দাবানলের গ্রাসে উত্তর-পশ্চিম স্পেন
প্রচণ্ড গরমে ভয়াবহ দাবানলের কবলে পড়েছে স্পেনের উত্তর – পশ্চিমাঞ্চল । এখন পর্যন্ত ২০ হাজার হেক্টরের বেশি জমি পুড়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ , যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে । শুষ্ক আবহাওয়ার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের । উত্তর পশ্চিমাঞ্চলের অনেক এলাকায় দাউ দাউ করে আগুন জ্বলছে । পুড়ে যাচ্ছে সেখানকার হেক্টরের পর হেক্টর জমি । গ্রীষ্মকাল শুরুর আগেই সৃষ্ট ভয়াবহ দাবদাহের কারণে বেশ কয়েকদিন ধরে দাবানল সৃষ্টি হয়েছে । দাবানলে এখন পর্যন্ত পুড়ে ছাই ২০ হাজার হেক্টরেরও বেশি বনাঞ্চল । এরই মধ্যে দুর্ঘটনা এড়াতে স্থানীয়দের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে অঞ্চলটির কর্তৃপক্ষ ।
তবে শুষ্ক আবহাওয়া ও দমকা বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার ব্যবহার করলেও হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা । আগুন নেভাতে সেনাবাহিনীও কাজ শুরু করেছে । এ অবস্থায় একমাত্র একমাত্র বৃষ্টিই আগুন নেভাতে শেষ ভরসা বলে মনে করছেন অনেকে । গ্রীষ্মকাল শুরুর আগেই স্পেনের তাপমাত্রা সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে । চলমান এ পরিস্থিতিতে মাদ্রিদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ডু ফোম থিম পার্কটির কাছাকাছি আগুন চলে আসায় দুর্ঘটনা এড়াতে পার্ক খালি করেছে কর্তৃপক্ষ । এর আগে ৮ জুন রাতে আন্দালুসিয়া উপকূলের পর্যটন কেন্দ্রে কস্তা ডেল সোলের ঠিক উপরে অবস্থিত সিয়েরা বারমেজার পুজেরা পাহাড়ের ঢালে আগুনের সূত্রপাত হয় ।
কর্তৃপক্ষ জানান , এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ৪০ কিলোমিটার । মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে । তবে প্রচণ্ড বাতাস আর তাপের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকলকর্মীদের । দ্রুত কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় প্রশাসন । ভয়াবহ এ দাবানলে দমকল কর্মীর কয়েক সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে । গ্রীষ্মকাল শুরুর আগেই স্পেন সহ ইউরোপের দেশগুলো ভয়াবহ দাবদাহের কবলে পড়েছে । এ অবস্থার জন্য জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা ।