দুই যুবতী সহ পাঁচ রোহিঙ্গা আটক!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || গোপন সংবাদের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ দুই যুবতী সহ পাঁচ রোহিঙ্গা কে আটক করেছে। ধর্মনগর রেল স্টেশনের সামনে থেকে তিন যুবক ও দুই যুবতীকে আটক করে পুলিশ। ধৃতরা গত ১৭ মে কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা শিবির থেকে দালাল চক্রের হাত ধরে জনপ্রতি পঁচিশ হাজার টাকার বিনিময়ে ভারতে প্রবেশ করেছে। তাদের কাছ থেকে তিনটি ভারতীয় জালি আধারকার্ড পাওয়া গেছে। ধৃতরা হলো মোহমদ রাডিয়ান, মোহমদ শাহ, আমান উল্লা, নুর কলিমা ও রোজিনা বেগম। ধৃতরা জানিয়েছে, তারা মোট ছয়জন ছিলো, এরমধ্যে রুকসার বিবি নামে এক যুবতীকে স্হানীয় এক যুবক বাইকে করে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ। কোথা থেকে এবং কোথায় নিয়ে গেছে সঠিক বলতে পারছেনা।