দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, বিলোনিয়া।। এক পরিবারে দুই শিশু সন্তানকে হত্যা করার দায়ে দোষী সাব্যস্ত সুগ্রীব ত্রিপুরাকে(৩২) যাবজ্জীবন কারাদন্ডে দণ্ডিত করলো আদালত। বৃহস্পতিবার বিলোনিয়া বিশেষ আদালতের বিচারক আশুতোষ পান্ডে এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন।
ঘটনা ১২ই মে ২০২১ ইং পুরান রাজবাড়ী থানার অধীন গাবতলী এলাকায়। এলাকার বাসিন্দা সাধন দে’র নাবালক পুত্র সন্তান হৃদয় দে এবং নাবালিকা কন্যা রিতা দে গরু নিয়ে বাড়ির কাছেই জঙ্গলে ঘাস খাওয়াতে যায়। গরু গুলি বিকেলের পর বাড়িতে ফিরে এলেও দুই ভাই বোন বাড়িতে ফিরে আসেনি। এরপর খোঁজাখুঁজি শুরু হয়।
পরের দিন এলাকারই এক যুবক জানায়, জঙ্গলে সুগ্রিব ত্রিপুরার সাথে তাদের দেখা গেছে। ১৩ই মে এলাকা জুড়ে খোঁজাখুঁজি করতে গিয়ে জঙ্গলের পাশে ত্রিবেণী লেইকে দুই শিশুর ভাসমান মৃতদেহ উদ্ধার হয়। সাধন দে এই ঘটনায় সুগ্রিব ত্রিপুরার বিরুদ্ধে তার দুই শিশু সন্তানকে হত্যা করার অভিযোগ এনে পুরান রাজবাড়ী থানায় মামলা দায়ের করেন। পুলিশ অফিসার উজ্জ্বল চৌধুরী এই মামলার তদন্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। আদালতে সাতাশ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। মামলার সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে বৃহস্পতিবার এই মামলার রায় ঘোষণা হয়। অভিযুক্ত সুগ্রিব ত্রিপুরাকে ভারতীয় দণ্ডবিধির ৩০২ এবং ২০১ ধারায় দোষী সাব্যস্ত করা হয়। বিচারক আশুতোষ পান্ডে দোষী সাব্যস্ত সুগ্রিব ত্রিপুরাকে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও নগদ ১০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরো তিন মাসের জেল। ২০১ ধারায় তিন বছরের কারাদণ্ড এবং নগদ দুই হাজার টাকা জরিমানা করেন। উভয় সাজা একসাথে চলবে। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী প্রভাত চন্দ্র দত্ত।
অনলাইন প্রতিনিধি :-বর্তমান যুগে হৃদরোগ জনিত সমস্যা ক্রমশ বেড়ে চলেছে।এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ও জীবনঘাতী…
অনলাইন প্রতিনিধি :-বর্তমানে রাজ্যেনয়টি ল্যান্ড কাস্টম স্টেশন রয়েছে।কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নয়টি ল্যান্ড কাস্টম স্টেশনকে…
অনলাইন প্রতিনিধি :-২০২৮ সালে বিধানসভা নির্বাচনেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারলেই, আমাদের…
অনলাইন প্রতিনিধি:-তপন স্মৃতি নকআউট ক্রিকেটের দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!খেলার…
নজিরবিহীন গরমের মুখোমুখি রাজ্য। মার্চ মাসের শেষ দিকে গরমের এই প্রকোপ এককথায় নজিরবিহীন।এজন্য আবহাওয়া দপ্তরকে…
অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…