নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!
দিল্লীতে অনূর্ধ্ব ১৪ এসএম কাপ, ত্রিপুরার প্রথম ম্যাচ ৬ই
দিল্লীতে ৬১ তম সুব্রত মুখার্জি কাপ স্কুল ফুটবল আসরে গ্রুপের প্রথম ম্যাচে ত্রিপুরার প্রতিপক্ষ টিএএফএস । আগামী ছয় সেপ্টেম্বর বিকাল সাড়ে চারটায় ম্যাচটি হবে । আসরে ডি গ্রুপে রয়েছে ত্রিপুরা । আর ত্রিপুরার গ্রুপে রয়েছে ঝাড়খণ্ড ও টিএএফএস । আট সেপ্টেম্বর গ্রুপের দ্বিতীয় তথা শেষ ম্যাচে ত্রিপুরার সামনে ঝাড়খণ্ড । বিকাল সাড়ে চারটায় ম্যাচটি হবে । দিল্লীর এয়ার ফোর্সের নিজস্ব গ্রাউণ্ডে খেলা হবে বলে জানা গেছে । গতকাল রাতেই দিল্লীতে গিয়ে পৌঁছেছে ত্রিপুরা টিম । ত্রিপুরা ভবনে গিয়ে উঠেছে । আজ মাঠ না পাওয়ায় অনুশীলন করতে পারেনি ত্রিপুরা দল । আগামীকাল গেম ভেন্যুতে যাবে ত্রিপুরা টিম । উল্লেখ্য , অনূর্ধ্ব চৌদ্দ বয়স গ্রুপের এই আসরে এবার রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছে জম্পুইজলার সুধন্ব দেববর্মা মেমোরিয়াল স্কুল । এর আগে রাজ্যের হয়ে জম্পুইজলার সুধন্ব দেববর্মা মেমোরিয়াল স্কুল দিল্লীতে সুব্রত মুখাজি কাপ ফুটবল আসরে খেললেও কোয়ার্টার ফাইনালে গিয়ে শেষ পর্যন্ত থামতে হয় । তবে এবার রেজাল্ট অনেকটাই ভালো হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন দলের ম্যানেজার সুবোধ দেববর্মা । তিনি জানান , এবার টিম অনেকটাই ভালো হয়েছে । রাজ্যে এসএম কাপ স্কুল ফুটবলে প্রতিটিস্তরে ভালো খেলেছে টিমটি । এখন দিল্লীতে এসএম কাপ ফুটবলের মূল পর্বের আসরে টিমটি ভালো খেলবে সেই প্রত্যাশা রাখছি । উল্লেখ্য , আগামী ৬-১৫ সেপ্টেম্বর দিল্লীতে অনূর্ধ্ব চৌদ্দ বালক বিভাগের এসএম কাপ স্কুল ফুটবলের আসর হচ্ছে । এদিকে , আগামী ১৯-২৮ সেপ্টেম্বর অনূর্ধ্ব সতেরো মেয়েদের বিভাগের ফুটবল আসর এবং অন্যদিকে আগামী ৩-১৩ অক্টোবর অনূর্ধ্ব সতেরো ছেলেদের এসএম কাপ স্কুল ফুটবলের আসর হচ্ছে দিল্লীতে । দুই বিভাগে ত্রিপুরার হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছে এবার ত্রিপুরা স্পোর্টস স্কুল ( বাধারঘাট ) । স্পোর্টস স্কুলের মাঠে তারই লক্ষ্যে চলছে পুরোদমে প্রস্তুতি । আগামী পনেরো সেপ্টেম্বর দিল্লীতে যাচ্ছে মেয়েদের টিম । অন্যদিকে আগামী উনত্রিশ সেপ্টেম্বর অনূর্ধ্ব সতেরো ছেলেদের টিম যাচ্ছে দিল্লীতে । উল্লেখ্য , কোভিড পরিস্থিতির কারণে গত দু’বছর ধরে দিল্লীতে সুব্রত মুখার্জি কাপ ফুটবল আসর হয়নি । শেষবার ২০১৯ সালে এই টুর্নামেন্টটি হয়েছিল । যেখানে অনূর্ধ্ব চৌদ্দ বালক এবং অনূর্ধ্ব সতেরো বালক ও বালিকা তিন বিভাগে রাজ্যদল অংশগ্রহণ করেছিল । রাজ্যদল : তন জমাতিয়া , ইসাক দেববর্মা , অরিন্দম দেববর্মা , অমরজিৎ দেববর্মা , ইসাক দেববর্মা , রোহিত দেববর্মা , কিষান দেববর্মা ( অধিনায়ক ) , আশুতোষ দেববর্মা , বিজয় দেববর্মা , ফিলিমন দেববর্মা , জেটলি কলই , মসিয়া দেববর্মা , সন্দীপ দেববর্মা ও খাবাই দেববর্মা । ম্যানেজার সুবোধ দেববর্মা । কোচ – বুদ্ধ দেববর্মা ।