দীর্ঘ পথ অতিক্রমের নজির গড়ল কাগজের বিমান

এই খবর শেয়ার করুন (Share this news)

লম্বায় প্রায় ফুটবল মাঠের সমান। মাত্র ৬ সেকেন্ড স ময় নিয়ে ৮৮ মিটার দূরত্ব অতিক্রম করে সবচেয়ে বেশি দূরত্ব উড়ার নজির গড়ল মার্কিন বিমান নির্মাতা বোয়িংয়ের তৈরি কাগজের বিমান।এটি তৈরি করেছেন বোয়িংয়ের তিন জন ইঞ্জিনিয়ার।
এতদিন রেকর্ডটি দক্ষিণ কোরিয়ার তিন ব্যক্তির দখলে ছিল। ২০২২ সালে এপ্রিল মাসে তাদের তৈরি কাগজের বিমানটি ৭৭ মিটার দূরত্ব অতিক্রম করেছিল।নতুন রেকর্ড গড়তে বোয়িংয়ের চিফ ইঞ্জিনিয়ার ডিলন রুবল সঙ্গে নিয়েছিলেন গ্যারেট জেনসেন ও নিথানিয়েল ইরিকসন নামের আরও দুইজন বিমান প্রকৌশলীকে।এই তিনজনই সম্প্রতি মিসৌরি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক সম্পন্ন
করেছেন।নতুন রেকর্ড সম্পর্কে ডিলন রুবল বলেন, “আমার পরিবার ও বন্ধুদের জন্য এটা খুবই গর্বের মুহূর্ত। কাগজের বিমানটির উপর ভিত্তি করে আমি অধিকতর নকশা এবং প্রোটোটাইপ তৈরির কথা ভাবছি।’ তবে রেকর্ড গড়ার ক্ষেত্রে মার্কিন তিন বোয়িং প্রকৌশলীর যাত্রাপথ মোটেই সহজ ছিল না। কাগজের বিমানটি তৈরির আগে দলটির কাগজের নকশা ও বায়ুগতিবিদ্যা নিয়ে প্রায় ৫০০ ঘণ্টা পড়াশোনা করতে হয়েছে।প্রয়োজনীয় পড়াশোনার পর বেশ কয়েক বারের চেষ্টায় নকশা তৈরি করে গত বছরের ২ ডিসেম্বর সেটিকে প্রথম পরীক্ষা করা হয়। আমেরিকার ইন্ডিয়ানা রাজ্যের ক্রাউন পয়েন্ট এলাকায় রুবলের তৃতীয়বারের নিক্ষেপেএই রেকর্ডটি গড়া হয়েছে।এ সম্পর্কে রুবলের সহযোগী জেনসেন বলেন, “আশা করি রেকর্ডটি দীর্ঘদিন আমাদের দখলে থাকবে। কারণ ৮৮ মিটার খুবই অবিশ্বাস্য দূরত্ব। আগের রেকর্ডের তুলনায় আমাদের কাগজের বিমানটি যে আরও ১১ মিটার দূরত্ব বেশি উড়েছে, তার কারণ আমাদের বহু
পরিকল্পনা ও স্কিলের সমন্বয় ঘটেছে এতে।’এই বিশ্বরেকর্ড তৈরির ক্ষেত্রে বোয়িংয়ের বিশেষজ্ঞ দলটি বিমানের ডিজাইন তৈরির ক্ষেত্রে গতি বৃদ্ধি ও ঘর্ষণ কমিয়ে আনার দিকে নজর দিয়েছিলেন। এর ফলে অল্প সময়ে কাগজের বিমানটি অধিক দূরত্বে পৌঁছতে সক্ষম হয়। এক্ষেত্রে নাসা এক্স-৪৩এ’-র মতো দ্রুতগতির হাইপারসনিক বিমানের নকশাকে অনুপ্রেরণা হিসেবে নেওয়া হয়েছিল বলে সিএনএনকে জানিয়েছেন রুবল। তিনি বলেন, “সত্যিকারের বিমান ও কাগজের বিমানের মধ্যে বেশ পার্থক্য রয়েছে।তবে দুই ধরনের বিমান একই মৌলিক নীতির উপর ভিত্তি করে তৈরি করা হয়। কাগজের বিমানের ক্ষেত্রে ভিন্নধর্মী একটি ভাঁজ আমূল পরিবর্তন আনতে পারে।’ তিনি জানান, শীঘ্রই দীর্ঘ সময় আকাশে উড়ার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়তে দলটি গিনেস কর্তৃপক্ষের গাইডলাইন মেনে প্রতিযোগিতায় অংশ নেবে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

2 hours ago

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

3 hours ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

3 hours ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

1 day ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

1 day ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago