দিল্লির বহুতলে অগ্নিকাণ্ড, দুই শিশু-সহ মৃত ৪!!
অনলাইন প্রতিনিধি :-দিল্লির গীতা কলোনি থানার শাস্ত্রী নগর এলাকায় বহুতলে ভয়াবহ আগুন।চারতলা ওই বিল্ডিংয়ে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় দমকল ৷আগুন নেভানোর পাশাপাশি বহুতলে আটকে পড়া ৯ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়েও যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা দুই ছাত্রী-সহ চার জনকে মৃত বলে ঘোষণা করেছেন।দমকলের একাধিক ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে ৷ আগুন লাগার কারণ জান যায়নি। অগ্নিকাণ্ডের সুত্রপাত কিভাবে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দমকল বিভাগ।