দীর্ঘ আড়াই বছর পর ফের চালু হলো শ্রীনগর সীমান্ত হাট!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || করোনা মহামারিতে বন্ধ হয়ে যাওয়া সীমান্ত হাট দীর্ঘ আড়াই বছর পর ফের প্রান ফিরে পেলো। নির্ধারিত সূচী অনুযায়ী মঙ্গলবার পুনরায় খুললো সাব্রুম মহকুমার শ্রীনগর সীমান্ত হাট। ২০২০ সালের ১০ই মার্চ থেকে বন্ধ হয়ে গিয়েছিলো এই সীমান্ত হাট। রাজ্য সভার সাংসদ বিপ্লব কুমার দেব সীমান্ত হাট পুনরায় খোলার বিষয়ে রাজ্যসভায় দাবি উত্থাপন করেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে পুনরায় সীমান্ত হাট খোলা নিয়ে দিল্লি – ঢাকার মধ্যে আলোচনা হয়। আলোচনা শেষে দুই দেশেই সহমত পোষণ করে। গত মাসে ফের তৎপরতা শুরু হয়। সিদ্ধান্ত নেওয়া হয়, ৯মে শ্রীনগর সীমান্ত হাট পুনরায় চালু করা হবে। আড়াই বছর পর ফের সীমান্ত হাট কে ঘিরে বেশ উৎসাহ লক্ষ্য করা গেছে। হাটও বেশ জম জমাট হয়েছে।