দিল্লিতে নীতিশ-রাহুল বৈঠক
বিরোধী ২৪’র নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি শক্তিশালী বিরোধী জোট গঠনের লক্ষ্যে প্রয়াস শুরু করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার । সোমবার তিনি দিল্লী পৌঁছান এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাথে সাক্ষাৎ করেন । দুই নেতার মধ্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং কী করে বিরোধী ঐক্যকে নিশ্চিত করা যায় সেই বিষয়েও কথাবার্তা হয় । মঙ্গলবার সিপিআই ( এম ) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং সিপিআই নেতা ডি রাজার সাথে সাক্ষাৎ করবেন নীতীশ কুমার । এছাড়াও এনসিপির শারদ পাওয়ার , এএপির অরবিন্দ কেজরিওয়াল , জেডিএস সুপ্রিমো এইচ ডি কুমারাস্বামী এবং সমাজবাদী দলের প্রধান অখিলেশ যাদবের সাথে বৈঠক করার কথা রয়েছে তার ।