Categories: খেলা

দিল্লীতে ত্রিপুরার প্রথম প্রতিপক্ষ গোয়া, রওয়ানা দল

এই খবর শেয়ার করুন (Share this news)

দিল্লীতে ৬১ তম সুব্রত মুখার্জি কাপ অনূর্ধ্ব সতেরো মেয়েদের স্কুল ফুটবল আসরে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ত্রিপুরা লড়বে গোয়ার বিরুদ্ধে । ১৯ সেপ্টেম্বর বিকাল পাঁচটায় ম্যাচটি শুরু হবে । অপরদিকে , গ্রুপ পর্বের দ্বিতীয় তথা শেষ ম্যাচে ত্রিপুরার প্রতিপক্ষ বিদ্যা ভারতী স্কুল । ওই ম্যাচটিও বিকাল পাঁচটায় শুরু হবে । দুটো ম্যাচই হবে দিল্লীর বি আর আম্বেদকর স্টেডিয়ামে । আসরে বি গ্রুপে রয়েছে ত্রিপুরা । আসরে মোট উনিশটি টিম অংশগ্রহণ করেছে । যার মধ্যে পূর্বোত্তর রাজ্য ত্রিপুরা ছাড়াও রয়েছে আসাম , মণিপুর , মেঘালয় ও মিজোরাম । ২৯ টি টিমকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে । প্রতিটি গ্রুপ থেকে একটি করে টিম প্রি কোয়ার্টার ফাইনালে যাবে । আজ উদ্যোক্তাদের তরফে আসরের ক্রীড়াসূচি ঘোষণা করা হয়েছে । এদিকে , আসরে অংশগ্রহণ করতে অনূর্ধ্ব সতেরো মেয়েদের বিভাগে ত্রিপুরা স্পোর্টস স্কুল টিম বৃহস্পতিবার দিল্লীর উদ্দেশে রওয়ানা হয় । বৃহস্পতিবার আগরতলা থেকে বিকালের ট্রেনে আঠারো সদস্যক টিম দিল্লীর উদ্দেশ্যে রওয়ানা হয় । রাজ্য দলকে শুভেচ্ছা জানাতে বাধারঘাট রেলওয়ে স্টেশনে ছিলেন ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের কর্মকর্তারা । উল্লেখ্য , আগামী ১৯-২৮ সেপ্টেম্বর অনূর্ধ্ব সতেরো মেয়েদের বিভাগে এসএম কাপ স্কুল ফুটবল আসর হচ্ছে দিল্লীতে । সিয়ারি ত্রিপুরাকে দল নায়িকা ও মেরিনা জমাতিয়াকে সহ অধিনায়িকা করে মোট ষোল জনের টিম গঠন করা হয়েছে । সাথে রয়েছেন কোচ সুশান্ত দেববর্মা ও ম্যানেজার কল্পনা দেববর্মা । টিম ভালো খেলবে ও সফল হবে এমনটাই প্রত্যাশা টিমের ফুটবলারদের । তবে যা খবর , এস এম কাপ ফুটবলের জন্য ত্রিপুরা স্পোর্টস স্কুলের টিম ( বাধারঘাট ) খুব একটা ভালো হয়নি এবার । কারণ টিমে যে ষোলজন ফুটবলার রয়েছেন তাদের মধ্যে মাত্র তিনজন পুরানো অর্থাৎ সিনিয়র ফুটবলার । বাকিরা সবাই নতুন । এস এম কাপ সহ জাতীয় স্তরের ফুটবল টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা নেই এর মধ্যে অনেকেরই । রাজ্যে এস এম কাপ স্কুল আসরে চ্যাম্পিয়ন হবার সুবাদে দিল্লীতে খেলতে যাচ্ছে । এই অবস্থায় দিল্লীতে এস এম কাপ স্কুল ফুটবল টুর্নামেন্টটিতে এই টিম কতটা খেলতে পারবে তা নিয়ে অবশ্য আগ বাড়িয়ে কেউ কিছু বলতে চাইছে না । রাজ্যদলঃ কেয়া দেববর্মা , পৃথা ত্রিপুরা , মেরিনা জমাতিয়া , তনু বাগদি , সিরিয়া ত্রিপুরা , লোটারি জমাতিয়া , সম্ফারি জমাতিয়া , শায়েরী ত্রিপুরা , শ্রেয়া দেব , মলিনা রিয়াং , স্মৃতি জমাতিয়া , এলিশা দেববর্মা , সোহানি জমাতিয়া , সন্ধ্যা জমাতিয়া ও আদৃজা জমাতিয়া । ম্যানেজার কল্পনা দেববর্মা , কোচ সুশান্ত দেববর্মা ।

Dainik Digital

Recent Posts

জম্মু-কাশ্মীররে উরি সেক্টরে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত ২ জঙ্গি!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার চব্বিশ ঘন্টা অতিক্রম হতে না হতেই জম্মু-কাশ্মীররে উরি সেক্টরে জঙ্গিদের সঙ্গে…

4 hours ago

আমিত্বের আস্ফালন!!

নবরূপে কি ফিরে আসছে ফ্যাসিবাদ? তা না হলে জনতার ভোটে নির্বাচিত নির্বাচিত হয়ে আসার মাত্র…

6 hours ago

গুণগত শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-গুণগত শিক্ষাপ্রদান করা সম্ভব না হলে শিক্ষার কোনও মূল্যই থাকে না। মঙ্গলবার আমতলি…

7 hours ago

চিটফান্ডের অর্থ ফেরত,সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলো উচ্চ আদালতে!!

অনলাইন প্রতিনিধি :-চিটফান্ডগুলি দ্বারা প্রতারিত হাজার হাজার গ্রাহকদের কাছ থেকে আত্মসাৎ করা অর্থের সুলুকসন্ধানে সিবিআই…

7 hours ago

কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হানা!!

অনলাইন প্রতিনিধি :-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলে পড়ল জঙ্গিরা। কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গিরা এলোপাথাড়ি গুলি…

1 day ago

রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট দাবি নিয়ে নীতিন সাক্ষাতে বিপ্লব!!

অনলাইন প্রতিনিধি :- জাতীয় সড়ক এনএইচ-৮ -এর ভগ্নাবস্থায় বিভিন্ন অংশ দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের…

1 day ago