দিল্লি থেকে কলকাতাগামী বিমানে বোমাতঙ্ক,!!
অনলাইন প্রতিনিধি :-বিমানে বোমাতঙ্ক৷মঙ্গলবার সকালে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা মারার হুমকি দিয়ে ফোন আসে ৷ পরে অবশ্য সেটি ভুয়ো বলে জানা যায় ৷ দিল্লি পুলিশ সূত্রে খবর, ভোর ৫:১৫মিনিট নাগাদ এই ভুয়ো ফোন আসে আইজিআই বিমানবন্দরে ৷ দিল্লি থেকে কলকাতাগামী একটি বিমানকে ঘিরেই এই হুমকি ফোন বলে জানা গিয়েছে ৷ সকালে বিমানটি আইজিআই বিমানবন্দর থেকে রওনা দেওয়ার কথা ছিল ৷ তার আগেই এই ফোন আসে ৷
দিল্লি পুলিশ জানিয়েছে, ওই ফোনটি আসার পর তা নিয়ে তদন্ত করা হয় ৷ তবে জানা যায়, ফোনটি ভুয়ো ৷ এর আগের মাসে দ্বারভাঙা থেকে দিল্লিগামী বিমানে এরকমই বোমা হুমকি ফোন আসে ৷ তারপর বিমান কর্তৃপক্ষকে সতর্ক করা হয় ৷