দুই দিনের বৃষ্টিতে প্লাবিত ধর্মনগর!!
অনলাইন প্রতিনিধি :-লাগাতর দুই দিনের ভারি বৃষ্টিপাতের ফলে ধর্মনগর মহকুমার বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। বিভিন্ন এলাকায় জল বাড়ছে। কদমতলা-কুর্তি বিধানসভার অন্তর্গত কুর্তি গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের মানিকনগর কলোনি এলাকায় ৫৬ পরিবারের বসবাস। বিগত দুই দিন ধরে ভারি বৃষ্টিপাতের ফলে ওই গ্রাম প্লাবিত হয়েছে। বেশ কিছু বাড়িঘরে জল প্রবেশ করেছে। খবর জানতে পেরে মঙ্গলবার সকালে এলাকা পরিদর্শনে যান কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব। সঙ্গে ছিলেন মণ্ডল সাধারণ সম্পাদক মান্না গোস্বামী সহ অন্যান্যরা। গ্রামের মানুষ জানিয়েছেন, প্রতিবছর বর্ষার মরশুমে এই এলাকা প্লাবিত হয়। এবারো দুই দিনের প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে তাদের এলাকা প্লাবিত হয়েছে। বহু বাড়িঘরে বন্যার জল প্রবেশ করছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাড়িঘর থেকে বের হতে নৌকা ব্যবহার করা হচ্ছে। আরও বৃষ্টি হলে বাড়িঘরে থাকা দায় হয়ে পড়বে তাদের কাছে।