দুই কেন্দ্রে উপভোটের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- নির্বাচন কমিশনের পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার রাজ্যের দুটি বিধানসভা ২০ বক্সনগর এবং ২৩ ধনপুর কেন্দ্রে উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি জারি করার সাথে সাথে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। মনোনয়ন জমা দেওয়ার অন্তিম সময় ১৭ আগষ্ট বিকেল পাঁচটা পর্যন্ত।১৮ আগষ্ট মনোনয়ন পরীক্ষা হবে।২১ আগষ্ট মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ভোটগ্রহণ ৫ সেপ্টেম্বর, গণনা ৮ সেপ্টেম্বর এবং ১০ সেপ্টেম্বর নির্বাচন প্রক্রিয়া শেষ হবে।বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে দুই কেন্দ্রে উপনির্বাচন নিয়ে বিস্তারিত জানান রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিক আগরওয়াল। তিনি জানান,২০ বক্সনগর কেন্দ্রে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন সিপাহিজলা জেলার সিনিয়র ডেপুটি কালেক্টর।এছাড়া বিডিও বক্সনগর, সোনামুড়া মহকুমার ডেপুটি কালেক্টর এবং সোনামুড়া রেভিনিউ সার্কেলের ডেপুটি কালেক্টর ও ম্যাজিস্ট্রেট অ্যাসিস্টেন্ট রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকবেন।২৩ ধনপুর বিধানসভা কেন্দ্রে রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকবেন সিপাহিজলা জেলার অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা। এছাড়া এই কেন্দ্রে কাঁঠালিয়া ব্লকের বিডিও, সোনামুড়া মহকুমার ডেপুটি কালেক্টর নং ৩ এবং কাঁঠালিয়া ব্লকের অতিরিক্ত বিডিও অ্যাসিস্টেন্ট রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।তিনি জানান, ২০ বক্সনগর কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৪৩ হাজার ৮৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২২ হাজার ১৬৬ জন এবং মহিলা ভোটার ২০ হাজার ৯২১ জন।এছাড়াও সার্ভিস ভোটার ৭৫ জন, ৮০ ঊর্ধ্ব ভোটার ৫১০ জন এবং দিব্যাঙ্গ ভোটার রয়েছেন ১৯৮ জন। ২৩ ধনপুর বিধানসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৫০ হাজার ১৪৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২৫ হাজার ৯৪৪জন এবং মহিলা ভোটার ২৪ হাজার ২০৩ জন। তাছাড়াও এই কেন্দ্রে সার্ভিস ভোটার ৮৫ জন, ৮০ ঊর্ধ্ব ভোটার ৭০৭ জন এবং দিব্যাঙ্গ ভোটার ২৬৫ জন রয়েছেন। ৮০ ঊর্ধ্ব ভোটার এবং দিব্যাঙ্গজনরা বাড়িতে নাকি নিজস্ব ভোটগ্রহণ ‘কেন্দ্রে গিয়ে ভোটদান করবেন তা মনোনয়নপত্র দাখিল শুরু হওয়ার পাঁচ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে জানাতে হবে। ২০ বক্সনগর বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ৫১টি এবং ২৩ ধনপুর বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ৫৯টি। ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে পানীয় জল, বিদ্যুৎ সহ বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা থাকবে।২টি কেন্দ্রে উপনির্বাচন ঘোষণার সাথে সাথেই নির্বাচনি আদর্শ আচরণবিধি লাগু হয়ে গেছে। সিপাহিজলা জেলার সম্পূর্ণ এলাকায় নির্বাচনি আদর্শ আচরণবিধি কার্যকর থাকবে। উপনির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে মুখ্যসচিব, ডিজিপি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের সাথে ইতিমধ্যে বৈঠক করা হয়েছে। তিনি জানান, হিংসামুক্ত অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষে নিরাপত্তাব্যবস্থা সহ সমস্ত ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। ভোটগ্রহণ কেন্দ্রে ওয়েবকাস্টিংয়েরও ব্যবস্থা থাকবে। সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক ঊষাজেন মগ এবং ডেপুটি সিইও উৎপল চাকমা উপস্থিত ছিলেন।

Dainik Digital

Recent Posts

সব দেশের জন্য আকাশসীমা বন্ধ করে দিল পাকিস্তান!!

অনলাইন প্রতিনিধি :-সমস্ত দেশের জন্যই আকাশসীমা বন্ধ করল পাকিস্তান। আপাতত ৪৮ ঘণ্টার জন্য এই সিদ্ধান্ত…

7 hours ago

পঞ্জাব-রাজস্থানে হাই অ্যালার্ট জারি, বন্ধ স্কুল!!

অনলাইন প্রতিনিধি :-পঞ্জাব এবং রাজস্থানে হাই অ্যালার্ট জারি করা হলো। পাকিস্তানের সঙ্গে ৫৩২ কিলোমিটার সীমান্ত…

7 hours ago

স্কুল কলেজ ভেঙ্গে দিল পাকিস্তান!!

পুঞ্চে অবস্থিত ‘দারউল-মদিনা ইংরেজি স্কুল’। সেখানে পড়াশোনা করেন প্রচুর পড়ুয়ারা। তার পাশেই অবস্থিত বিএড কলেজ।…

7 hours ago

সর্বদলীয় বৈঠকে বড় বার্তা রাজনাথের!!

২৫ মিনিটের অভিযানেই ধ্বংস করা হয়েছে নয় জঙ্গিঘাঁটি। নিকেশ করা হয়েছে একশোর বেশি জঙ্গিকে। তবে…

7 hours ago

প্রতিরক্ষা কর্মীদের সুবিধা প্রদান এয়ার ইন্ডিয়ার!!

অনলাইন প্রতিনিধি :-বুধবার এয়ার ইন্ডিয়া গ্রুপ ঘোষণা করেছে যে, ৩১ মে, ২০২৫ পর্যন্ত ভ্রমণের তারিখ…

7 hours ago

পর্যালোচনা বৈঠক,পর্যটন কেন্দ্রের নির্মাণ কাজ দ্রুত শেষ করতে মন্ত্রীর নির্দেশ!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের পর্যটনশিল্পের বিকাশে ছবিমুড়া, কৈলাসহরের সোনামুখী, চতুর্দশ দেবতা মন্দির ও কসবা কালী মন্দির…

9 hours ago