দীর্ঘ পথ অতিক্রমের নজির গড়ল কাগজের বিমান

এই খবর শেয়ার করুন (Share this news)

লম্বায় প্রায় ফুটবল মাঠের সমান। মাত্র ৬ সেকেন্ড স ময় নিয়ে ৮৮ মিটার দূরত্ব অতিক্রম করে সবচেয়ে বেশি দূরত্ব উড়ার নজির গড়ল মার্কিন বিমান নির্মাতা বোয়িংয়ের তৈরি কাগজের বিমান।এটি তৈরি করেছেন বোয়িংয়ের তিন জন ইঞ্জিনিয়ার।
এতদিন রেকর্ডটি দক্ষিণ কোরিয়ার তিন ব্যক্তির দখলে ছিল। ২০২২ সালে এপ্রিল মাসে তাদের তৈরি কাগজের বিমানটি ৭৭ মিটার দূরত্ব অতিক্রম করেছিল।নতুন রেকর্ড গড়তে বোয়িংয়ের চিফ ইঞ্জিনিয়ার ডিলন রুবল সঙ্গে নিয়েছিলেন গ্যারেট জেনসেন ও নিথানিয়েল ইরিকসন নামের আরও দুইজন বিমান প্রকৌশলীকে।এই তিনজনই সম্প্রতি মিসৌরি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক সম্পন্ন
করেছেন।নতুন রেকর্ড সম্পর্কে ডিলন রুবল বলেন, “আমার পরিবার ও বন্ধুদের জন্য এটা খুবই গর্বের মুহূর্ত। কাগজের বিমানটির উপর ভিত্তি করে আমি অধিকতর নকশা এবং প্রোটোটাইপ তৈরির কথা ভাবছি।’ তবে রেকর্ড গড়ার ক্ষেত্রে মার্কিন তিন বোয়িং প্রকৌশলীর যাত্রাপথ মোটেই সহজ ছিল না। কাগজের বিমানটি তৈরির আগে দলটির কাগজের নকশা ও বায়ুগতিবিদ্যা নিয়ে প্রায় ৫০০ ঘণ্টা পড়াশোনা করতে হয়েছে।প্রয়োজনীয় পড়াশোনার পর বেশ কয়েক বারের চেষ্টায় নকশা তৈরি করে গত বছরের ২ ডিসেম্বর সেটিকে প্রথম পরীক্ষা করা হয়। আমেরিকার ইন্ডিয়ানা রাজ্যের ক্রাউন পয়েন্ট এলাকায় রুবলের তৃতীয়বারের নিক্ষেপেএই রেকর্ডটি গড়া হয়েছে।এ সম্পর্কে রুবলের সহযোগী জেনসেন বলেন, “আশা করি রেকর্ডটি দীর্ঘদিন আমাদের দখলে থাকবে। কারণ ৮৮ মিটার খুবই অবিশ্বাস্য দূরত্ব। আগের রেকর্ডের তুলনায় আমাদের কাগজের বিমানটি যে আরও ১১ মিটার দূরত্ব বেশি উড়েছে, তার কারণ আমাদের বহু
পরিকল্পনা ও স্কিলের সমন্বয় ঘটেছে এতে।’এই বিশ্বরেকর্ড তৈরির ক্ষেত্রে বোয়িংয়ের বিশেষজ্ঞ দলটি বিমানের ডিজাইন তৈরির ক্ষেত্রে গতি বৃদ্ধি ও ঘর্ষণ কমিয়ে আনার দিকে নজর দিয়েছিলেন। এর ফলে অল্প সময়ে কাগজের বিমানটি অধিক দূরত্বে পৌঁছতে সক্ষম হয়। এক্ষেত্রে নাসা এক্স-৪৩এ’-র মতো দ্রুতগতির হাইপারসনিক বিমানের নকশাকে অনুপ্রেরণা হিসেবে নেওয়া হয়েছিল বলে সিএনএনকে জানিয়েছেন রুবল। তিনি বলেন, “সত্যিকারের বিমান ও কাগজের বিমানের মধ্যে বেশ পার্থক্য রয়েছে।তবে দুই ধরনের বিমান একই মৌলিক নীতির উপর ভিত্তি করে তৈরি করা হয়। কাগজের বিমানের ক্ষেত্রে ভিন্নধর্মী একটি ভাঁজ আমূল পরিবর্তন আনতে পারে।’ তিনি জানান, শীঘ্রই দীর্ঘ সময় আকাশে উড়ার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়তে দলটি গিনেস কর্তৃপক্ষের গাইডলাইন মেনে প্রতিযোগিতায় অংশ নেবে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

13 hours ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

14 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

14 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

14 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

14 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

14 hours ago