দুই টুকরো মথা! সংকটে এডিসি ও

এই খবর শেয়ার করুন (Share this news)

রাজ্যের সরল জনজাতিদের মনে বিভেদের বিষ ছড়িয়ে, এবং জনজাতিদের ভাবাবেগে উগ্র সাম্প্রদায়িকতার সুরসুরি দিয়ে রাতারাতি জনজাতি সমাজে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন ত্রিপুরার রাজপরিবারের উত্তরসূরি প্রদ্যোতকিশোর দেববর্মন। ত্রিপুরার জনজাতিদের মধ্যে রাজপরিবারের প্রতি একটা আনুগত্য এবং ভালোবাসা রয়েছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। জনজাতিদের এই ভালোবাসাকে হাতিয়ার করে, ফের একবার পৃথক রাজ্যের ডাক দিয়ে রাজ্যের জনজাতি সমাজকে উদ্বেলিত করে তুলেছিলেন তিনি। ডাক দিয়েছিলেন থানসার। অর্থাৎ নানাভাবে বিভক্ত জনজাতিদের ঐক্য এবং সকলকে একছাতার নীচে আসা। তাঁর এই আহবানের উপর আস্থা ও ভরসা করে অনেকেই এসেছেন। জনজাতিভিত্তিক ছোট ছোট আঞ্চলিক দলগুলিকে তাদের অস্তিত্ব বিলিন করে দিয়ে সামিল করেছেন তার হাতে গড়া নয়া দল তিপ্রামথায়। গ্রেটার তিপ্রাল্যান্ডের শ্লোগান দিয়ে দখল করেন ত্রিপুরা স্বশাসিত জেলাপরিষদের মসনদ। তারপর ২০২৩ বিধানসভা নির্বাচনে ৪২ টি আসনে প্রার্থী দিয়ে ১৩ আসন জয়লাভ করে রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে তিপ্রামথা। কিন্তু বিধানসিভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরই সবকিছু যেন ওলোট পালট হতে শুরু করে। পৃথক রাজ্যের স্বপ্ন ভেঙ্গে চৌচির হয়ে যায়। জনজাতিরাও ধীরে ধীরে বুঝতে পারে তাদের আবেগ নিয়ে খেলা হয়েছে। পরিস্থিতির চাপে প্রদ্যোতকিশোর ও সম্মানজনক পলায়নের পথ খুজছিলেন। শেষে দলের দায়িত্ব বিজয় রাংখলের উপর ছেড়ে দিয়ে তিনি বহিঃরাজ্যে পাড়ি দিয়েছেন। এরপরে পাহাড়ে শুরু হয়ে যায় দলের ভাঙন। প্রতিদিনিই দলে দলে জনজাতিরা মথার শিবির ছেড়ে পদ্মশিবিরে শামিল হতে থাকে। সদ্য সমাপ্ত দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল তিপ্রামথাকে আরও বড় ধাক্কা দিয়েছে। এবার তাঁর দলই দুই ভেঙে টুকরো হয়ে গেলো। এমনটা হবে, তা প্রত্যাশিতই ছিল। কেননা, চালাকি করে কোনও মহৎ কাজ হাসিল করা যায় না। মানুষকে অবাস্তব স্বপ্ন দেখিয়ে প্রতারণা করা ছাড়া, আর কিছুই করা যায়না। যে থানসার ডাকে একদিন প্রদ্যোতের ছাতার নীচে সামিল হয়েছিল অনেকে, আজ তারাই একে একে ছাতার নীচ থেকে বেড়িয়ে আসছেন। সোমবার তিপ্রামথা ছেড়ে বেরিয়ে এসেছে শ্রীদাম দেবর্বমা, দীনেশ দেববর্মাদের তিপ্রাল্যান্ড স্টেট পার্টি। আগামীদিনে আরও অনেকেই হয়তো বেড়িয়ে আসবে। মথা সূত্রে খবর, বর্তমান পরিস্থিতিতে এডিসিও সংকটে।যে কোনও সময় একাধিক এমডিসি বিজেপি দলে সামিল হতে পারে বলে খবর। ফলে এই পরিস্থিতিতে ত্রিপ্রামথার ভবিষ্যৎ নিয়ে উঠে গেছে বড় ধরনের প্রশ্নচিহ্ন।

Dainik Digital

Recent Posts

নেপালে পর পর দুটি ভূমিকম্প!!

অনলাইন প্রতিনিধি :-শুক্রবার সন্ধ্যায় পর পর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা…

1 hour ago

১৮.৫ ইঞ্চির লেজবিশিষ্ট মার্জারের বিশ্ব রেকর্ড!!

অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…

11 hours ago

কাগজের কাপেও শরীরে যাচ্ছে প্লাস্টিক কণা, ভারসাম্য হারাচ্ছে হরমোন!!

অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…

11 hours ago

লন্ডন-মুম্বই উড়ানে আটকে ২০০ ভারতীয়!!

লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…

11 hours ago

মহাকরণ থেকে পঞ্চায়েত পর্যন্ত,কর্মী সংকটে সর্বত্র অচলাবস্থা প্রশ্নের মুখে ডবল ইঞ্জিনের গতি!!

অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…

11 hours ago

২০০ শয্যার যুব আবাস হচ্ছে বাধারঘাট স্পোর্টস কমপ্লেক্সে!!

অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…

11 hours ago