দীর্ঘ ১২ বছর পর জেল পালানো আসামি গ্রেপ্তার

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন, অমরপুরঃ এক মহিলা কনষ্টেবলের দীর্ঘ প্রচেষ্টায় বারো বছর ধরে ফেরার থাকা জেল পলাতক এক অভিযুক্তকে বিশালগড় থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বীরগঞ্জ থানার ওসি জয়ন্ত দাসের নেতৃত্বে পুলিশ কর্মীরা।
বিগত ২০১০ সালে নিজের স্ত্রীকে নির্যাতন করে বড় ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে, অমরপুর কাঁঠাল বাগানের বাসিন্দা প্রদীপ দাসের বিরুদ্ধে তৎকালিন সময়ে বীরগঞ্জ থানায় দুটি মামলা হয়। নিজের স্ত্রীকে নির্যাতনের জন্য স্ত্রীর অভিযোগ মূলে এবং নিজের বড় ভাইয়ের স্ত্রীকে নিয়ে পলায়নের জন্য অভিযুক্তের বড় ভাই প্রীয়লাল দাসের অভিযোগ মূলে দুটি মামলা হয়েছিলো ধৃত প্রদীপ দাসের বিরুদ্ধে।

তৎকালিন সময়ে বীরগঞ্জ থানার পুলিশ অভিযুক্ত প্রদীপ দাসকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও অপর অভিযুক্ত বড় ভাইয়ের স্ত্রী রুপালি কর দাসকে আটক করতে পারেনি। ওইসময় বীরগঞ্জ থানার পুলিশ অভিযুক্ত প্রদীপ দাসকে আটক করে অমরপুর মহকুমা আদালতে সোপার্দ করলে, বিচারক অভিযুক্তকে তিন মাসের কারাবাসের সাজা ঘোষনা করে। সেই মোতাবেক অভিযুক্ত প্রদীপ দাস অমরপুর কারাগারে থাকা কালিন সময়ে জেলখানার দেওয়াল টপকে পালিয়ে যায়। দীর্ঘ বার বছর ধরে সে ফেরার থাকে। ২০১১ সালে তৎকালিন সময়েই জেল পালানোর ঘটনা দৈনিক সংবাদে বিস্তারিত প্রকাশিত হয়েছিলো। ওই ঘটনায় অমরপুর কারাগারের দুইজন জেল পুলিশকে চাকুরি থেকে বরখাস্তও করা হয়েছিল। ওই সময়েই পুনরায় বীরগঞ্জ থানায় অভিযুক্ত প্রদীপের বিরুদ্ধে জেল পালানোর আরও একটি মামলা নথিভুক্ত করা হয়েছিলো।
বীরগঞ্জ থানার বর্তমান ওসি জয়ন্ত দাস কাজে যোগ দিয়ে পুরাতন মামলা গুলির ছানবিন শুরু করেন। যার মধ্যে অন্যতম প্রদীপ দাসের মামলাটি ছিলো। ওসি শ্রী দাস থানার মহিলা কনষ্টেবল আল্পনা বেগমকে ওই মামলার অভিযুক্তদের বর্তমান অবস্থানের খোঁজ খবরের জন্য নিয়োগ করেন। মহিলা কনষ্টেবল আল্পনা বেগমের গোয়েন্দাগিরিতে সাফল্য পায় বীরগঞ্জ থানার পুলিশ। ১৬ আগস্ট মঙ্গলবার ভোর রাতে বীরগঞ্জ থানার ওসি জয়ন্ত দাস, মহিলা কনষ্টেবল আল্পনা বেগম সহ পুলিশ ও টিএসআর জওয়ানদের নিয়ে বিশালগড় থানার পুলিশের সহায়তায় স্হানীয় নিউমার্কেট এলাকার এক ভাড়া বাড়িতে আচমকা অভিযান চালায়। অভিযানে অভিযুক্ত প্রদীপ দাসকে আটক করে এবং প্রদীপ দাসের দেওয়া তথ্যের ভিত্তিতে আগরতলা সূর্যমনি নগরস্থিত বাবুল চৌমহনী এলাকার একটি বাড়ি থেকে অপর অভিযুক্ত রুপালি কর দাসকে গ্রেপ্তার করতে স্বক্ষম হয়। বুধবার সকালে দুই ফেরার অভিযুক্তকে বীরগঞ্জ থানায় নিয়ে আসে পুলিশ। দুপুরে ধৃতদের অমরপুর মহকুমা আদালতে সোপার্দ করে তদন্তকারী পুলিশ অফিসার। বীরগঞ্জ থানার এই সাফল্যে খুশি এলাকার জনগণ।

Dainik Digital

Recent Posts

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক।বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন তুঙ্গে।ট্রাম্পের এই…

10 hours ago

ধন্যবাদার্হ।।

কোন ও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক কে তৈরি করে, তাকে পরিত্যাগ করাই…

10 hours ago

সুপার সিক্সে ৮ উইকেটের বড় জয় পেলো তরুণ সংঘ।।

অনলাইন প্রতিনিধি :-আট উইকেটের বড়সড় জয় দিয়েই সিনিয়র মহিলাদের একদিবসীয় আমন্ত্রণমূলক ক্রিকেটের সুপার সিক্সে নিজেদের…

12 hours ago

ত্রিপুরার সাহিত্য চর্চায় নয়া ইতিহাস রচনা করেছে উড়ান: জয় গোস্বামী।।

অনলাইন প্রতিনিধি :- উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের তৃতীয় দিনেও রাজ্যের সাহিত্যপ্রেমী মানুষের উপচে পড়া…

13 hours ago

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক। মাঘি বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন…

13 hours ago

জিবিতে হচ্ছে না স্থান সংকুলান দফারফা রোগীর, ব্যাহত চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-জেলা,মহকুমা ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির দৈন্যদশায় রাজ্যের প্রধান সরকারী হাসপাতাল জিবিতে রোগীর অস্বাভাবিক চাপ…

13 hours ago