দিল্লীতে ৬১ তম সুব্রত মুখার্জি কাপ অনূর্ধ্ব সতেরো মেয়েদের স্কুল ফুটবল আসরে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ত্রিপুরা লড়বে গোয়ার বিরুদ্ধে । ১৯ সেপ্টেম্বর বিকাল পাঁচটায় ম্যাচটি শুরু হবে । অপরদিকে , গ্রুপ পর্বের দ্বিতীয় তথা শেষ ম্যাচে ত্রিপুরার প্রতিপক্ষ বিদ্যা ভারতী স্কুল । ওই ম্যাচটিও বিকাল পাঁচটায় শুরু হবে । দুটো ম্যাচই হবে দিল্লীর বি আর আম্বেদকর স্টেডিয়ামে । আসরে বি গ্রুপে রয়েছে ত্রিপুরা । আসরে মোট উনিশটি টিম অংশগ্রহণ করেছে । যার মধ্যে পূর্বোত্তর রাজ্য ত্রিপুরা ছাড়াও রয়েছে আসাম , মণিপুর , মেঘালয় ও মিজোরাম । ২৯ টি টিমকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে । প্রতিটি গ্রুপ থেকে একটি করে টিম প্রি কোয়ার্টার ফাইনালে যাবে । আজ উদ্যোক্তাদের তরফে আসরের ক্রীড়াসূচি ঘোষণা করা হয়েছে । এদিকে , আসরে অংশগ্রহণ করতে অনূর্ধ্ব সতেরো মেয়েদের বিভাগে ত্রিপুরা স্পোর্টস স্কুল টিম বৃহস্পতিবার দিল্লীর উদ্দেশে রওয়ানা হয় । বৃহস্পতিবার আগরতলা থেকে বিকালের ট্রেনে আঠারো সদস্যক টিম দিল্লীর উদ্দেশ্যে রওয়ানা হয় । রাজ্য দলকে শুভেচ্ছা জানাতে বাধারঘাট রেলওয়ে স্টেশনে ছিলেন ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের কর্মকর্তারা । উল্লেখ্য , আগামী ১৯-২৮ সেপ্টেম্বর অনূর্ধ্ব সতেরো মেয়েদের বিভাগে এসএম কাপ স্কুল ফুটবল আসর হচ্ছে দিল্লীতে । সিয়ারি ত্রিপুরাকে দল নায়িকা ও মেরিনা জমাতিয়াকে সহ অধিনায়িকা করে মোট ষোল জনের টিম গঠন করা হয়েছে । সাথে রয়েছেন কোচ সুশান্ত দেববর্মা ও ম্যানেজার কল্পনা দেববর্মা । টিম ভালো খেলবে ও সফল হবে এমনটাই প্রত্যাশা টিমের ফুটবলারদের । তবে যা খবর , এস এম কাপ ফুটবলের জন্য ত্রিপুরা স্পোর্টস স্কুলের টিম ( বাধারঘাট ) খুব একটা ভালো হয়নি এবার । কারণ টিমে যে ষোলজন ফুটবলার রয়েছেন তাদের মধ্যে মাত্র তিনজন পুরানো অর্থাৎ সিনিয়র ফুটবলার । বাকিরা সবাই নতুন । এস এম কাপ সহ জাতীয় স্তরের ফুটবল টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা নেই এর মধ্যে অনেকেরই । রাজ্যে এস এম কাপ স্কুল আসরে চ্যাম্পিয়ন হবার সুবাদে দিল্লীতে খেলতে যাচ্ছে । এই অবস্থায় দিল্লীতে এস এম কাপ স্কুল ফুটবল টুর্নামেন্টটিতে এই টিম কতটা খেলতে পারবে তা নিয়ে অবশ্য আগ বাড়িয়ে কেউ কিছু বলতে চাইছে না । রাজ্যদলঃ কেয়া দেববর্মা , পৃথা ত্রিপুরা , মেরিনা জমাতিয়া , তনু বাগদি , সিরিয়া ত্রিপুরা , লোটারি জমাতিয়া , সম্ফারি জমাতিয়া , শায়েরী ত্রিপুরা , শ্রেয়া দেব , মলিনা রিয়াং , স্মৃতি জমাতিয়া , এলিশা দেববর্মা , সোহানি জমাতিয়া , সন্ধ্যা জমাতিয়া ও আদৃজা জমাতিয়া । ম্যানেজার কল্পনা দেববর্মা , কোচ সুশান্ত দেববর্মা ।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…