অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নির্দেশিকা নিয়ে উদ্ভুত পরিস্থিতি নিরসনে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার হস্তক্ষেপের পর নির্ধারিত সূচী অনুযায়ী সোমবার দিল্লীতে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুরের সাথে বৈঠক করে রাজ্য থেকে যাওয়া সাংবাদিকদের একটি প্রতিনিধি দল।উদ্ভুত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রবিবারই রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা এই ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রীর সাথে কথা বলেন।মুখ্যমন্ত্রীর অনুরোধেই সোমবার সন্ধ্যা সাতটায় রাজ্যের সাংবাদিক প্রতিনিধিদের সাথে বৈঠক চুড়ান্ত হয়।সেই মতো সোমবার সকালে ১১ সদস্যের একটি সাংবাদিক প্রতিনিধি দল দিল্লী যায়।সন্ধ্যায় তারা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরে সাথে বৈঠক করেন।বৈঠকে স্থানীয় ক্যাবল টিভি চ্যানেলের সম্প্রচার সংক্রান্ত উদ্ভুত সমস্যা নিরসনে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা কালে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ঠাকুর স্থানীয় ক্যাবল টিভি চ্যানেলের সম্প্রচার সংক্রান্ত জটিলতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা ও এই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে সমস্যা নিরসনের জন্য তাঁকে অনুরোধ করেছেন বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।এদিন আলোচনাকালে রাজ্যের প্রতিনিধিরা জানান, ত্রিপুরার মতো প্রান্তিক রাজ্যে কোনও স্যাটেলাইট চ্যানেল নেই।ফলে ত্রিপুরায় ক্যাবল চ্যানেলের সম্প্রচার গণ যোগাযোেগ এবং বৈদ্যুতিন প্রচারের একমাত্র মাধ্যম। অন্য রাজ্যগুলির মতো টেলিভিশন সম্প্রচারের ব্যবস্থাপনা ত্রিপুরায় নেই। স্যাটেলাইট চ্যানেল পরিচালনার মতো সার্বিক সামর্থ এখনও ত্রিপুরা রাজ্যে গড়ে ওঠেনি।ফলে এমএসও-র মাধ্যমে নথিভুক্ত হয়ে কিংবা কোম্পানি আইনে নিবন্দিকরণের মধ্য দিয়ে ক্যাবল চ্যানেল চালানো কার্যত অসম্ভব।তাই পরিস্থিতি বিবেচনা করে ত্রিপুরাকে চলমান এই নিবন্ধীকরণ প্রক্রিয়া থেকে বাইরে রাখার অনুরোধ জানান প্রতিনিধিরা। কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের প্রতিনিধিদের যাবতীয় বক্তব্য দীর্ঘসময় ধৈর্য সহকারে শোনেন।সব কথা শুনে কেন্দ্রীয় মন্ত্রী এই সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দেন।অপরদিকে কেন্দ্রীয় মন্ত্রী ভুয়ো খবর,অনৈতিক সাংবাদিকতার ক্রমবর্ধমান ঘটনাপ্রবাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এক্ষেত্রে ত্রিপুরার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। আলোচনার নির্যাস ফলপ্রসূ বলে জানিয়েছেন সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা।এদিন ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটি এবং এওজি, এই দুটি সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।দুটি সংগঠনের প্রতিনিধিরাই কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এবং রাজ্যের খ্যমন্ত্রী ডা. মানিক সাহাকে ধন্যবাদ জানিয়েছেন।
অনলাইন প্রতিনিধি :-পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গিঘাঁটি ভারতীয় সেনা গুঁড়িয়ে দেওয়ার পর একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের…
অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র।২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা পরপাকিস্তানের বিরুদ্ধে…
শূন্য কলসি বাজে বেশি,আশৈশব এই বাক্যটি পাঠ্যে পড়ে বেড়ে উঠেছি আমরা সকলে।এখন পাক ফৌজির হম্বি…
অনলাইন প্রতিনিধি :-মে মাসের মাঝামাঝি ক্রোয়েশিয়া, নরওয়ে ও নেদারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র…
অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানে ভারতের হামলায় মৃত বেড়ে ২৬। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক জানিয়েছেন,…
অনলাইন প্রতিনিধি :;মঙ্গলবার সারা রাজ্যে একাধিক অনুষ্ঠানের মাধ্যমে গত বছর রাজ্যের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের…