দুই এপ্রিল থেকে পর্ষদের খাতা দেখা!!

 দুই এপ্রিল থেকে পর্ষদের খাতা দেখা!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের উত্তর পত্র মূল্যায়ন শুরু হবে ২ এপ্রিল থেকে।১৫ এপ্রিলের মধ্যে উত্তর পত্র মূল্যায়নের কাজ শেষ করার লক্ষ্য মাত্রা হাতে নেওয়া হয়েছে রাজ্য পর্ষদের তরফে। এই জন্য চলছে জোরদার প্রস্তুতি। ৮ মার্চ পর্ষদের উদ্যোগে প্রধান পরীক্ষকদের বৈঠক হবে। মূলত ত্রুটিহীনভাবে উত্তর পত্র মূল্যায়নের উপর গুরুত্ব আরোপ করা হবে। এর জন্য প্রধান পরীক্ষকদের সহায়তা চাওয়া হবে পর্ষদের পক্ষ থেকে। মূল্যায়নের নানা দিক নিয়ে আলোচনা হবে বলে খবর।মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ মাধ্যমিক সমতুল মাদ্রাসা আলিম, উচ্চ মাধ্যমিক সমতুল মাদ্রাসা ফাজিল কলা ও ফাজিল থিওলজির লিখিত পরীক্ষার উত্তর পত্র মূল্যায়ন শুরু হবে এক সঙ্গে। মাধ্যমিক ও আলিমে মোট ঊনপঞ্চাশ জনকে প্রধান পরীক্ষক হিসাবে বাছাই করা হয়েছে। উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ফাজিল কলা ও ফাজিল থিওলজির প্রধান পরীক্ষক মোট পঁচিশজন। সংশোধক তথা স্কুটিনাইজার প্রায় দুইশো জন। বরাবরের মতো এবারও রাজ্য পর্ষদের উত্তর পত্র মূল্যায়ন করা হবে কেন্দ্রীয়ভাবে আগরতলায়। বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং নেতাজী সুভাষ বিদ্যানিকেতনে উচ্চ মাধ্যমিক সহ সমতুল পরীক্ষার উত্তর পত্র মূল্যায়ন হবে। মাধ্যমিক ও সমতুল পরীক্ষার উত্তর পত্র মূল্যায়ন করা হবে বাণী বিদ্যাপীঠ, বিজয় কুমার বালিকা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, বোধজং বালিকা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং কামিনী কুমার সিংহ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত মূল্যায়ন চলার কথা রয়েছে। ইতোমধ্যে মূল্যায়নের বাছাই শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে মাধ্যমিক শিক্ষা দপ্তর এবং উচ্চ শিক্ষা দপ্তরের তরফে নিয়োগ পত্র দেওয়া হয়েছে।এই বিষয়ে জানতে চেয়ে যোগাযোগ করা হয়েছে রাজ্য পর্ষদের সভাপতি ড. ধনঞ্জয় গণ চৌধুরীর সঙ্গে। তিনি দৈনিক সংবাদের কাছে খবরের সত্যতা স্বীকার করেন।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.