Categories: খেলা

দিল্লীতে ত্রিপুরার প্রথম প্রতিপক্ষ গোয়া, রওয়ানা দল

এই খবর শেয়ার করুন (Share this news)

দিল্লীতে ৬১ তম সুব্রত মুখার্জি কাপ অনূর্ধ্ব সতেরো মেয়েদের স্কুল ফুটবল আসরে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ত্রিপুরা লড়বে গোয়ার বিরুদ্ধে । ১৯ সেপ্টেম্বর বিকাল পাঁচটায় ম্যাচটি শুরু হবে । অপরদিকে , গ্রুপ পর্বের দ্বিতীয় তথা শেষ ম্যাচে ত্রিপুরার প্রতিপক্ষ বিদ্যা ভারতী স্কুল । ওই ম্যাচটিও বিকাল পাঁচটায় শুরু হবে । দুটো ম্যাচই হবে দিল্লীর বি আর আম্বেদকর স্টেডিয়ামে । আসরে বি গ্রুপে রয়েছে ত্রিপুরা । আসরে মোট উনিশটি টিম অংশগ্রহণ করেছে । যার মধ্যে পূর্বোত্তর রাজ্য ত্রিপুরা ছাড়াও রয়েছে আসাম , মণিপুর , মেঘালয় ও মিজোরাম । ২৯ টি টিমকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে । প্রতিটি গ্রুপ থেকে একটি করে টিম প্রি কোয়ার্টার ফাইনালে যাবে । আজ উদ্যোক্তাদের তরফে আসরের ক্রীড়াসূচি ঘোষণা করা হয়েছে । এদিকে , আসরে অংশগ্রহণ করতে অনূর্ধ্ব সতেরো মেয়েদের বিভাগে ত্রিপুরা স্পোর্টস স্কুল টিম বৃহস্পতিবার দিল্লীর উদ্দেশে রওয়ানা হয় । বৃহস্পতিবার আগরতলা থেকে বিকালের ট্রেনে আঠারো সদস্যক টিম দিল্লীর উদ্দেশ্যে রওয়ানা হয় । রাজ্য দলকে শুভেচ্ছা জানাতে বাধারঘাট রেলওয়ে স্টেশনে ছিলেন ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের কর্মকর্তারা । উল্লেখ্য , আগামী ১৯-২৮ সেপ্টেম্বর অনূর্ধ্ব সতেরো মেয়েদের বিভাগে এসএম কাপ স্কুল ফুটবল আসর হচ্ছে দিল্লীতে । সিয়ারি ত্রিপুরাকে দল নায়িকা ও মেরিনা জমাতিয়াকে সহ অধিনায়িকা করে মোট ষোল জনের টিম গঠন করা হয়েছে । সাথে রয়েছেন কোচ সুশান্ত দেববর্মা ও ম্যানেজার কল্পনা দেববর্মা । টিম ভালো খেলবে ও সফল হবে এমনটাই প্রত্যাশা টিমের ফুটবলারদের । তবে যা খবর , এস এম কাপ ফুটবলের জন্য ত্রিপুরা স্পোর্টস স্কুলের টিম ( বাধারঘাট ) খুব একটা ভালো হয়নি এবার । কারণ টিমে যে ষোলজন ফুটবলার রয়েছেন তাদের মধ্যে মাত্র তিনজন পুরানো অর্থাৎ সিনিয়র ফুটবলার । বাকিরা সবাই নতুন । এস এম কাপ সহ জাতীয় স্তরের ফুটবল টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা নেই এর মধ্যে অনেকেরই । রাজ্যে এস এম কাপ স্কুল আসরে চ্যাম্পিয়ন হবার সুবাদে দিল্লীতে খেলতে যাচ্ছে । এই অবস্থায় দিল্লীতে এস এম কাপ স্কুল ফুটবল টুর্নামেন্টটিতে এই টিম কতটা খেলতে পারবে তা নিয়ে অবশ্য আগ বাড়িয়ে কেউ কিছু বলতে চাইছে না । রাজ্যদলঃ কেয়া দেববর্মা , পৃথা ত্রিপুরা , মেরিনা জমাতিয়া , তনু বাগদি , সিরিয়া ত্রিপুরা , লোটারি জমাতিয়া , সম্ফারি জমাতিয়া , শায়েরী ত্রিপুরা , শ্রেয়া দেব , মলিনা রিয়াং , স্মৃতি জমাতিয়া , এলিশা দেববর্মা , সোহানি জমাতিয়া , সন্ধ্যা জমাতিয়া ও আদৃজা জমাতিয়া । ম্যানেজার কল্পনা দেববর্মা , কোচ সুশান্ত দেববর্মা ।

Dainik Digital

Recent Posts

রাজ্যে পরিকল্পিত বিদ্যুৎ নাশকতায়, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা কঠোর বার্তা বিদ্যুৎমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের বিভিন্ন বিদ্যুৎ পরিষেবায় ধারাবাহিক বিঘ্ন ঘটায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। ঘনঘন…

18 hours ago

এক পক্ষ ও তৃতীয় পক্ষ!!

পাকিস্তানের সহিত যুদ্ধ বিরতি লইয়া ভারতীয় সামাজিক মাধ্যমে এই সময়ে তোলপাড় চলিতেছে।যদিও একাংশ সংবাদ মাধ্যম…

18 hours ago

ট্রমা, রেডিওলজি সহ গুরুত্বপূর্ণ বিভাগে বিদ্যুৎ বিপর্যয়ে চরম দুর্ভোগ!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে রোগীর যন্ত্রণার শেষ নেই।হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা নিয়েও রোগীকে প্রচণ্ড…

19 hours ago

২০ দিন পর মুক্তি পেলেন ভারতীয় বিএসএফ জওয়ান!!

অনলাইন প্রতিনিধি :-ভুল করে’ সীমান্ত পার করে পাক সীমান্তে ঢুকে পড়েছিলেন ভারতের বিএসএফ জওয়ান পূর্ণম…

19 hours ago

বিদ্যালয়ের অডিটোরিয়াম উদ্বোধন করেন বিপ্লব দেব!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার উত্তরপ্রদেশের হাপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শে পরিচালিত শ্রীমতী ব্রহ্মদেবী সরস্বতী বালিকা বিদ্যামন্দির…

20 hours ago

ফের বৈঠকে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি !!

অনলাইন প্রতিনিধি :-বৈঠকে বসছে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সকাল ১১টায় বৈঠকে…

20 hours ago