দীর্ঘ পথ অতিক্রমের নজির গড়ল কাগজের বিমান

এই খবর শেয়ার করুন (Share this news)

লম্বায় প্রায় ফুটবল মাঠের সমান। মাত্র ৬ সেকেন্ড স ময় নিয়ে ৮৮ মিটার দূরত্ব অতিক্রম করে সবচেয়ে বেশি দূরত্ব উড়ার নজির গড়ল মার্কিন বিমান নির্মাতা বোয়িংয়ের তৈরি কাগজের বিমান।এটি তৈরি করেছেন বোয়িংয়ের তিন জন ইঞ্জিনিয়ার।
এতদিন রেকর্ডটি দক্ষিণ কোরিয়ার তিন ব্যক্তির দখলে ছিল। ২০২২ সালে এপ্রিল মাসে তাদের তৈরি কাগজের বিমানটি ৭৭ মিটার দূরত্ব অতিক্রম করেছিল।নতুন রেকর্ড গড়তে বোয়িংয়ের চিফ ইঞ্জিনিয়ার ডিলন রুবল সঙ্গে নিয়েছিলেন গ্যারেট জেনসেন ও নিথানিয়েল ইরিকসন নামের আরও দুইজন বিমান প্রকৌশলীকে।এই তিনজনই সম্প্রতি মিসৌরি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক সম্পন্ন
করেছেন।নতুন রেকর্ড সম্পর্কে ডিলন রুবল বলেন, “আমার পরিবার ও বন্ধুদের জন্য এটা খুবই গর্বের মুহূর্ত। কাগজের বিমানটির উপর ভিত্তি করে আমি অধিকতর নকশা এবং প্রোটোটাইপ তৈরির কথা ভাবছি।’ তবে রেকর্ড গড়ার ক্ষেত্রে মার্কিন তিন বোয়িং প্রকৌশলীর যাত্রাপথ মোটেই সহজ ছিল না। কাগজের বিমানটি তৈরির আগে দলটির কাগজের নকশা ও বায়ুগতিবিদ্যা নিয়ে প্রায় ৫০০ ঘণ্টা পড়াশোনা করতে হয়েছে।প্রয়োজনীয় পড়াশোনার পর বেশ কয়েক বারের চেষ্টায় নকশা তৈরি করে গত বছরের ২ ডিসেম্বর সেটিকে প্রথম পরীক্ষা করা হয়। আমেরিকার ইন্ডিয়ানা রাজ্যের ক্রাউন পয়েন্ট এলাকায় রুবলের তৃতীয়বারের নিক্ষেপেএই রেকর্ডটি গড়া হয়েছে।এ সম্পর্কে রুবলের সহযোগী জেনসেন বলেন, “আশা করি রেকর্ডটি দীর্ঘদিন আমাদের দখলে থাকবে। কারণ ৮৮ মিটার খুবই অবিশ্বাস্য দূরত্ব। আগের রেকর্ডের তুলনায় আমাদের কাগজের বিমানটি যে আরও ১১ মিটার দূরত্ব বেশি উড়েছে, তার কারণ আমাদের বহু
পরিকল্পনা ও স্কিলের সমন্বয় ঘটেছে এতে।’এই বিশ্বরেকর্ড তৈরির ক্ষেত্রে বোয়িংয়ের বিশেষজ্ঞ দলটি বিমানের ডিজাইন তৈরির ক্ষেত্রে গতি বৃদ্ধি ও ঘর্ষণ কমিয়ে আনার দিকে নজর দিয়েছিলেন। এর ফলে অল্প সময়ে কাগজের বিমানটি অধিক দূরত্বে পৌঁছতে সক্ষম হয়। এক্ষেত্রে নাসা এক্স-৪৩এ’-র মতো দ্রুতগতির হাইপারসনিক বিমানের নকশাকে অনুপ্রেরণা হিসেবে নেওয়া হয়েছিল বলে সিএনএনকে জানিয়েছেন রুবল। তিনি বলেন, “সত্যিকারের বিমান ও কাগজের বিমানের মধ্যে বেশ পার্থক্য রয়েছে।তবে দুই ধরনের বিমান একই মৌলিক নীতির উপর ভিত্তি করে তৈরি করা হয়। কাগজের বিমানের ক্ষেত্রে ভিন্নধর্মী একটি ভাঁজ আমূল পরিবর্তন আনতে পারে।’ তিনি জানান, শীঘ্রই দীর্ঘ সময় আকাশে উড়ার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়তে দলটি গিনেস কর্তৃপক্ষের গাইডলাইন মেনে প্রতিযোগিতায় অংশ নেবে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

সল্টলেক সেক্টর ফাইভে বিশাল আগুন!!

অনলাইন প্রতিনিধি :-সল্টলেক সেক্টর ফাইভের একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে পরপর দমকলের ৩টি…

9 hours ago

সৌদি আরবে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু!!

অনলাইন প্রতিনিধি :-মদিনায় হজ পালন করতে গিয়ে ৭০ বছর বয়সি খলিলুর রহমান নামের বাংলাদেশের এক…

11 hours ago

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, ৪ জনের মৃত্যু!!

অনলাইন প্রতিনিধি :-প্রবল ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি এবং পাশাপাশি বিভিন্ন এলাকা। বৃহস্পতিবার রাত থেকে দিল্লিতে…

11 hours ago

অনলাইন অ্যাটাক পাকিস্তানের!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর প্রায় ১০ লক্ষ বার সাইবার হানা হয়েছে ভারতে। মহারাষ্ট্র সাইবার…

12 hours ago

আলু, ধান, সবজির সাথে ডাল চাষেও এগোচ্ছে ত্রিপুরা : রতন!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য এবার ধান ও সবজির পাশাপাশি ডাল জাতীয় শস্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের পথে…

2 days ago

চটকলের আখ্যান!!

সর্বস্বান্ত গফুর, গ্রাম ছেড়ে মেয়ে আমিনার হাত ধরে ফুলবেড়ের সর্বমা চটকলের দিকে পা বাড়িয়েছিল বাঁচার…

3 days ago