দিল্লী পুর নিগম ভোটে বিপুল জয় পেলো আম আদমি পার্টি। দীর্ঘ ১৫ বছর পর চর বিজেপির হাতছাড়া হলো দিল্লীর এমসিডি। তিনটি কর্পোরেশনকে একত্রিত করে ২৫০ আসনের নতুন কর্পোরেশনের প্রথম নির্বাচন হয় গত চার ডিসেম্বর। বুধবার সকাল আটটা থেকে ভোটগণনা শুরু হয়।পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে ভোটগণনার পরে দিল্লী মিউনিসিপ্যাল কর্পোরেশনের সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আম আদমি পার্টি। আপ পেয়েছে ১৩৪টি আসন। ১০৪টি আসনে জয়ী বিজেপি রয়েছে দুই নম্বরে। কংগ্রেস মাত্র নয়টি আসনে জয়লাভ করেছে।তিনটি আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থীরা। ভোট ফলাফলের কয়েকটি উল্লেখযোগ্য দিক হলো, আবুল ফজল থেকে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী আরিবা খান। তার বাবা আসিফ খান নির্বাচনের সময় পুলিশ সদস্যদের সাথে দুর্ব্যবহারের অভিযোগে কারাগারে রয়েছেন। কংগ্রেস জাকির নগর আসনটিও দখল করেছে। দিল্লীর মন্ত্রী সত্যেন্দ্র জৈন-এর বিধানসভা কেন্দ্র শকুরবস্তিতে, বিজেপি তিনটি আসনই জিতেছে – সরস্বতী বিহার, পশ্চিম বিহার এবং রাণী বাগ। এমসিডি নির্বাচনে আম আদমি পার্টির জয়ের পর, দলের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল দিল্লীর জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, এত বড় জয়, বিরাট বিজয় এবং বড় পরিবর্তনের ।। জন্য অভিনন্দন। এ পর্যন্ত মানুষ আমাদের যে দায়িত্ব দিয়েছে, স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ সবই আমরা যথাযথভাবে পালন করেছি। এখন দিল্লীর মানুষ পার্ক পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব দিয়েছে।’ সব দলের বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়ে কেজরিওয়াল বলেছেন যে ‘এখন আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সব দলের প্রার্থীদের প্রতি আহ্বান, এই রাজনীতি শুধুই আজ পর্যন্ত ছিল।এখন আমাদের দিল্লী ঠিক করতে হবে, যার জন্য আমি বিজেপি ও কংগ্রেসের সহযোগিতা চাই। আমাদের কেন্দ্রীয় সরকারের সহযোগিতাও দরকার। দিল্লী ঠিক করতে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের আশীর্বাদ চাই।জয়ী ২৫০ কাউন্সিলার কোনও দলের নয়, তারা দিল্লীর কাউন্সিলার।’ দিল্লীর উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া টুইট করেছেন, ‘এমসিডিতে আম আদমি পার্টিকে বিশ্বাস করার জন্য দিল্লীর জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে নেতিবাচক দলকে পরাজিত করে, দিল্লীর জনগণ সৎ এবং কর্মরত অরবিন্দ কেজরিওয়ালকে জয় করেছে। আমাদের জন্য এটি কেবল একটি জয় নয়, এটি একটি বড় দায়িত্ব। উল্লেখ্য, সকাল আটটায় ভোটগণনা শুরু হয় এবং প্রাথমিক প্রবণতাগুলি আপের থেকে বিজেপিকে একটি উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রাখে, কিন্তু শীঘ্রই আপের পক্ষে পেণ্ডুলামটি ঘুরে যায়। যাই হোক, এগ্জিট পোলগুলির পরামর্শ অনুসারে কোনও ক্লিন সুইপ নেই, কারণ বিজেপি তার ভোট শেয়ার ধরে রাখতে সক্ষম হয়েছে। ২০১৭ সালে, বিজেপি তৎকালীন তিনটি পুরসভার ২৭০টি ওয়ার্ডের মধ্যে ১৮১টি জয় করেছিল যখন আপ মাত্র ৪৮টি জিতেছিল এবং কংগ্রেস ৩০টি নিয়ে তৃতীয় স্থানে ছিল। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেছেন, আম আদমি পার্টি এর আগে দিল্লী থেকে কংগ্রেসের ১৫ বছরের শাসনকে উৎখাত করেছিল, এখন তারা এমসিডি থেকে বিজেপির ১৫ বছরের শাসনকে উৎখাত করেছে। তার মানে মানুষ ঘৃণার রাজনীতি পছন্দ করে না। মানুষ ভোট দেয় বিদ্যুৎ, পর নিষ্কাশণ, পরিকাঠামোর জন্য। দিল্লী বিজেপির সভাপতি আদেশ গুপ্তা বলেন, আমরা আম আদমি পার্টির দুর্নীতির বিষয়টি তুলেছি, এটা জনগণ বুঝতে পেরেছে। দিল্লীর বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি বলেছেন যে দিল্লীর মানুষ অনেক সমর্থন দিয়েছে। উল্লেখ্য, দিল্লী মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচনের প্রচারে সর্বশক্তি নিয়োগ করেছিল বিজেপি। ত্রিপুরা আসাম সহ বিভিন্ন রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রীরা দলীয় প্রার্থীর সমর্থনে রোড শো থেকে শুরু করে মহল্লা সভাও করেছিলেন। কিন্তু শেষরক্ষা হলো না।
দিল্লী বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে যেন প্রতিশ্রুতির প্রতিযোগিতা শুরু হয়েছে। ভোটারদের মন…
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…