দীপাবলিতে অতিরিক্ত যাত্রীট্রেন চলবে রাজ্যে
দীপাবলি উৎসব উপলক্ষে বাড়তি যাত্রীচাপ ২৩ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত চারদিন বিশেষ যাত্রীট্রেন চলাচল করবে রাজ্যে। উল্লেখিত দিনগুলিতে আগরতলা-সাব্রুম, সাব্রুম আগরতলা এবং আগরতলা-ধর্মনগর, ধর্মনগর-আগরতলার মধ্যে এক জোড়া করে দুইজোড়া ট্রেন চলাচল করবে। একই সঙ্গে উভয় দিকের নিয়মিত ট্রেনগুলিও নির্ধারিত নিয়মিত যথারীতি চলাচল করবে। ত্রিপুরা রাজ্য প্রশাসনের অনুরোধে উত্তর পূর্ব সীমান্ত রেলের তরফে বিশেষ যাত্রীট্রেন চলাচলের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাপ্ত সূচি অনুসারে ০৭৬৮৭ নম্বরের দিনের প্রথম যাত্রীট্রেনটি সকাল ৫.২0 মিনিটে আগরতলা থেকে ধর্মনগরের উদ্দেশে যাত্রা করবে। ট্রেনটি ধর্মনগরে পৌঁছবে সকাল ৮.৪৫ মিনিটে। ধর্মনগর থেকে ০৭৬৮৮ নম্বরের বিশেষ এক্সপ্রেস ট্রেনটি যাত্রা শুরু করবে সকাল ১০.৩৫ মিনিটে। ট্রেনটি আগরতলায় আসবে দুপুর ২টায়। দুপুর ২.১৫ মিনিটে ০৭৬৮৫ নম্বরের বিশেষ এক্সপ্রেস ট্রেনটি আগরতলা থেকে সাব্রুমের উদ্দেশে যাত্রা করবে। ট্রেনটি সাব্রুম পৌঁছবে বিকাল ৪.৩৫ মিনিটে। ০৭৬৮৬ নম্বরের বিশেষ এক্সপ্রেস ট্রেনটি সাব্রুম থেকে আগরতলার উদ্দেশে যাত্রা করবে সন্ধ্যা ৫ টায়। ট্রেনটি আগরতলায় আসবে সন্ধ্যা ৭.৩৫ মিনিটে। উল্লেখিত উভয় দিকের ট্রেনগুলিতে মোট সাতটি করে কোচ থাকবে। আসলে রাজ্যের গোমতী জেলা সদর উদয়পুরস্থিত মাতাবাড়ি ত্রিপুরেশ্বরী মন্দির ও কূর্মপীঠ ঘিরে আয়োজিত উৎসব ও মেলা উপলক্ষে অতিরিক্ত ট্রেন চালানো হবে। কেননা দীপাবলি উৎসব ঘিরে লক্ষাধিক লোকের সমাবেশ হয় মাতাবাড়িতে। আগরতলা, ধর্মনগর, সাব্রুম, বিলোনীয়া, বিশালগড় সহ রাজ্যের বিভিন্ন অংশের লোক সমাগম ঘটে এই উৎসব ও মেলায়। সমাগম ঘটে বহিঃরাজ্য এবং বহিঃবিশ্বের মানুষেরও। এ কারণেই সীমান্ত রেলের উদ্যোগে অতিরিক্ত যাত্রীট্রেনের ব্যবস্থা করা হয়েছে।