অনলাইন প্রতিনিধি :-দুটি বাইকের সংঘর্ষে আহত হয় চার জন। ঘটনা মঙ্গলবার ধর্মনগর মহকুমার অন্তর্গত ইছাই লালছড়া তহশিল অফিস এলাকায়।তবে একটি বাইকে থাকা দুইজন গুরুতরভাবে আহত হয় এবং এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।ঘটনার বিবরণে জানা গেছে,
ইছাই লালছড়া গ্রামের ছয় নম্বর ওয়ার্ড এলাকায় ধর্মনগর থেকে টিআর ০৫ ডি ৪৭১৯ নম্বরের একটি বাইকে করে কদমতলা যাচ্ছিল মনোর আলি (২০) নামে এক যুবক, বাড়ি উত্তর হুরুয়া গ্রামের চার নম্বর ওয়ার্ডে। অপরদিকে টিআর ০৫ ই ৮৯৭৬ নম্বরের একটি বাইকে করে দুই যুবক কদমতলা থেকে ইছাই লালছড়া আসছিল। এরা হলো বাইক চালক জয় দেব (২০) এবং বাইকে থাকা অপর যুবকের নাম রানা দেব (২১)। তাদের উভয়ের বাড়ি ইছাই লাল ছড়া গ্রামের ছয় নম্বর ওয়ার্ডে। এদিকে কদমতলা থেকে আসা ইছাই লালছড়া তহশিল অফিসের সামনে অপর দিক থেকে আসা মনোর আলির বাইকের মুখোমুখি সংঘর্ষ বাধে জয় দেবের বাইকের। এতে বাইক থেকে ছিটকে পড়ে বিদ্যুতের খুঁটিতে গিয়ে মাথা লাগে জয় দেবের এবং গুরুতর আঘাত প্রাপ্ত হয় বাইকে থাকা অপর দুই যুবক। সেই সময় হরিনাম সংকীর্তন থেকে বাড়িতে যাওয়া এক নাবালিকা ময়ূরীকা ধর (১৪) এই দুর্ঘটনায় বাইকের ধাক্কায় আঘাত প্রাপ্ত হয়। মনোর আলি ও ওই নাবালিকাকে নিয়ে যাওয়া হয় কদমতলা সামাজিক হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর তারা দুইজন বাড়ি চলে যায়। এদিকে এই দুর্ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয় লোকজন সহ পরিবারের লোকজন দুই যুবককে সেখান থেকে উদ্ধার করে উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসেন। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসার পর জয় দেবকে আশংকা জনক অবস্থায় বহিঃরাজ্যে রেফার করা হয়। এদিকে এই দুর্ঘটনার খবর পেয়ে কদমতলা থানার এএসআই উদয় রাম রিয়াং ঘটনাস্থলে উপস্থিত হন। প্রথমে দুর্ঘটনা স্থলে বাইক দুটির সন্ধান পায়নি পুলিশ। পরবর্তীতে ঘটনার তদন্ত নেমে দুর্ঘটনাগ্রস্ত বাইক দুটি নিজেদের হেপাজতে নেয় পুলিশ। তিনি জানিয়েছেন, এই ঘটনার বিবরণ নথিভুক্ত করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…
অনলাইন প্রতিনিধি :-২০১৮ সালে নতুন নিয়োগনীতি চালু করেছে রাজ্য সরকার। ২০১৯ সাল থেকে রাজ্য সরকারের…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয় সরকার ঢাকঢোল পিটিয়ে কেন্দ্রীয় প্রকল্পের সস্তায় ভালো গুণমানসম্পন্ন জনঔষধি তথা জেনারিক মেডিসিন…
অনলাইন প্রতিনিধি :-শান্তিরবাজারে সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো জগন্নাথপাড়া প্লে সেন্টার টিম। রবিবার বাইখোড়া ইংলিশ…
অনলাইন প্রতিনিধি :-২০২৩-২৪ অর্থ বছর পর্যন্ত রাজ্য সরকারের মোট ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ২১.৮৭৮ কোটি…
অনলাইন প্রতিনিধি :-বিগত ছয় মাসে ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চকে ২২টি মামলা হস্তান্তর করা হয়েছে।২০২৪ সালের…