে সান্তিয়াগোর বাসিন্দার বাবা দশ বছর আগে মারা যান। ২০২২ সালে তিনিএকটি পুরনো ব্যাংক চেক বই খুঁজে পান। যেখানে দেখা যায়, ১৯৬০-৭০ এর দশকে তার বাবা বাড়ি কেনার জন্য সঞ্চয় করেছিলেন। ওই সময় তার সঞ্চয় ছিল ১৪০,০০০ পেসো বা ১৬৩ ডলার। তবে সেই অর্থ সুদ ও মুদ্রাস্ফীতির কারণে বেড়েদাঁড়িয়েছে প্রায় ১০০ কোটি পেসো, অর্থাৎ ১.২ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৯,৯৬৮ কোটি টাকা)। এক্সকুয়েল হিনোজোসা রয়টার্সকে জানান, দশ বছর আগে তার বাবা প্রয়াত হলেও কেউই তার কোনওসঞ্চয় বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়ে জানতেন না। সম্প্রতি একটি ঘর পরিষ্কার করতেগিয়ে তিনি একটি বাক্স খুঁজে পান। সেই বাক্সে কয়েক দশক আগে সংরক্ষণ করা একটি চেক বইখুঁজে পান।যদিও সেই অ্যাকাউন্টটি অনেক আগেই বন্ধহয়ে গেছিল। তবে ওই চেক বইয়ে ‘রাষ্ট্রীয় গ্যারান্টিযুক্ত’ বলে একটি শব্দবন্ধ লেখাছিল। এর অর্থ, ব্যাঙ্ক অর্থ না দিতে পারলেও সরকার বিষয়টি নিষ্পত্তি করবে। ফলে প্রয়াত বাবার ওই চেকবই হাতে পেয়ে হিনোজোসা আদালতের শরণাপন্ন হন। রাষ্ট্রের বিরুদ্ধে মামলায় জিতে যান হিনোজোসা। সরকার তাদের পুরনো প্রতিশ্রুতিকে সম্মান জানিয়ে প্রদেয় অর্থ ফেরত দেয় বলে জানায়। এক্সকুয়েল হিনোজোসা বলেন, “ওই টাকা আমাদের পরিবারের। আমার বাবা সত্যিইকঠোর পরিশ্রম করে এটিকে রক্ষা করেছিলেন।’ তিনি আরও বলেন, ‘এটি খুঁজে পাওয়ার আগে আমরা কখনোই এই সঞ্চয় সম্পর্কে জানতাম না। আমি এটিও ভাবিনি যে এটার জন্য আমাকে রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে হবে। ‘হিনোজোসার দাবি, ‘এই অর্থ তার বাবার কষ্টার্জিত সঞ্চয়। যেটি সরকারই ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।’ তিনি বলেন, ‘বিচারব্যবস্থা, সুপ্রিম কোর্ট, আপিল আদালতআমার পক্ষে রায় দিয়েছে। উচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে যদিও চিলি সরকার শীর্ষ আদালতে আপিল করেছিল। কিন্তু সম্প্রতি এ দেশের সুপ্রিম কোর্টও হিনোজোসার পক্ষেইরায় দেয়।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

হৃদরোগে হঠাৎ মৃত্যু: কার্ডিয়াক অ্যারেস্টের কারণ, লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-বর্তমান যুগে হৃদরোগ জনিত সমস্যা ক্রমশ বেড়ে চলেছে।এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ও জীবনঘাতী…

19 hours ago

প্রশ্নের মুখে বৈধ সীমান্ত বাণিজ্য, আমদানির তুলনায় রপ্তানি নামমাত্র, পরিস্থিতি চিন্তাজনক!!

অনলাইন প্রতিনিধি :-বর্তমানে রাজ্যেনয়টি ল্যান্ড কাস্টম স্টেশন রয়েছে।কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নয়টি ল্যান্ড কাস্টম স্টেশনকে…

19 hours ago

আঠাশের বিধানসভা নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার বার্তা প্রদ্যোতের!!

অনলাইন প্রতিনিধি :-২০২৮ সালে বিধানসভা নির্বাচনেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারলেই, আমাদের…

19 hours ago

হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!

অনলাইন প্রতিনিধি:-তপন স্মৃতি নকআউট ক্রিকেটের দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!খেলার…

19 hours ago

সতর্কতাই বাঞ্ছনীয়!!

নজিরবিহীন গরমের মুখোমুখি রাজ্য। মার্চ মাসের শেষ দিকে গরমের এই প্রকোপ এককথায় নজিরবিহীন।এজন্য আবহাওয়া দপ্তরকে…

19 hours ago

খুশির ঈদ উদযাপন

অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…

2 days ago