দাতাল হাতির তাণ্ডবে মৃত্য গর্ভবতী গরু সহ একাধিক ক্ষতি!!
অনলাইন প্রতিনিধি :-আবারো দাঁতাল হাতির তাণ্ডবে তছনছ বিয়ে বাড়ি।ঘটনাটি সংঘটিত হয়েছে সোমবার ভোরে। তেলিয়ামুড়া থানা এলাকার মধ্য কৃষ্ণপুরের সন্তোষ ভৌমিকের বাড়িতে। ভোর চারটায় মতি নামের হাতিটি বিয়ে বাড়িতে প্রবেশ করে লন্ডভন্ড করে দেয় সাজসজ্জা সাথে হাতির উন্মত্ত তাণ্ডবে মৃত্য একটি গর্ভবতী গরু সহ গুরুতর আহত হয় একটি গরু। তাছাড়া মাটির দেওয়াল ভেঙ্গে দিয়ে ঘর থেকে দুই বস্তা ধান খেয়ে নেয়। নষ্ট করে দেয় কৃষি কাজে ব্যাবহৃত ট্রাক্টর অভিযোগ উঠে। বিক্ষুব্ধ গ্রামবাসীরা সোমবার সকাল থেকে তেলিয়ামুড়া কৃষ্ণপুর সড়ক অবরোধ করে। খবর পেয়ে ছুটে আসেন মহাকুমা বন আধিকারিক, রেঞ্জার সহ অন্যান্য বন কর্মীরা। ছুটে আসে তেলিয়ামুড়া থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। মহাকুমা বন আধিকারিক ক্ষতিগ্রস্ত বিয়ে বাড়িটি পুনরায় আজকেই মেরামত করে দেওয়ার আশ্বাস দেয় এবং ক্ষতিপূরণের আশ্বাস দিলে ক্ষুব্ধ মানুষেরা অবরোধমুক্ত করে।