দুই ইস্যুতে মামলার শুনানি ফের ২ ডিসেম্বর, উঠছে প্রশ্ন!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-নরসিংগড় টিআইটি মাঠে টিসিএর নির্মীয়মাণ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকে ঘিরে ক্রিকেটপ্রেমী ও রাজ্যবাসীর মধ্যে রহস্য দানা বেঁধেছে। অভিযোগ উঠেছে,এই স্টেডিয়াম নির্মাণকে কেন্দ্র করে একটি চক্র কোটি কোটি টাকা হাতানোর ধান্ধা করছে। এদিকে, এই স্টেডিয়াম নির্মাণ ইস্যুতে উচ্চ আদালতে দায়ের করা মামলায় বুধবার উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ আগামী দুই ডিসেম্বর ঠিকেদার কোম্পানির চেয়ারম্যান কাম এমডিকে স্বশরীরে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন।একই সাথে এমবিবি স্টেডিয়ামে ফ্লাডলাইট দুর্নীতি মামলাতেও আগামী দুই ডিসেম্বর তদন্তকারী সংস্থা শিটকে অ্যাকশন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি শ্রীলোধ।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর মামলার শুনানি শেষে বিচারপতি শ্রীলোধ টিআইটি মাঠে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ সংস্থার এমডি রামকৃপাল সিংকে সাতাশ নভেম্বর স্বশরীরে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছিলেন।কিন্তু বুধবার মামলার শুনানিকালে রামকৃপাল সিংয়ের পক্ষে নিযুক্ত আইনজীবী জানান,তিনি পারিবারিক একটি অনুষ্ঠানের জন্য আসতে পারেননি।এর জন্য তিনি সময় চান এবং পরবর্তী নির্ধারিত তারিখে সংস্থার এমডি আদালতে হাজির থাকবেন বলে জানান। বিচারপতি আবেদন মঞ্জুর করেন এবং আগামী দুই ডিসেম্বর শ্রী সিংকে হাজির থাকার নির্দেশ দেন।
একই সাথে গত ১৯ নভেম্বর এমবিবি স্টেডিয়ামে ফ্লাডলাইট দুর্নীতি মামলায় বুধবার সাতাশ নভেম্বর তদন্তকারী সংস্থা শিটকে অ্যাকশন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি শ্রীলোধ।শিটের পক্ষ থেকেও আজ রিপোর্ট জমা দিতে পারেনি আদালতে।এই ব্যাপারে রাজ্য সরকারের পক্ষ থেকেও সময় চাওয়া হয়। আদালত দুই ডিসেম্বর রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন।যতটুকু জানা গেছে, শিটের পক্ষ থেকে যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদেরকে বেশ কয়েকবার করে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করেছে। তারাও তদন্তকার্যে শুরু থেকেই সহযোগিতা করে এসেছেন। প্রশ্ন হচ্ছে, তাহলে রিপোর্ট দিতে বিলম্ব হচ্ছে কেন? এই নিয়েও জনমনে ধোঁয়াশা তৈরি হয়েছে।

Dainik Digital

Recent Posts

ধস নেমে চলাচল বন্ধ জম্মু-শ্রীনগর হাইওয়ে!!

অনলাইন প্রতিনিধি :-প্রচন্ড বৃষ্টি ও ভূমিধসের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন জম্মু ও কাশ্মীরের রামবান জেলা…

19 hours ago

না ফেরার দেশে পোপ ফ্রান্সিস!!

অনলাইন প্রতিনিধি :-ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সোমবার মৃত্য হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর।দক্ষিণ…

20 hours ago

নিশানায় আদালত!!

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে গোটা দেশ এখন তোলপাড় হচ্ছে।আইনের পক্ষ-বিপক্ষ নিয়ে জাতীয় রাজনীতির পারদ এখন…

21 hours ago

ঊনকোটি জেলা হাসপাতালের সিটি স্ক্যান মেশিন অচল, দুর্ভোগ!!

অনলাইন প্রতিনিধি :-কৈলাসহর ভগবাননগরে অবস্থিত জেলা হাসপাতালের সিটি স্ক্যান পরিষেবা আজও বন্ধ।পক্ষকালের অধিক সময় ধরে…

22 hours ago

শ্রেষ্ঠাংশুর শানদার শতরান ত্রিপুরার সিকিম জয়!!

অনলাইন প্রতিনিধি :-ওপেনার শ্রেষ্ঠাংশু দেবের অপরাজিত শতরান (১৩৭) সৌজন্যে প্রথমবারের মতো গুয়াহাটিতে আয়োজিত বিসিসিআই-র অনূর্ধ্ব…

22 hours ago

পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনায়,রাজ্যে ব্যাপক সাড়া, নিজের বিদ্যুৎ নিজেই উৎপাদন করুন: রতন!!

অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা সারা দেশেই ব্যাপক সাড়া ফেলেছে।বর্তমানে পরিস্থিতি এমন জায়গায়…

22 hours ago