দার্জিলিঙের পাহাড়ে ১২ কিমি দৌড়ে মনোনয়ন জমা নির্দল প্রার্থীর।
অনলাইন প্রতিনিধি || বঙ্গের পঞ্চায়েত নির্বাচনে পাঁচ দিনের মনোনয়ন দাখিল পর্বে রাজনৈতিক হিংসা যদি হয় একটি দিক, তবে অন্য দিকে মজাদার বৈচিত্রেরও অভাব ছিল না। বৃহস্পতিবার ছিল মনোনয়ন পর্বের শেষ দিন।হিমালয়ের কোলে দার্জিলিঙে এক নির্দল প্রার্থী বাইশ কিলোমিটার দৌড়ে, হ্যাঁ দৌড়ে, মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার নাম শরণ সুব্বা (ছবি)। তিনি পেশায় গাড়ি চালক। তবে নেশায় অ্যাথলিট। দার্জিলিং জেলার জোড়বাংলো- সুখিয়াপোখারি ব্লকের সোনাদা গ্রাম পঞ্চায়েতের তুমসং খাসমহলের বাসিন্দা শরণ সুব্বা তার গ্রামের বেহাল রাস্তা নিয়ে জেরবার। তার পাহাড়ি গ্রামে রাস্তার পরিস্থিতি এতটাই খারাপ যে কেউ অসুস্থ হলে স্ট্রেচারে করে কয়েক কিলোমিটার পাহাড়ি ঢাল দিয়ে নামিয়ে তারপরে অ্যাম্বুলেন্সে তুলতে হয়। নিজে গাড়িচালক হলেও গাড়ি নিয়ে গ্রাম পর্যন্ত ঢুকতে পারেন না তিনি। পাশাপাশি গ্লোবাল ওয়ার্মিংয়ের জের পড়েছে পাহাড়েও।চলতি বছরে কয়েক দশকের রেকর্ড ভেঙে তাপমাত্রা চড়েছিল তুঙ্গে।দার্জিলিঙের দুপুরে পাখা চালাতে হচ্ছে, এমন ‘আজব’ কাণ্ড শরণকেও নাড়া দিয়েছে।সব মিলিয়ে পাহাড়ে বদলের ডাক দিয়ে কোনও রাজনৈতিক দলের ছত্রচ্ছায়ায় থেকে নয়, নির্দল হিসাবে পাহাড়ে দিন বদলের ডাক দিয়েছেন তিনি। নিজেই বলেছেন, এই প্রথম তার রাজনৈতিক আঙিনায় নামা।শরণ সখেদে বলেছেন, তার গ্রামে রাস্তা নেই।বেহাল যোগাযোগ ব্যবস্থা। হাসপাতালে যেতে হয় কয়েক কিলোমিটার হেঁটে। নিজের গাড়ি বা বাইক থেকেও লাভ নেই। পাশাপাশি পাহাড়ে ক্রমবর্ধমান দূষণ ও যানজটের সমস্যা। অথচ তা সমাধানের কেউ নেই।এরই প্রতিবাদে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সুখিয়াপোখরি ২২ কিলোমিটার দৌড়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। তার এই কর্মকাণ্ড দেখে ব্লক অফিসের বাবুরাও চমকে গেছেন। যদিও শরণ সুব্বার মধ্যে ক্লান্তির ছাপ ছিল না। তিনি বলেন, ‘যানজট না কমালে বিপাকে পড়বে ভালবাসার পাহাড়। এই বার্তা দিতেই দৌড়ে এলাম মনোনয়ন জমা দিতে।’ তার বক্তব্য, গোটা রাজ্য তথা দেশের দৃষ্টি আকর্ষণের জন্যই তিনি দৌড়ে এসে মনোনয়ন জমা দিয়েছেন। তার প্রতিবাদের আদৌ সুরাশা হবে কি না সে পরের কথা।