দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত চার!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-দুটি বাইকের সংঘর্ষে আহত হয় চার জন। ঘটনা মঙ্গলবার ধর্মনগর মহকুমার অন্তর্গত ইছাই লালছড়া তহশিল অফিস এলাকায়।তবে একটি বাইকে থাকা দুইজন গুরুতরভাবে আহত হয় এবং এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।ঘটনার বিবরণে জানা গেছে,
ইছাই লালছড়া গ্রামের ছয় নম্বর ওয়ার্ড এলাকায় ধর্মনগর থেকে টিআর ০৫ ডি ৪৭১৯ নম্বরের একটি বাইকে করে কদমতলা যাচ্ছিল মনোর আলি (২০) নামে এক যুবক, বাড়ি উত্তর হুরুয়া গ্রামের চার নম্বর ওয়ার্ডে। অপরদিকে টিআর ০৫ ই ৮৯৭৬ নম্বরের একটি বাইকে করে দুই যুবক কদমতলা থেকে ইছাই লালছড়া আসছিল। এরা হলো বাইক চালক জয় দেব (২০) এবং বাইকে থাকা অপর যুবকের নাম রানা দেব (২১)। তাদের উভয়ের বাড়ি ইছাই লাল ছড়া গ্রামের ছয় নম্বর ওয়ার্ডে। এদিকে কদমতলা থেকে আসা ইছাই লালছড়া তহশিল অফিসের সামনে অপর দিক থেকে আসা মনোর আলির বাইকের মুখোমুখি সংঘর্ষ বাধে জয় দেবের বাইকের। এতে বাইক থেকে ছিটকে পড়ে বিদ্যুতের খুঁটিতে গিয়ে মাথা লাগে জয় দেবের এবং গুরুতর আঘাত প্রাপ্ত হয় বাইকে থাকা অপর দুই যুবক। সেই সময় হরিনাম সংকীর্তন থেকে বাড়িতে যাওয়া এক নাবালিকা ময়ূরীকা ধর (১৪) এই দুর্ঘটনায় বাইকের ধাক্কায় আঘাত প্রাপ্ত হয়। মনোর আলি ও ওই নাবালিকাকে নিয়ে যাওয়া হয় কদমতলা সামাজিক হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর তারা দুইজন বাড়ি চলে যায়। এদিকে এই দুর্ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয় লোকজন সহ পরিবারের লোকজন দুই যুবককে সেখান থেকে উদ্ধার করে উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসেন। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসার পর জয় দেবকে আশংকা জনক অবস্থায় বহিঃরাজ্যে রেফার করা হয়। এদিকে এই দুর্ঘটনার খবর পেয়ে কদমতলা থানার এএসআই উদয় রাম রিয়াং ঘটনাস্থলে উপস্থিত হন। প্রথমে দুর্ঘটনা স্থলে বাইক দুটির সন্ধান পায়নি পুলিশ। পরবর্তীতে ঘটনার তদন্ত নেমে দুর্ঘটনাগ্রস্ত বাইক দুটি নিজেদের হেপাজতে নেয় পুলিশ। তিনি জানিয়েছেন, এই ঘটনার বিবরণ নথিভুক্ত করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Dainik Digital

Recent Posts

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

24 hours ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

24 hours ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

24 hours ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

24 hours ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

2 days ago