দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, আগরতলা।। আগামী ২৮-২৯ আগষ্ট ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা দু’দিনের ত্রিপুরা সফরে আসছেন। তাঁর সফরকালে খুমলুং-এ অনুষ্ঠিত হবে জনসভা। খুমলুং-এ আয়োজিত জনসভাকে ঐতিহাসিক রূপদানের লক্ষ্যে মঙ্গলবার খুমলুং এ জনসভাস্থলটি পরিদর্শন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী ও রামপদ জমাতিয়া। জনসভার মঞ্চ নির্মাণ থেকে শুরু করে যাবতীয় প্রস্তুতিমূলক কাজগুলো খতিয়ে দেখেন তারা।
জনসভাস্থল পরিদর্শনকালে সঙ্গে ছিলেন ভারতীয় জনতা পার্টির আসাম ও ত্রিপুরা প্রদেশের দ্বায়িত্বপ্রাপ্ত সংগঠন মহামন্ত্রী ফনীন্দ্র নাথ শর্মা সহ বিজেপির অন্যান্য রাজ্য নেতৃত্ব।
উল্লেখ্য, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এই প্রথম ত্রিপুরা সফরে আসছেন। এর আগেও দুই তিনবার তিনি ত্রিপুরায় আসার জন্য প্রস্তুতি নিলেও নানা কারনে তা সম্ভব হয়ে উঠেনি। এবার তিনি ত্রিপুরায় আসছেন এবং খুমুলুং-এ জনসভা করবেন।
তবে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার খুমুলু-এ সভা করার বিষয়টি রাজনৈতিক ভাবে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। আগামী নভেম্বরে ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার মাস খানেক পরেই অনুষ্ঠিত হবে রাজ্যের বিধানসভা নির্বাচন। সব মিলিয়ে নাড্ডার এই সভা এবং ত্রিপুরা সফর, রাজ্য রাজনীতির ক্ষেত্রেও বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
অনলাইন প্রতিনিধি :-বুধবার সকালে অবুঝমাঢ়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে কমপক্ষে ২৭ জন মাওবাদীর মৃত্যু হয়েছে…
অনলাইন প্রতিনিধি :-বালুচিস্তানে স্কুল বাসে আত্মঘাতী বোমা হামলা ৷ ঘটনায় মৃত্যু হয়েছে চার শিশুর ৷…
অনলাইন প্রতিনিধি :- কলকাতার আকাশে একঝাঁক রহস্যময় ড্রোন। ঘটনাটি ঘটে সোমবার। অন্তত আট থেকে দশটি…
অনলাইন প্রতিনিধি :-টানা বৃষ্টির কারণে ধ্বস নামে উত্তর সিকিমে ।এর জেরে বন্ধ লাচেন এবং লাচুংয়ের…
অনলাইন প্রতিনিধি :-পুষ্পবন্ত প্যালেসে পাঁচতারা হোটেল নির্মাণ নিয়ে বহু জল্পনা হয়েছে। মুখ্যমন্ত্রী অবশ্য বলেছিলেন, হোটেল…
অনলাইন প্রতিনিধি :-নাশকতার চেষ্টা। উত্তরপ্রদেশে অল্পের জন্য রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস এবং কাঠগোদাম এক্সপ্রেস। সোমবার…