দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত চার!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-দুটি বাইকের সংঘর্ষে আহত হয় চার জন। ঘটনা মঙ্গলবার ধর্মনগর মহকুমার অন্তর্গত ইছাই লালছড়া তহশিল অফিস এলাকায়।তবে একটি বাইকে থাকা দুইজন গুরুতরভাবে আহত হয় এবং এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।ঘটনার বিবরণে জানা গেছে,
ইছাই লালছড়া গ্রামের ছয় নম্বর ওয়ার্ড এলাকায় ধর্মনগর থেকে টিআর ০৫ ডি ৪৭১৯ নম্বরের একটি বাইকে করে কদমতলা যাচ্ছিল মনোর আলি (২০) নামে এক যুবক, বাড়ি উত্তর হুরুয়া গ্রামের চার নম্বর ওয়ার্ডে। অপরদিকে টিআর ০৫ ই ৮৯৭৬ নম্বরের একটি বাইকে করে দুই যুবক কদমতলা থেকে ইছাই লালছড়া আসছিল। এরা হলো বাইক চালক জয় দেব (২০) এবং বাইকে থাকা অপর যুবকের নাম রানা দেব (২১)। তাদের উভয়ের বাড়ি ইছাই লাল ছড়া গ্রামের ছয় নম্বর ওয়ার্ডে। এদিকে কদমতলা থেকে আসা ইছাই লালছড়া তহশিল অফিসের সামনে অপর দিক থেকে আসা মনোর আলির বাইকের মুখোমুখি সংঘর্ষ বাধে জয় দেবের বাইকের। এতে বাইক থেকে ছিটকে পড়ে বিদ্যুতের খুঁটিতে গিয়ে মাথা লাগে জয় দেবের এবং গুরুতর আঘাত প্রাপ্ত হয় বাইকে থাকা অপর দুই যুবক। সেই সময় হরিনাম সংকীর্তন থেকে বাড়িতে যাওয়া এক নাবালিকা ময়ূরীকা ধর (১৪) এই দুর্ঘটনায় বাইকের ধাক্কায় আঘাত প্রাপ্ত হয়। মনোর আলি ও ওই নাবালিকাকে নিয়ে যাওয়া হয় কদমতলা সামাজিক হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর তারা দুইজন বাড়ি চলে যায়। এদিকে এই দুর্ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয় লোকজন সহ পরিবারের লোকজন দুই যুবককে সেখান থেকে উদ্ধার করে উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসেন। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসার পর জয় দেবকে আশংকা জনক অবস্থায় বহিঃরাজ্যে রেফার করা হয়। এদিকে এই দুর্ঘটনার খবর পেয়ে কদমতলা থানার এএসআই উদয় রাম রিয়াং ঘটনাস্থলে উপস্থিত হন। প্রথমে দুর্ঘটনা স্থলে বাইক দুটির সন্ধান পায়নি পুলিশ। পরবর্তীতে ঘটনার তদন্ত নেমে দুর্ঘটনাগ্রস্ত বাইক দুটি নিজেদের হেপাজতে নেয় পুলিশ। তিনি জানিয়েছেন, এই ঘটনার বিবরণ নথিভুক্ত করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Dainik Digital

Recent Posts

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

2 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

2 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

3 hours ago

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

3 hours ago

সমাজিকমাধ্যমে বিদেশসচিব মিস্রীকে কুৎসিত ভাষায় আক্রমণ নেটিজেনরা!!

অনলাইন প্রতিনিধি :-সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিদেশসচিব বিক্রম মিস্ত্রি। রবিবার সকাল থেকে…

3 hours ago

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফের উচ্চস্তরীয় বৈঠক!!

অনলাইন প্রতিনিধি :-রবিবার সকালে উচ্চস্তরীয় বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন তাঁর লোক কল্যাণ…

24 hours ago