ফের দিল্লী যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এখন পর্যন্ত যতটুকু খবর , নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠকে যোগ দিতে আগামী ৪ আগষ্ট মমতা দিল্লী যাচ্ছেন । সেই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ হবে তার । রাজনৈতিক এবং বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রের খবর , দিল্লীর এই সফরে প্রধানমন্ত্রী মোদির সাথে মমতার একান্ত বৈঠক হওয়ারও সম্ভাবনা রয়েছে । নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথেও সাক্ষাতের কথা রয়েছে তার । তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে , মমতার আসন্ন দিল্লী সফর ঘিরে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে । বিশেষ করে তৃণমূল বিরোধীরা তো একপ্রকার হামলে পড়েছেন ।
আর এতেই রাজনৈতিক চর্চা তুঙ্গে উঠেছে । সম্প্রতি এসএসসি নিয়োগ কেলেঙ্কারি থেকে শুরু করে একাধিক দুর্নীতি কাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মতো হেভিওয়েট নেতার গ্রেপ্তার , মন্ত্রিসভা থেকে শুরু করে দল থেকে বহিষ্কার , পার্থ চট্টোপাধ্যায়ের অতি ঘনিষ্ঠ বান্ধবীর ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা , গয়না উদ্ধার হওয়া , প্রচুর সম্পত্তির হদিশ ইত্যাদি নানা ঘটনায় প্রবল চাপে মমতা ও তার দল । এই পরিস্থিতিতে এবং এইসব ঘটনার পর বঙ্গনেত্রীর দিল্লী সফর ঘিরে প্রশ্ন তুলেছে অনেকেই । মমতার এই দিল্লী সফর ঘিরে সুর চড়িয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী , বিকাশ ভট্টাচার্যরা
সুজনবাবু বলেন , ‘ এতদিন তো মুখ্যমন্ত্রীকে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দেখা যায়নি । এমন কি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক হলেও এড়িয়ে যেতেন । এখন কী এমন পরিস্থিতি তৈরি হলো যে , তাকে হন্তদন্ত হয়ে দিল্লী ছুটতে হচ্ছে ? আসলে এখন তিনি দুর্নীতি নিয়ে আঁতাত করবেন বলেই নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন । এই গোপন আঁতাতের একটা পর্ব সম্প্রতি দার্জিলিংয়ে সম্পন্ন হয়েছে । সেখানে তিনি ( মমতা ) প্রধানমন্ত্রীর দূত তথা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সাথে অর্ধেক বোঝাপড়া সেরে রেখেছেন । আর বাকিটা সারতে দিল্লী যাচ্ছেন । ‘
একই সুরে তোপ দাগিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী । তিনি বলেন , ‘ আমার ধারণা , এই পরিস্থিতিতে তিনি গোপন আঁতাত করতে যাচ্ছেন । দার্জিলিংয়ে বৈঠকে উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থীকে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন । এখন পরিস্থিতি থেকে উত্তরণের পথ খুঁজতে যাচ্ছেন । ‘ বাম – কংগ্রেসের নেতৃত্বের এই অভিযোগ উড়িয়ে বিজেপি দাবি করেছে , ‘ মমতা পরিবারকে বাঁচাতে আগেও চেষ্টা করেছিলেন । অতীতে কোনও লাভ হয়নি , এবারও কোনও হবে না । ‘- এই প্রসঙ্গে বাম নেতা সুজন চক্রবর্তী বেশ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন ।
তিনি বলেছেন , ‘ পার্থবাবু শুক্রবার তার দল থেকে বহিষ্কার প্রসঙ্গে জানিয়েছেন — মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত সঠিক । তার মানে পার্থ চট্টোপাধ্যায় এখনও মমতার উপর ভরসা রাখছেন । আর এই ভরসা রাখার পেছনে একাধিক কারণ রয়েছে । কারণ তিনি জানেন , এর আগেও নারদা-সারদা কাণ্ডে সিবিআই বা ইডি শেষ পর্যন্ত কিছুই করেনি । দিল্লীর সাথে বোঝাপড়া করে মমতা এগুলি সামলে নিয়েছেন । তাই এবারও মমতার উপরই ভরসা রাখছেন পার্থবাবু । সুজনবাবুর আরও বক্তব্য , সারদা – নারদা তদন্ত ঠিকমতো হলে নবান্ন ফাঁকা হয়ে যেতো । কিছুই হয়নি । এমনকি সংসদের এথিক্স কমিটিও কিছু করেনি ।
তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে , মমতার দিল্লী থাকাকালীনই আগামী ৬ আগস্ট উপরাষ্ট্রপতি নির্বাচন হবে । অনেকে মনে করছে , উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল শেষ পর্যন্ত ভোটদানে পক্ষ নেবে । তবে শুক্রবার তৃণমুলের পক্ষে দাবি করা হয়েছে এমন সম্ভাবনা নেই । কেন না , একবার যে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে , তা পরিবর্তন করলে ভুল বার্তা যেতে পারে ।
রাজনৈতিক মহলের একটি অংশের মতে , উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে ভোট না দিলেও , দিল্লী সফরে মমতা ফের একবার বিরোধী ঐক্যের বার্তা দেবেন । কিন্তু প্রশ্ন হচ্ছে , মমতার সেই বার্তা বিরোধী দলগুলি আদৌ কি আমল দেবে ? কেন না , সাম্প্রতিককালে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনাক্রমে মমতা সম্পর্কে বিরোধীদের বিশ্বাসে চিড় ধরেছে । বিশ্বাসযোগ্যতা নিয়ে উঠেছে প্রশ্ন । দিল্লী সফরে সেই বিশ্বাসযোগ্যতা ফের পুণরুদ্ধার করতে পারেন কি না ? সেটাই এখন দেখার ।
অনলাইন প্রতিনিধি :-বর্তমান যুগে হৃদরোগ জনিত সমস্যা ক্রমশ বেড়ে চলেছে।এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ও জীবনঘাতী…
অনলাইন প্রতিনিধি :-বর্তমানে রাজ্যেনয়টি ল্যান্ড কাস্টম স্টেশন রয়েছে।কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নয়টি ল্যান্ড কাস্টম স্টেশনকে…
অনলাইন প্রতিনিধি :-২০২৮ সালে বিধানসভা নির্বাচনেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারলেই, আমাদের…
অনলাইন প্রতিনিধি:-তপন স্মৃতি নকআউট ক্রিকেটের দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!খেলার…
নজিরবিহীন গরমের মুখোমুখি রাজ্য। মার্চ মাসের শেষ দিকে গরমের এই প্রকোপ এককথায় নজিরবিহীন।এজন্য আবহাওয়া দপ্তরকে…
অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…