দীপাবলি উৎসব উপলক্ষে বাড়তি যাত্রীচাপ ২৩ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত চারদিন বিশেষ যাত্রীট্রেন চলাচল করবে রাজ্যে। উল্লেখিত দিনগুলিতে আগরতলা-সাব্রুম, সাব্রুম আগরতলা এবং আগরতলা-ধর্মনগর, ধর্মনগর-আগরতলার মধ্যে এক জোড়া করে দুইজোড়া ট্রেন চলাচল করবে। একই সঙ্গে উভয় দিকের নিয়মিত ট্রেনগুলিও নির্ধারিত নিয়মিত যথারীতি চলাচল করবে। ত্রিপুরা রাজ্য প্রশাসনের অনুরোধে উত্তর পূর্ব সীমান্ত রেলের তরফে বিশেষ যাত্রীট্রেন চলাচলের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাপ্ত সূচি অনুসারে ০৭৬৮৭ নম্বরের দিনের প্রথম যাত্রীট্রেনটি সকাল ৫.২0 মিনিটে আগরতলা থেকে ধর্মনগরের উদ্দেশে যাত্রা করবে। ট্রেনটি ধর্মনগরে পৌঁছবে সকাল ৮.৪৫ মিনিটে। ধর্মনগর থেকে ০৭৬৮৮ নম্বরের বিশেষ এক্সপ্রেস ট্রেনটি যাত্রা শুরু করবে সকাল ১০.৩৫ মিনিটে। ট্রেনটি আগরতলায় আসবে দুপুর ২টায়। দুপুর ২.১৫ মিনিটে ০৭৬৮৫ নম্বরের বিশেষ এক্সপ্রেস ট্রেনটি আগরতলা থেকে সাব্রুমের উদ্দেশে যাত্রা করবে। ট্রেনটি সাব্রুম পৌঁছবে বিকাল ৪.৩৫ মিনিটে। ০৭৬৮৬ নম্বরের বিশেষ এক্সপ্রেস ট্রেনটি সাব্রুম থেকে আগরতলার উদ্দেশে যাত্রা করবে সন্ধ্যা ৫ টায়। ট্রেনটি আগরতলায় আসবে সন্ধ্যা ৭.৩৫ মিনিটে। উল্লেখিত উভয় দিকের ট্রেনগুলিতে মোট সাতটি করে কোচ থাকবে। আসলে রাজ্যের গোমতী জেলা সদর উদয়পুরস্থিত মাতাবাড়ি ত্রিপুরেশ্বরী মন্দির ও কূর্মপীঠ ঘিরে আয়োজিত উৎসব ও মেলা উপলক্ষে অতিরিক্ত ট্রেন চালানো হবে। কেননা দীপাবলি উৎসব ঘিরে লক্ষাধিক লোকের সমাবেশ হয় মাতাবাড়িতে। আগরতলা, ধর্মনগর, সাব্রুম, বিলোনীয়া, বিশালগড় সহ রাজ্যের বিভিন্ন অংশের লোক সমাগম ঘটে এই উৎসব ও মেলায়। সমাগম ঘটে বহিঃরাজ্য এবং বহিঃবিশ্বের মানুষেরও। এ কারণেই সীমান্ত রেলের উদ্যোগে অতিরিক্ত যাত্রীট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…
অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…
অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…
অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…
অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…
অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…