দিল্লী গেলেন মুখ্যমন্ত্রী!!

 দিল্লী গেলেন মুখ্যমন্ত্রী!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয় সরকার ও ত্রিপুরা সরকার নিষিদ্ধ ঘোষিত বৈরী সংগঠন এনএলএফটি এবং এটিটিএফের সাথে বুধবার শান্তি চুক্তিতে স্বাক্ষর করতে চলেছে। যার লক্ষ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা মঙ্গলবার দিল্লী ছুটে গেছেন।
বুধবার নয়াদিল্লীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে ভারত সরকার, ত্রিপুরা সরকার এবং ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা (এনএলএফটি) ও অল ত্রিপুরা টাইগার ফোর্স (এটিটিএফ)-র প্রতিনিধিদের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। মুখ্যমন্ত্রী ডা. সাহা এবং ত্রিপুরা সরকারের স্বরাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ‘মৌ স্বাক্ষরের সময় উপস্থিত থাকবেন।কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সন্ত্রাসবাদ, সহিংসতা ও সংঘাতমুক্ত উন্নত উত্তর-পূর্বের স্বপ্ন পূরণে কাজ করছে।প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার উত্তর-পূর্বে শান্তি ও সমৃদ্ধি আনতে বারোটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে।যার মধ্যে তিনটি ত্রিপুরা রাজ্যের সাথে সম্পর্কিত।মোদি সরকারের এমন বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরের কারণে প্রায় দশ হাজার মানুষ অস্ত্র ছেড়ে মূল স্রোতে যোগ দিয়েছে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.