Categories: দেশ

দিল্লিতে রেকর্ড গরম।

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইনঃ    ভারতের রাজধানী দিল্লিতে শুক্রবার তাপমাত্রা ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস । ১২ বছরের মধ্যে এপ্রিল মাসে রেকর্ড হওয়া সর্বোচ্চ তাপমাত্রা এটি । এদিকে গুরগাঁওতে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে । যা এই এযাবৎকালের এপ্রিল মাসে রেকর্ড হওয়া সর্বোচ্চ উষ্ণতা । তাপমাত্রা বাড়তে থাকার পাশাপাশি রাজধানী দিল্লি ও আশপাশের এলাকায় বিদ্যুতের চাহিদা উল্লেখজনক হারে বেড়েছে । কয়লার সংকটের কারণে মেট্রো রেল , হাসপাতালসহ রাজধানীর গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যাবে কিনা , তা নিয়ে সংশয় প্রকাশ করেছে দিল্লি সরকার।
২০১০ সালের ১৮ এপ্রিল দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস । এরপর আবার শুক্রবার বারো বছর পর দিল্লির যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হল তা অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিল ১৯৪১ সালের ২৯ এপ্রিল দিল্লিতে ঠিক একই রকমভাবে দিনে তাপমাত্রা বেড়েছিল । রেকর্ড ছুঁয়েছিল ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস । চলতি বছর মার্চের শেষ সপ্তাহ থেকে ভারতের বড় একটা অংশ জুড়ে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে । ২৮ এপ্রিল থেকে রাজধানী দিল্লিতে তাপপ্রবাহজনিত হলুদ সংকেত জারি করা হয়েছে । ভারতের আবহাওয়া দপ্তর সতর্কবার্তায় জানিয়েছে , ‘ আগামী তিন দিনে ভারতের উত্তর – পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে । এরপর থেকে তা আবার ২ ডিগ্রি সেলসিয়াস কমবে । ‘ দিল্লি ছাড়াও রাজস্থান , হরিয়ানা , উত্তরপ্রদেশ ও ওড়িশাতেও তাপপ্রবাহজনিত সতর্ক সংকেত জারি করা হয়েছে । ভারতের আবহাওয়া দপ্তর বলছে , তাপপ্রবাহের কারণে নবজাতক , বয়স্ক মানুষ এবং দীর্ঘমেয়াদি রোগে ভোগা মানুষরা মাঝারি মাত্রার স্বাস্থ্য ঝুঁকিতে আছেন । তাপমাত্রা বাড়তে থাকার পাশাপাশি রাজধানী দিল্লি আশপাশের এলাকায় বিদ্যুতের চাহিদা উল্লেখজনক হারে বেড়েছে । দিল্লিতে এই প্রথম এপ্রিল মাসে বিদ্যুতের চাহিদা ছয় হাজার মেগাওয়াট ছাড়িয়েছে। 
প্রচণ্ড গরমের মধ্যে বাড়তি বিদ্যুতের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে অন্য রাজ্যগুলোও । রাজস্থানের কারখানাগুলোতে চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে । গুজরাট ও অন্ধ্রপ্রদেশেও বাড়তি চাহিদা অনুযায়ী বিদ্যুৎ দিতে না থাকায় শিল্পকারখানার কার্যক্রম ব্যাহত হচ্ছে । এদিকে কয়লার সংকটের কারণে মেট্রো রেল , হাসপাতালসহ রাজধানীর গুরুত্বপূর্ণ পরিষেবামূলক ক্ষেত্রগুলিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যাবে কিনা , তা নিয়ে সংশয় প্রকাশ করেছে দিল্লি সরকার । দিল্লির বিদ্যুৎমন্ত্রী সত্যেন্দর জৈন পরিস্থিতি পর্যালোচনার জন্য জরুরি বৈঠক করেছেন এবং বিদ্যুৎকেন্দ্রগুলোতে পর্যাপ্ত কয়লা সরবরাহ নিশ্চিতের অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছেন । সরকারি এক বিবৃতিতে বলা হয় , ‘ দাদরি -২ ও উঁচাহার বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহের কাজ ব্যাহত হওয়ায় দিল্লি মেট্রো ও দিল্লি সরকারি হাসপাতালগুলোসহ অনেক জরুরি প্রতিষ্ঠানে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সমস্যা হতে পারে । ‘ সত্যেন্দর জৈন বলেছেন , বর্তমানে দিল্লিতে বিদ্যুৎ চাহিদার ২৫ -৩০ শতাংশ এসব বিদ্যুৎকেন্দ্র থেকে মেটানো হয় । আর এগুলো কয়লার ঘাটতির মধ্যে আছে । ‘

Dainik Sambad

Share
Published by
Dainik Sambad

Recent Posts

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

1 hour ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

1 hour ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

1 hour ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

1 hour ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

22 hours ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

23 hours ago