Categories: Uncategorized

দশ বছর আগে মৃত বাবার চেক পেয়ে একরাতে ধনকুবের

এই খবর শেয়ার করুন (Share this news)

ঈশ্বর যাকে দেন, তখন নাকি ছাদ ফুঁড়ে দেন! এই আপ্তবাক্যটি হুবহু মিলে গেল চিলির যুবক : এক্সিকুউল হিনোজোসার জীবনে। দশ বছর আগে প্রয়াত হয়েছিলেন হিনোজোসার বাবা। প্রয়াত বাবার একটি ব্যাঙ্কচেক এতদিন বাদে হাতেপেয়ে ছেলে বনে গেলেন কোটিপতি।সংবাদ সংস্থা গেলেন রাতারাতি সংস্থা রয়টার্স জানিয়েছে, এক্সিকুয়েল হিনোজোসা নামে সান্তিয়াগোর বাসিন্দার বাবা দশ বছর আগে মারা যান। ২০২২ সালে তিনিএকটি পুরনো ব্যাংক চেক বই খুঁজে পান। যেখানে দেখা যায়, ১৯৬০-৭০ এর দশকে তার বাবা বাড়ি কেনার জন্য সঞ্চয় করেছিলেন। ওই সময় তার সঞ্চয় ছিল ১৪০,০০০ পেসো বা ১৬৩ ডলার। তবে সেই অর্থ সুদ ও মুদ্রাস্ফীতির কারণে বেড়েদাঁড়িয়েছে প্রায় ১০০ কোটি পেসো, অর্থাৎ ১.২ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৯,৯৬৮ কোটি টাকা)। এক্সকুয়েল হিনোজোসা রয়টার্সকে জানান, দশ বছর আগে তার বাবা প্রয়াত হলেও কেউই তার কোনওসঞ্চয় বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়ে জানতেন না। সম্প্রতি একটি ঘর পরিষ্কার করতেগিয়ে তিনি একটি বাক্স খুঁজে পান। সেই বাক্সে কয়েক দশক আগে সংরক্ষণ করা একটি চেক বইখুঁজে পান।যদিও সেই অ্যাকাউন্টটি অনেক আগেই বন্ধহয়ে গেছিল। তবে ওই চেক বইয়ে ‘রাষ্ট্রীয় গ্যারান্টিযুক্ত’ বলে একটি শব্দবন্ধ লেখাছিল। এর অর্থ, ব্যাঙ্ক অর্থ না দিতে পারলেও সরকার বিষয়টি নিষ্পত্তি করবে। ফলে প্রয়াত বাবার ওই চেকবই হাতে পেয়ে হিনোজোসা আদালতের শরণাপন্ন হন। রাষ্ট্রের বিরুদ্ধে মামলায় জিতে যান হিনোজোসা। সরকার তাদের পুরনো প্রতিশ্রুতিকে সম্মান জানিয়ে প্রদেয় অর্থ ফেরত দেয় বলে জানায়। এক্সকুয়েল হিনোজোসা বলেন, “ওই টাকা আমাদের পরিবারের। আমার বাবা সত্যিইকঠোর পরিশ্রম করে এটিকে রক্ষা করেছিলেন।’ তিনি আরও বলেন, ‘এটি খুঁজে পাওয়ার আগে আমরা কখনোই এই সঞ্চয় সম্পর্কে জানতাম না। আমি এটিও ভাবিনি যে এটার জন্য আমাকে রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে হবে। ‘হিনোজোসার দাবি, ‘এই অর্থ তার বাবার কষ্টার্জিত সঞ্চয়। যেটি সরকারই ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।’ তিনি বলেন, ‘বিচারব্যবস্থা, সুপ্রিম কোর্ট, আপিল আদালতআমার পক্ষে রায় দিয়েছে। উচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে যদিও চিলি সরকার শীর্ষ আদালতে আপিল করেছিল। কিন্তু সম্প্রতি এ দেশের সুপ্রিম কোর্টও হিনোজোসার পক্ষেইরায় দেয়।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

প্রধানমন্ত্রীর নরেন্দ্রমোদীর অফিসে রাহুল গান্ধি, সঙ্গে মজুত ছিলেন দেশের প্রধান বিচারপতিও!!

অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…

2 hours ago

ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!

অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…

9 hours ago

শবরীমালা মন্দির পরিদর্শনে দ্রৌপদী মুর্মু!!

অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…

11 hours ago

মহাকালেশ্বর মন্দিরে বীভৎস আগুন!!

অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…

11 hours ago

হত্যা মামলায় ‘গ্রেপ্তার’ বাংলাদেশে জেলবন্দি চিন্ময় প্রভু!

অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…

11 hours ago

নিখোঁজ হয়ে ছিলেন কুড়ি বছরে বাড়ি ফিরে এলেন ৬৩ বছর পর!!

অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…

11 hours ago