দুই লড়ির সংঘর্ষ, উল্টে গেল ট্যাংকার!
অনলাইন প্রতিনিধি :-দুই লড়ির সংঘর্ষে রাস্তায় উল্টে গেল পেট্রোল ভর্তি ১২ চাকার ট্যাংকার। ঘটনা শুক্রবার বাগবাসা থানা এলাকার শনিছড়া গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডে আসাম আগরতলা জাতীয় সড়কের উপর। স্থানীয়দের অভিযোগ, তেলের ট্যাংকারটি দ্রুত গতিতে এসে সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পাথর বোঝাই লড়ির পিছনে সজোড়ে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পর ট্যাংকারটি রাস্তায় উল্টে যায়। এতে ট্যাংকার থেকে পেট্রোল বেরিয়ে রাস্তায় গড়িয়ে পরতে থাকে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের দুটি ইঞ্জিন। বড় ধরনের ঘটনা এড়াতে দমকল কর্মীরা ওই ট্যাংকার লড়িতে ফোম স্প্রে করে। এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে উপস্থিত হন জেলা শাসক দেবপ্রিয় বর্ধন এবং জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, সহ চুরাইবাড়ি ও বাগাবাসা থানার পুলিশ।