দুটি পৃথক কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দিলেন কৃষিমন্ত্রী!!

 দুটি পৃথক কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দিলেন কৃষিমন্ত্রী!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-সম্প্রতি
দক্ষিণ জেলায় কৃষি যন্ত্রপাতি (পাওয়ার টিলার)বিতরণ নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তার পরিপ্রেক্ষিতে তদন্তের নির্দেশ দিয়েছেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। দপ্তর সূত্রে খবর,পাওয়ারটিলার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ তদন্ত করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন কৃষিমন্ত্রী শ্রীনাথ।কৃষি দপ্তরের যুগ্ম অধিকর্তা কাশীনাথ দাসের নেতৃত্বে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অন্য দুই সদস্য হলেন,কৃষি দপ্তরের উপ অধিকর্তা অরবিন্দ দেববর্মা এবং উদ্যান দপ্তরের সহকারী অধিকর্তা রাজীব দে।জানা গেছে,তদন্ত কমিটিকে দ্রুত তদন্ত শেষ করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।শুধু তাই নয়, গোমতী জেলার তেপানিয়া এসএ-এর বিরুদ্ধেও ফুল চাষের চারা বিতরণ নিয়ে যে অভিযোগ উঠেছে, সেই অভিযোগের তদন্ত করতে পৃথকভাবে আরও একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে অভিযোগের দ্রুত তদন্ত করতে নির্দেশ দিয়েছেন কৃষিমন্ত্রী শ্রী নাথ।তদন্ত কমিটিতে রয়েছেন, উদ্যান দপ্তরের যুগ্ম অধিকর্তা হিরেন্দ্র দেববর্মা,উদ্যান দপ্তরের উপ অধিকর্তা পুলক চৌধুরী এবং কৃষি দপ্তরের সহকারী অধিকর্তা দেবাশীষ বিশ্বাস।সম্প্রতি দক্ষিণ জেলায় পাওয়ার টিলার বিতরণ এবং গোমতী জেলায় ফুলের চারা বিতরণ নিয়ে বিভিন্ন মহল থেকে অনিয়মের অভিযোগ উঠেছে।বিভিন্ন সংবাদমাধ্যমেও দুর্নীতি অভিযোগ নিয়ে খবর প্রকাশিত হয়েছে।জানা গেছে, দুইটি বিষয়ই কৃষি মন্ত্রীর নজরে গেছে।বিদেশ থেকে ফিরেই (শনিবার) এই ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছেন কৃষিমন্ত্রী।শনিবারই দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে দপ্তর কঠোর সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।দপ্তর সূত্রে আরও জানা গেছে, ধলাই জেলায় বিভিন্ন কৃষি দপ্তরের অফিসগুলির কাজকর্ম কেমন চলছে এবং জেলার কৃষকরা বিভিন্ন সুযোগ সুবিধা ঠিকভাবে পাচ্ছেন কিনা?তা খতিয়ে দেখতে একটি বিশেষ ইনস্পেকশন টিম গঠন করেছেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ।ওই টিম আগামীকাল থেকেই ধলাই জেলার কৃষি দপ্তরের বিভিন্ন অফিস পরিদর্শন শুরু করবেন।কথা বলবেন কৃষকদের সাথেও। তবে সম্প্রতি দক্ষিণ জেলা এবং গোমতী জেলায় যে অভিযোগ উঠেছে,তা নিয়ে কৃষিমন্ত্রী নিজেও ক্ষুব্ধ বলে জানা গেছে।বিষয়টি তিনি অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন বলেন খবর।দপ্তরের কোনও সরকারী আধিকারিক যদি অনিয়মের সাথে যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায়,তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে খবর।এখন দেখার তদন্ত কমিটি কি রিপোর্ট দেয়।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.