Categories: বিদেশ

দাবানলের গ্রাসে উত্তর-পশ্চিম স্পেন

এই খবর শেয়ার করুন (Share this news)

প্রচণ্ড গরমে ভয়াবহ দাবানলের কবলে পড়েছে স্পেনের উত্তর – পশ্চিমাঞ্চল । এখন পর্যন্ত ২০ হাজার হেক্টরের বেশি জমি পুড়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ , যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে । শুষ্ক আবহাওয়ার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের । উত্তর পশ্চিমাঞ্চলের অনেক এলাকায় দাউ দাউ করে আগুন জ্বলছে । পুড়ে যাচ্ছে সেখানকার হেক্টরের পর হেক্টর জমি । গ্রীষ্মকাল শুরুর আগেই সৃষ্ট ভয়াবহ দাবদাহের কারণে বেশ কয়েকদিন ধরে দাবানল সৃষ্টি হয়েছে । দাবানলে এখন পর্যন্ত পুড়ে ছাই ২০ হাজার হেক্টরেরও বেশি বনাঞ্চল । এরই মধ্যে দুর্ঘটনা এড়াতে স্থানীয়দের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে অঞ্চলটির কর্তৃপক্ষ ।

তবে শুষ্ক আবহাওয়া ও দমকা বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার ব্যবহার করলেও হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা । আগুন নেভাতে সেনাবাহিনীও কাজ শুরু করেছে । এ অবস্থায় একমাত্র একমাত্র বৃষ্টিই আগুন নেভাতে শেষ ভরসা বলে মনে করছেন অনেকে । গ্রীষ্মকাল শুরুর আগেই স্পেনের তাপমাত্রা সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে । চলমান এ পরিস্থিতিতে মাদ্রিদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ডু ফোম থিম পার্কটির কাছাকাছি আগুন চলে আসায় দুর্ঘটনা এড়াতে পার্ক খালি করেছে কর্তৃপক্ষ । এর আগে ৮ জুন রাতে আন্দালুসিয়া উপকূলের পর্যটন কেন্দ্রে কস্তা ডেল সোলের ঠিক উপরে অবস্থিত সিয়েরা বারমেজার পুজেরা পাহাড়ের ঢালে আগুনের সূত্রপাত হয় ।

কর্তৃপক্ষ জানান , এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ৪০ কিলোমিটার । মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে । তবে প্রচণ্ড বাতাস আর তাপের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকলকর্মীদের । দ্রুত কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় প্রশাসন । ভয়াবহ এ দাবানলে দমকল কর্মীর কয়েক সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে । গ্রীষ্মকাল শুরুর আগেই স্পেন সহ ইউরোপের দেশগুলো ভয়াবহ দাবদাহের কবলে পড়েছে । এ অবস্থার জন্য জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা ।

Dainik Digital

Recent Posts

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক।বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন তুঙ্গে।ট্রাম্পের এই…

19 hours ago

ধন্যবাদার্হ।।

কোন ও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক কে তৈরি করে, তাকে পরিত্যাগ করাই…

19 hours ago

সুপার সিক্সে ৮ উইকেটের বড় জয় পেলো তরুণ সংঘ।।

অনলাইন প্রতিনিধি :-আট উইকেটের বড়সড় জয় দিয়েই সিনিয়র মহিলাদের একদিবসীয় আমন্ত্রণমূলক ক্রিকেটের সুপার সিক্সে নিজেদের…

22 hours ago

ত্রিপুরার সাহিত্য চর্চায় নয়া ইতিহাস রচনা করেছে উড়ান: জয় গোস্বামী।।

অনলাইন প্রতিনিধি :- উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের তৃতীয় দিনেও রাজ্যের সাহিত্যপ্রেমী মানুষের উপচে পড়া…

22 hours ago

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক। মাঘি বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন…

22 hours ago

জিবিতে হচ্ছে না স্থান সংকুলান দফারফা রোগীর, ব্যাহত চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-জেলা,মহকুমা ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির দৈন্যদশায় রাজ্যের প্রধান সরকারী হাসপাতাল জিবিতে রোগীর অস্বাভাবিক চাপ…

22 hours ago