২০২৪ ইংরেজি বছর প্রায় শেষের পথে।নতুন বছর দোরগোড়ায়।ইংরেজি নয়া বছরের শুরুতেই দেশের রাজধানী অঞ্চল দিল্লীতে বিধানসভা ভোট।গত দশ বছর ধরে দিল্লীতে আম আদমি পার্টির সরকার। এবারের বিধানসভা ভোটে সেই আম আদমি পার্টি হ্যাটট্রিক করতে পারে কিনা তাই দেখার।চলতি বছর লোকসভা নির্বাচন দিল্লীতে ৭ টি লোকসভা আসনের মধ্যে ৭ টি আসনেই বিজেপি জয়ী হয়েছে। আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে জোট শুরু সত্ত্বেও বিজেপি লোকসভা নির্বাচনে একতরফাভাবে ৭টি আসনেই জয়ী হয়।তাতে অবশ্য রাজনৈতিক মহল বেশ অবাকই হয়েছিলো।এবার তাই সব নজর দিল্লী বিধানসভা নির্বাচনের দিকে। এবারের নির্বাচন অনেক দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিজেপি, কংগ্রেস এবং আম আদমি পার্টির কাছে। বিজেপি অনেকদিন ধরে দিল্লীতে ক্ষমতার বাইরে। তেমনি শীলা দীক্ষিত জমানার পর দিল্লীর গদি কংগ্রেসের কাছেও অধরা। গত দশ বছর ধরে দিল্লীর ক্ষমতায় আম আদমি পার্টি। কিন্তু সেই আম আদমি পার্টিকে নানাভাবে হেনস্তা করতে থাকে কেন্দ্রের শাসক বিজেপি। দিল্লীতে লিকার কেলেঙ্কারি বহুচর্চিত একটি বিষয়। এই লিকার কেলেঙ্কারি অর্থাৎ আবগারি কেলেঙ্কারি নিয়ে খোদ মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী সহ অন্য মন্ত্রী এমনকী আম আদমি পার্টির সাংসদকেও পর্যন্ত জেলে যেতে হয়েছে। এছাড়া গত কয়েক বছর ধরে কেন্দ্রীয় সরকারের সাথে দিল্লীর আম আদমি সরকারের নানা কোন্দল সময়ে সময়ে প্রকাশ্যে এসে গেছিল। ফলে আম আদমি পার্টির সরকারকে নানাভাবে হেনস্তার অভিযোগ ওঠে কেন্দ্রের শাসক বিজেপির বিরুদ্ধে।এরই মধ্যে লোকসভা ভোটের আগের মুহূর্তে কংগ্রেসের সাথে আম আদমি পার্টির জোট হয়। ফলে ধরে নেওয়া হয়েছিলো দিল্লীতে বিজেপিকে ভাল ফাইট দেবে ইন্ডিয়া জোট। কিন্তু ফলাফল বিজেপির পক্ষে গেছে ৭-০। এরই মধ্যে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জেলে যেতে হয় আবগারি দুর্নীতি মামলায়। কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তেমন কোন জুতসই তথ্য জোগাড় করতে পারেনি তদন্তকারী সংস্থা ইডি। ফলে কেজরিওয়ালকে জামিনে ছাড়তে হয়।
যদিও কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন জেল থেকে বেরিয়ে এবং তার পরিবর্তে মুখ্যমন্ত্রী হন আম আদমি পার্টির অপর নেত্রী অতীশী। এবার দিল্লীতে বিধানসভা ভোটের ঢাকে কাঠি পড়তে বাকি। নয়া বছরের গোড়াতেই হয়তো দিল্লী বিধানসভা ভোটের বাদ্যি বেজে যাবে। ৭০ আসন বিশিষ্ট দিল্লী বিধানসভায় গত ২টি নির্বাচনে আম আদমি পার্টি বিপুল জয় পায়। এবার কিন্তু পরিস্থিতি ভিন্ন। বিজেপি এবার দিল্লীকে টার্গেট করেছে।আম আদমি পার্টিকে দুর্নীতিগ্রস্ত পার্টি আখ্যা দিয়ে বিজেপি এবার ভোটে যাবে। উপরন্তু কংগ্রেস এবার আলাদাভাবে ভোটে লড়বে। ফলে প্রতিযোগিতা হবে ত্রিমুখী।
সুতরাং কার লাভ হবে এই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় তা নির্ভর করবে সময়ের উপরই। ইতোমধ্যেই আম আদমি পার্টি তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে এবং ঘোষণা করে দিয়েছে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, অতীশী প্রমুখের নাম রয়েছে। কংগ্রেস ২১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। বিজেপি কোনও প্রার্থী তালিকা এখনও ঘোষণা করেনি। ফলে সরকারীভাবে নির্বাচন ঘোষণা না হলেও দিল্লীতে কিন্তু ভোটের দামামা বেজে গেছে। দিল্লীতে এবার বিধানসভা ভোট বেশ চমকপ্রদ হতে চলেছে। বিশেষ করে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় কার লাভ কার ক্ষতি এ নিয়ে রাজনৈতিক মহলে এখন থেকেই জোর চর্চা শুরু হয়েছে। বিশেষ করে কংগ্রেসের ফলাফলের উপর দিল্লীতে আম আদমি পার্টি কিংবা বিজেপির জেতা না জেতা নির্ভর করছে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ কংগ্রেস এবার ফ্যাক্টর হতে চলেছে।কেননা সাধারণত সব রাজনৈতিক মহলে আলোচনা চলে যে, শাসকের বিরুদ্ধে যখন ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয় তাতে আখেরে শাসক দলেরই লাভ হয়। এক্ষেত্রে এবার শাসক আম আদমি পার্টি সেই লাভের সুফল ঘরে তুলতে পারবে কিনা তাই দেখার। দিল্লীর ভোট সেই নিরিখে আম আদমি পার্টির কাছে মরণ বাঁচন লড়াই। এবার যদি আম আদমি পার্টি দিল্লী দখলে অসমর্থ হয় তাহলে তাদের ভবিষ্যৎ আগামীতে খুব একটা সুখকর হবে বলে মনে হয় না।
অনলাইন প্রতিনিধি :-বর্তমান যুগে হৃদরোগ জনিত সমস্যা ক্রমশ বেড়ে চলেছে।এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ও জীবনঘাতী…
অনলাইন প্রতিনিধি :-বর্তমানে রাজ্যেনয়টি ল্যান্ড কাস্টম স্টেশন রয়েছে।কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নয়টি ল্যান্ড কাস্টম স্টেশনকে…
অনলাইন প্রতিনিধি :-২০২৮ সালে বিধানসভা নির্বাচনেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারলেই, আমাদের…
অনলাইন প্রতিনিধি:-তপন স্মৃতি নকআউট ক্রিকেটের দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!খেলার…
নজিরবিহীন গরমের মুখোমুখি রাজ্য। মার্চ মাসের শেষ দিকে গরমের এই প্রকোপ এককথায় নজিরবিহীন।এজন্য আবহাওয়া দপ্তরকে…
অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…