দীপাবলিতেও ভারী বর্ষণের সতর রাজ্যে

 দীপাবলিতেও ভারী বর্ষণের সতর রাজ্যে
এই খবর শেয়ার করুন (Share this news)

দুর্গাপুজোর পর এবার কালীপুজোও বৃষ্টিতে ভেস্তে যেতে বসেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, কালীপুজোয় এবার বৃষ্টি থাকবে। আগামী ২৪ এবং ২৫অক্টোবর রাজ্যে ভারী বর্ষণের পূর্বাভাষ জারি করেছে আবহাওয়া দপ্তর। ফলে দেওয়ালি উৎসব এবার মাঠে মারা যাবার উপক্রম দেখা দিয়েছে দুর্গাপুজোর মতোই। এই মুহূর্তে উত্তর আন্দামান সাগর সহ সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত অবস্থান করছে। এটি নিম্নচাপে পরিণত হতে চলেছে আগামীকাল শনিবার নাগাদ। পরবর্তী সময় আগামী রবিবার তা গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। এরপর তা ক্রমেই ঘূর্ণিঝড়ের রূপ নিতে চলেছে। পরবর্তী সময় ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের দিকে অগ্রসর হবে ২৪-২৫ অক্টোবর নাগাদ। এর প্রভাব পড়বে রাজ্যের উপরও। আবহাওয়া দপ্তর তাই ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যে আগামী ২৪-২৫ অক্টোবর ভারী থেকে অতিভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। এর ফলে এবার কালীপুজো এবং দেওয়ালি ঘূর্ণিঝড়ের দাপটে বৃষ্টিপাতে ভেস্তে যেতে বসে বসছে। ভারী বর্ষণে ক্ষয়ক্ষতির আশঙ্কা করে রাজ্যে প্রশাসনের তরফে বিপর্যয় মোকাবেলা দপ্তরকে সতর্ক করে দিয়েছে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.