Categories: দেশ

দিল্লিতে রেকর্ড গরম।

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইনঃ    ভারতের রাজধানী দিল্লিতে শুক্রবার তাপমাত্রা ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস । ১২ বছরের মধ্যে এপ্রিল মাসে রেকর্ড হওয়া সর্বোচ্চ তাপমাত্রা এটি । এদিকে গুরগাঁওতে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে । যা এই এযাবৎকালের এপ্রিল মাসে রেকর্ড হওয়া সর্বোচ্চ উষ্ণতা । তাপমাত্রা বাড়তে থাকার পাশাপাশি রাজধানী দিল্লি ও আশপাশের এলাকায় বিদ্যুতের চাহিদা উল্লেখজনক হারে বেড়েছে । কয়লার সংকটের কারণে মেট্রো রেল , হাসপাতালসহ রাজধানীর গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যাবে কিনা , তা নিয়ে সংশয় প্রকাশ করেছে দিল্লি সরকার।
২০১০ সালের ১৮ এপ্রিল দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস । এরপর আবার শুক্রবার বারো বছর পর দিল্লির যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হল তা অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিল ১৯৪১ সালের ২৯ এপ্রিল দিল্লিতে ঠিক একই রকমভাবে দিনে তাপমাত্রা বেড়েছিল । রেকর্ড ছুঁয়েছিল ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস । চলতি বছর মার্চের শেষ সপ্তাহ থেকে ভারতের বড় একটা অংশ জুড়ে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে । ২৮ এপ্রিল থেকে রাজধানী দিল্লিতে তাপপ্রবাহজনিত হলুদ সংকেত জারি করা হয়েছে । ভারতের আবহাওয়া দপ্তর সতর্কবার্তায় জানিয়েছে , ‘ আগামী তিন দিনে ভারতের উত্তর – পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে । এরপর থেকে তা আবার ২ ডিগ্রি সেলসিয়াস কমবে । ‘ দিল্লি ছাড়াও রাজস্থান , হরিয়ানা , উত্তরপ্রদেশ ও ওড়িশাতেও তাপপ্রবাহজনিত সতর্ক সংকেত জারি করা হয়েছে । ভারতের আবহাওয়া দপ্তর বলছে , তাপপ্রবাহের কারণে নবজাতক , বয়স্ক মানুষ এবং দীর্ঘমেয়াদি রোগে ভোগা মানুষরা মাঝারি মাত্রার স্বাস্থ্য ঝুঁকিতে আছেন । তাপমাত্রা বাড়তে থাকার পাশাপাশি রাজধানী দিল্লি আশপাশের এলাকায় বিদ্যুতের চাহিদা উল্লেখজনক হারে বেড়েছে । দিল্লিতে এই প্রথম এপ্রিল মাসে বিদ্যুতের চাহিদা ছয় হাজার মেগাওয়াট ছাড়িয়েছে। 
প্রচণ্ড গরমের মধ্যে বাড়তি বিদ্যুতের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে অন্য রাজ্যগুলোও । রাজস্থানের কারখানাগুলোতে চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে । গুজরাট ও অন্ধ্রপ্রদেশেও বাড়তি চাহিদা অনুযায়ী বিদ্যুৎ দিতে না থাকায় শিল্পকারখানার কার্যক্রম ব্যাহত হচ্ছে । এদিকে কয়লার সংকটের কারণে মেট্রো রেল , হাসপাতালসহ রাজধানীর গুরুত্বপূর্ণ পরিষেবামূলক ক্ষেত্রগুলিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যাবে কিনা , তা নিয়ে সংশয় প্রকাশ করেছে দিল্লি সরকার । দিল্লির বিদ্যুৎমন্ত্রী সত্যেন্দর জৈন পরিস্থিতি পর্যালোচনার জন্য জরুরি বৈঠক করেছেন এবং বিদ্যুৎকেন্দ্রগুলোতে পর্যাপ্ত কয়লা সরবরাহ নিশ্চিতের অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছেন । সরকারি এক বিবৃতিতে বলা হয় , ‘ দাদরি -২ ও উঁচাহার বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহের কাজ ব্যাহত হওয়ায় দিল্লি মেট্রো ও দিল্লি সরকারি হাসপাতালগুলোসহ অনেক জরুরি প্রতিষ্ঠানে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সমস্যা হতে পারে । ‘ সত্যেন্দর জৈন বলেছেন , বর্তমানে দিল্লিতে বিদ্যুৎ চাহিদার ২৫ -৩০ শতাংশ এসব বিদ্যুৎকেন্দ্র থেকে মেটানো হয় । আর এগুলো কয়লার ঘাটতির মধ্যে আছে । ‘

Dainik Sambad

Share
Published by
Dainik Sambad

Recent Posts

এক দেশ, এক নির্বাচন’!!

অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভা 'এক দেশ, এক নির্বাচন' নীতির অনুমোদন দিয়েছে বলে খবর। চলমান…

18 hours ago

১৫০ ফুটের ‘মরণ কুয়ো’ থেকে উদ্ধার ৫ বছরের শিশুর নিথর দেহ!!

অনলাইন প্রতিনিধি :-গত সোমবার ৫ বছরের ছোট্ট আরিয়ান মায়ের সঙ্গে বাড়ি থেকে মাত্র ১০০ মিটার…

20 hours ago

অমৃতের মোড়কে বিষ!!

অমৃতের স্বাদ আশা করে অমৃত না হোক,অন্তত কেউ যাতে বিষ পান না করেন তা নিশ্চিত…

20 hours ago

জিএসডিপিতে সর্বকালীন রেকর্ড রাজ্যের, তথ্য দিলেন রতন নাথ!!

অনলাইন প্রতিনিধি :-অর্থনৈতিক মন্দায় গোটা পৃথিবী যখন কাবু,বেশ কয়েকটি দেশে যুদ্ধের পরিস্থিতি রয়েছে, সারা পৃথিবীতে…

21 hours ago

বাজারে আলুর মূল্যবৃদ্ধি, চড়ছে সবজির দামও!!

অনলাইন প্রতিনিধি :-শীতেরঅগ্রহায়ণ মাস শেষের দিকে চলে এসেছে।বুধবার অগ্রহায়ণের ২৫ এবং ডিসেম্বরের ১১ তারিখ অতিক্রান্ত…

21 hours ago

পর্যটকদের সুবিধার্থে হোম স্টে’র সুযোগ গড়ে তোলা হচ্ছে: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-কাঞ্চনপুরমহকুমার অন্তর্গত জম্পুই হিল ব্লকের ভাংমুন ফুটবল মাঠে বুধবার অনুষ্ঠিত হলো তৃতীয় ত্রিপুরা…

21 hours ago