দিল্লির জেএনইউতে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ৩!
অনলাইন প্রতিনিধি :-জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে জেএনইউ নির্বাচন কমিটির সদস্যদের সাধারণ বডি সভা জিবিএম বাছাইকে কেন্দ্র করে দুটি গ্রুপ – অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং বামপন্থী সংগঠনগুলির মধ্যে সংঘর্ষের পর তিনজন ছাত্র আহত হয়েছেন। শুক্রবার দিল্লির ক্যাম্পাসে।বামপন্থী সংগঠনগুলির মধ্যে রয়েছে AISAবামপন্থী সংগঠনগুলির মধ্যে রয়েছে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA), ডেমোক্র্যাটিক স্টুডেন্টস ফেডারেশন (DSF) এবং স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (SFI)।