নয়ডার ছাত্রী নিবাসে ভয়াবহ আগুন, প্রান রক্ষায় ঝাপ একের পর এক ছাত্রীর!!
দীপাবলির প্রস্তুতি ঘিরে ব্যস্ততা তুঙ্গে!!

অনলাইন প্রতিনিধি :-দুর্গাপুজো, লক্ষ্মীপুজো শেষ হতে না হতেই, আলোর উৎসব দীপাবলির কাউন্টডাউন শুরু হয়ে গেছে সারা দেশ জুড়ে। পিছিয়ে নেই ত্রিপুরা রাজ্যও। তিথি অনুসারে আগামী ১২ নভেম্বর দীপাবলি, আলোর উৎসব। এদিন পূজিত হন মা কালী।

একইসাথে এদিন বাড়ি বাড়ি আলোকিত হয় মোম, প্রদীপ ও নানা বাহারি আলোকসজ্জায়।

রাজ্যের বিভিন্ন মোম প্রস্তুতকারি ইউনিট গুলিতে এখন নানা রকমের মোম তৈরীতে ব্যস্ত কর্মীরা। আগরতলার জয় নগরে একটি শিল্প ইউনিটেও চলছে মোম মোমবাতি তৈরির কাজ।

ইউনিটের মালিক সুজন ব্যানার্জি বলেন, মোমবাতির চাহিদা সবসময়ই থাকে। তবে দীপাবলিকে কেন্দ্র করে চাহিদা কয়েকগুণ বেড়ে যায়।