দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত করবুক!!
দৈনিক সংবাদ অনলাইনঃ শাসকদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত করবুক বিধানসভা কেন্দ্রের চেলাগাঙ এলাকায়। আক্রমণ পাল্টা আক্রমনের ফলে আহত ছয় জন। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনা কে কেন্দ্র করে চেলাগাঙ মালোমকোয়া এলাকায় চলছে পথ অবরোধ। জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সুভাষ কলোনী এলাকায় বাইক আরোহী এক যুবককের উপর অতর্কিত হামলা চালায় তাপস রায় নামে এক ব্যক্তি। শুক্রবার সকালে সুভাষ কলোনী এলাকার লোকজন একত্রিত হয়ে লাঠিসোঁটা নিয়ে তাপস রায়ের উপর আক্রমণ চালায়।
তখন তাপস রায় সহ কয়েকজন মিলে কুড়াল নিয়ে পাল্টা আক্রমন চালায়। তাপস রায়ের আক্রমনের ফলে তিন জন মহিলা সহ মোট পাঁচ জন আহত হয়। আহত দের চেলাগাঙ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে একজন মহিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
অপরদিকে তাপস রায়কে গুরুতর আহত অবস্থায় নূতন বাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও জেলা হাসপাতালে স্থানান্তরিত করে। এদিকে, তাপস রায়ের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শাসকদলের এক নেতার নেতৃত্বে চেলাগাঙ মালোমকোয়া এলাকায় পথ অবরোধ করা হয়। গোটা ঘটনা কে কেন্দ্র করে চেলাগাঙ এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।