Categories: খেলা

দিল্লীতে ত্রিপুরার প্রথম প্রতিপক্ষ গোয়া, রওয়ানা দল

এই খবর শেয়ার করুন (Share this news)

দিল্লীতে ৬১ তম সুব্রত মুখার্জি কাপ অনূর্ধ্ব সতেরো মেয়েদের স্কুল ফুটবল আসরে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ত্রিপুরা লড়বে গোয়ার বিরুদ্ধে । ১৯ সেপ্টেম্বর বিকাল পাঁচটায় ম্যাচটি শুরু হবে । অপরদিকে , গ্রুপ পর্বের দ্বিতীয় তথা শেষ ম্যাচে ত্রিপুরার প্রতিপক্ষ বিদ্যা ভারতী স্কুল । ওই ম্যাচটিও বিকাল পাঁচটায় শুরু হবে । দুটো ম্যাচই হবে দিল্লীর বি আর আম্বেদকর স্টেডিয়ামে । আসরে বি গ্রুপে রয়েছে ত্রিপুরা । আসরে মোট উনিশটি টিম অংশগ্রহণ করেছে । যার মধ্যে পূর্বোত্তর রাজ্য ত্রিপুরা ছাড়াও রয়েছে আসাম , মণিপুর , মেঘালয় ও মিজোরাম । ২৯ টি টিমকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে । প্রতিটি গ্রুপ থেকে একটি করে টিম প্রি কোয়ার্টার ফাইনালে যাবে । আজ উদ্যোক্তাদের তরফে আসরের ক্রীড়াসূচি ঘোষণা করা হয়েছে । এদিকে , আসরে অংশগ্রহণ করতে অনূর্ধ্ব সতেরো মেয়েদের বিভাগে ত্রিপুরা স্পোর্টস স্কুল টিম বৃহস্পতিবার দিল্লীর উদ্দেশে রওয়ানা হয় । বৃহস্পতিবার আগরতলা থেকে বিকালের ট্রেনে আঠারো সদস্যক টিম দিল্লীর উদ্দেশ্যে রওয়ানা হয় । রাজ্য দলকে শুভেচ্ছা জানাতে বাধারঘাট রেলওয়ে স্টেশনে ছিলেন ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের কর্মকর্তারা । উল্লেখ্য , আগামী ১৯-২৮ সেপ্টেম্বর অনূর্ধ্ব সতেরো মেয়েদের বিভাগে এসএম কাপ স্কুল ফুটবল আসর হচ্ছে দিল্লীতে । সিয়ারি ত্রিপুরাকে দল নায়িকা ও মেরিনা জমাতিয়াকে সহ অধিনায়িকা করে মোট ষোল জনের টিম গঠন করা হয়েছে । সাথে রয়েছেন কোচ সুশান্ত দেববর্মা ও ম্যানেজার কল্পনা দেববর্মা । টিম ভালো খেলবে ও সফল হবে এমনটাই প্রত্যাশা টিমের ফুটবলারদের । তবে যা খবর , এস এম কাপ ফুটবলের জন্য ত্রিপুরা স্পোর্টস স্কুলের টিম ( বাধারঘাট ) খুব একটা ভালো হয়নি এবার । কারণ টিমে যে ষোলজন ফুটবলার রয়েছেন তাদের মধ্যে মাত্র তিনজন পুরানো অর্থাৎ সিনিয়র ফুটবলার । বাকিরা সবাই নতুন । এস এম কাপ সহ জাতীয় স্তরের ফুটবল টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা নেই এর মধ্যে অনেকেরই । রাজ্যে এস এম কাপ স্কুল আসরে চ্যাম্পিয়ন হবার সুবাদে দিল্লীতে খেলতে যাচ্ছে । এই অবস্থায় দিল্লীতে এস এম কাপ স্কুল ফুটবল টুর্নামেন্টটিতে এই টিম কতটা খেলতে পারবে তা নিয়ে অবশ্য আগ বাড়িয়ে কেউ কিছু বলতে চাইছে না । রাজ্যদলঃ কেয়া দেববর্মা , পৃথা ত্রিপুরা , মেরিনা জমাতিয়া , তনু বাগদি , সিরিয়া ত্রিপুরা , লোটারি জমাতিয়া , সম্ফারি জমাতিয়া , শায়েরী ত্রিপুরা , শ্রেয়া দেব , মলিনা রিয়াং , স্মৃতি জমাতিয়া , এলিশা দেববর্মা , সোহানি জমাতিয়া , সন্ধ্যা জমাতিয়া ও আদৃজা জমাতিয়া । ম্যানেজার কল্পনা দেববর্মা , কোচ সুশান্ত দেববর্মা ।

Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

1 hour ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

2 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

2 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

3 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

3 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

3 hours ago